বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম – প্রাণীর গমনে সাহায্যকারী অঙ্গকে বলে গমন অঙ্গ ।সাধারণত ওই পেশী গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রাণীরা ধীরে ধীরে স্থান পরিবর্তন করে।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম :

প্রাণী | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
---|---|---|
অ্যামিবা | ক্ষণপদ | অ্যামিবয়েড |
কেঁচো | সিটা | ক্রিপিং |
ব্যাঙ | পা | ক্রলিং, লিপিং, সুইমিং |
ঝিনুক | মাংসল পদ | স্লিপিং |
তারামাছ | টিউব ফিট | লুপিং |
প্যারামিসিয়াম | সিলিয়া | সিলিয়ার চলন |
মাছি | একজোড়া ডানা | ফ্লাইং |
জেলিফিস | পেশী | সুইমিং |
প্রজাপতি | দুইজোড়া ডানা | ফ্লাইং |
মানুষ | হাত ও পা | ওয়াকিং, সুইমিং, ক্রুলিং |
ডলফিন | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
শুশুক | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
তিমি | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
চিংড়ি | প্লিওপড | সুইমিং |
অক্টোপাস | পেশী | সুইমিং |
জোঁক | চোষক অঙ্গ | লুপিং |
মাছ | পাখনা | সন্তরণ |
ইউগ্লিনা | ফ্ল্যাজেলা | ফ্লাজেলিয় চলন |
টিকটিকি | পা | ক্রলিং |
শামুক | মাংসল পদ | স্লিপিং |
আরশোলা | ডানা ও পা | ফ্লাইং ও ওয়াকিং |
হাইড্রা | কর্ষিকা | লুপিং ও সামারসল্টিং |
কাঠবিড়ালি | প্যাটাজিয়াম | নিষ্ক্রিয় উড্ডয়ন |
সাপ | প্যাটাজিয়াম | নিষ্ক্রিয় উড্ডয়ন |
চামচিকা | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
বাদুড় | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
FAQs On – বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ
প্রাণীর গমনে সাহায্যকারী অঙ্গকে বলে গমন অঙ্গ ।সাধারণত ওই পেশী গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রাণীরা ধীরে ধীরে স্থান পরিবর্তন করে।
অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ ।
কেঁচো ক্রিপিং গমন করে ।
প্রজাপতি দুইজোড়া ডানার দ্বারা গমন করে ।
ব্যাঙ ক্রলিং, লিপিং, সুইমিং পদ্ধতিতে গমন করে ।
ঝিনুকের গমন অঙ্গের নাম মাংসল পদ ।
চিংড়ি প্লিওপড অঙ্গের দ্বারা গমন করে ।
তারামাছের গমন অঙ্গের নাম টিউব ফিট ।
তিমির গমন অঙ্গের নাম পুচ্ছ ও ফ্লিপার ।
টিকটিকি ক্রলিং পদ্ধতিতে গমন করে ।
হাইড্রার গমন অঙ্গের নাম কর্ষিকা ।
বাদুড় উড্ডয়ন পদ্ধতিতে গমন করে ।
কাঠবিড়ালি প্যাটাজিয়াম অঙ্গের দ্বারা গমন করে ।
ইউগ্লিনার গমন পদ্ধতির নাম ফ্লাজেলিয় চলন ।