উচ্চমাধ্যমিক ভূগোল 2017 সালের saq প্রশ্নের সমাধান – আজকের পর্বে তোমাদের সাথে আলোচনা করলাম উচ্চমাধ্যমিক ২০১৭ সালের ভূগোলের saq প্রশ্নের সমাধান নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 উচ্চমাধ্যমিক ভূগোল 2017 সালের saq প্রশ্নের সমাধান :
- 2 উচ্চমাধ্যমিক ভূগোল 2017 saq প্রশ্নের সমাধান :
- 2.1 1. টর কাকে বলে ?
- 2.2 2. ফিয়র্ড উপকূল বলতে কী বোঝায় ?
- 2.3 3. সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও।
- 2.4 4. পেডিমেন্ট কিভাবে গঠিত হয় ?
- 2.5 5. অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী বলতে কী বোঝ ?
- 2.6 6. হিউমিফিকেশন কাকে বলে ?
- 2.7 7. রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো ?
- 2.8 8. লা নিনা বলতে কী বোঝায় ?
- 2.9 9. অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও ?
- 2.10 10. জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো।
- 2.11 11. জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো ।
- 2.12 12. হড়পা বান বলতে কি বোঝ ।
- 2.13 13. আর্দ্র কৃষির সংজ্ঞা দাও ।
- 2.14 14. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
- 2.15 15. অনুসারী শিল্পের সংজ্ঞা দাও।
- 2.16 16. কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
- 2.17 17. কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো ।
- 2.18 18. মানুষ জমি অনুপাত এর সংজ্ঞা দাও ।
- 2.19 19. পৌরপুঞ্জ-এর সংজ্ঞা দাও ।
- 2.20 20. ছত্রিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে যে বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত তার নাম কি ?
- 2.21 21. উন্নয়নের সংজ্ঞা দাও ।
উচ্চমাধ্যমিক ভূগোল 2017 সালের saq প্রশ্নের সমাধান :

আরো পড়ুন – সোনালী চতুর্ভুজ কি
উচ্চমাধ্যমিক ভূগোল 2017 saq প্রশ্নের সমাধান :
1. টর কাকে বলে ?
উত্তরঃ বৈষম্যমূলক আবহবিকারের ফলে কোন কোন অঞ্চলে ভূ অভ্যন্তরস্থ কঠিন শিলা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যায় এবং এর পার্শ্ববর্তী নরম শিলাস্তর অপসারিত হলে সেখানে ওই কঠিন শিলা উন্নত হয়ে দাঁড়িয়ে থাকে। মৃদু ঢালযুক্ত এলাকায় হঠাৎ খাড়াভাবে উঁচু হয়ে থাকা এ ধরনের প্রস্তর খণ্ড কে টর বলে।
2. ফিয়র্ড উপকূল বলতে কী বোঝায় ?
উত্তরঃ Fiord’ একটি নরওয়েজীয় শব্দ, যার অর্থ হলো ‘সমুদ্রের দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট উপত্যকা সমুদ্র তলদেশে নিমজ্জিত হলে যে ‘U’ আকৃতির উপকূলের সৃষ্টি হয়, তাকে ফিয়র্ড উপকূল বলে।
3. সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও।
উত্তরঃ ল্যাটিন ‘Pene’ কথার অর্থ প্রায়, Almost। উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল কোটি কোটি বছর ধরে নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হতে হতে প্রায় সমতল ঢেউ খেলানো অঞ্চলে পরিণত হয়। এ ধরনের ক্ষয়প্রাপ্ত তরঙ্গায়িত ভূমিভাগকে তরঙ্গায়িত সমভূমি বা সমপ্রায়ভূমি বলে ।
4. পেডিমেন্ট কিভাবে গঠিত হয় ?
উত্তরঃ মরু ক্ষয় চক্রে বায়ু ও জলপ্রবাহের সম্মিলিত কার্যের ফলে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে যে মৃদু ঢালু প্রস্তর ময় ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে পেডিমেন্ট বলে।
5. অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী বলতে কী বোঝ ?
উত্তরঃ গম্বুজাকৃতি উচ্চভূমিতে কঠিন ও কোমল শিলা পরপর অবস্থান করলে কোমল শিলা ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হয় ও অবশিষ্ট কঠিন শিলা আংটির মত দেখতে হয়, যা পাহাড় কে বেষ্টন করে থাকে। একে অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী (Annular Drainage Pattern) বলে ।
6. হিউমিফিকেশন কাকে বলে ?
উত্তরঃ মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকা স্থিত ক্ষুদ্র জীবাণু দ্বারা পচনের ফলে বিয়োজিত হয়ে যে কালো রঙের পদার্থ উৎপন্ন করে তাকে হিউমাস বলে। আর এই হিউমাস গঠনের প্রক্রিয়াকেই হিউমফিকেশন বলা হয়।
7. রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো ?
উত্তরঃ রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা কে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। যথা –
- i. আম্লিক মৃত্তিকা – pH এর মান 7 এর কম
- ii. প্রশমিত মৃত্তিকা – pH এর মান 7 এর সমান
- iii. ক্ষারীয় মৃত্তিকা – pH এর মান 7 এর বেশি
8. লা নিনা বলতে কী বোঝায় ?
উত্তরঃ লা-নিনা শব্দের অর্থ হলো শিশু কন্যা , এটি হল এল নিনোর বিপরীত অবস্থা। সাধারণ পরিস্থিতিতে পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত কে লা নিনা বলে।
9. অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও ?
উত্তরঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে সৃষ্ট শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে সম্পূর্ণ রূপে আবদ্ধ করলে ঘূর্ণবাত তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে এবং শেষে অবলুপ্ত হয়ে যায়। এভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পঞ্চম পর্যায়ে যে অভিন্ন সীমান্তের সৃষ্টি হয় তাকে অন্তর্ধৃত সীমান্ত বলে।
10. জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো।
উত্তরঃ (ক) জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় যা বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত।
(খ) জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলে বরফের গলন বৃদ্ধি পাচ্ছে ।
11. জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো ।
উত্তরঃ প্রাকৃতিক কারণ – (ক) জলবায়ু পরিবর্তন (খ) অগ্নুৎপাত।
মানবিক কারণ – (ক) বৃক্ষচ্ছেদন (খ) অতিমাত্রায় পশুচারণ ।
12. হড়পা বান বলতে কি বোঝ ।
উত্তরঃ পার্বত্য অঞ্চলে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হলে যে বিশাল মাত্রায় উচ্চগতিসম্পন্ন জলপ্রবাহ ঘটে, তাকে হড়পা বান বলে।
13. আর্দ্র কৃষির সংজ্ঞা দাও ।
উত্তরঃ পৃথিবীর যেসমস্ত অঞ্চলে নিয়মিত ভাবে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে কৃষি কাজ করা হয়। এই ধরনের কৃষিকে আর্দ্র কৃষি বলে।
14. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ ভারতের কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
15. অনুসারী শিল্পের সংজ্ঞা দাও।
উত্তরঃ বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্প অঞ্চলের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠা ব্যাটারি শিল্প, কাচ, রাবার, প্লাস্টিক প্রভৃতি শিল্প।
16. কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
উত্তরঃ তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ।
17. কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো ।
উত্তরঃ কুইনারি স্তরের অন্তর্গত কার্যাবলী হলো নীতিনির্ধারক, পরামর্শদাতা, বিশেষজ্ঞ, সিদ্ধান্ত গ্রহণকারী প্রভৃতি।
18. মানুষ জমি অনুপাত এর সংজ্ঞা দাও ।
উত্তরঃ কোন দেশের মোট জনসংখ্যার এবং সেদেশের কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। মানুষ জমি অনুপাত দ্বারা কোন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
19. পৌরপুঞ্জ-এর সংজ্ঞা দাও ।
উত্তরঃ মূল শহর আয়তনে বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী ছোট ছোট শহরের সঙ্গে যুক্ত হয়ে বিশালাকৃতির পৌর বসতি গড়ে তোলে তাকে পৌরপুঞ্জ বলে।
20. ছত্রিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে যে বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত তার নাম কি ?
উত্তরঃ ছত্রিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে যে বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত তার নাম চিত্রকূট জলপ্রপাত ।
21. উন্নয়নের সংজ্ঞা দাও ।
উত্তরঃ যখন কোন দেশ বা অঞ্চলের সব মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশের যথাযথ সংরক্ষন ও উন্নতি হয়, তখন তাকে উন্নয়ন বলে।
আরো পড়ুন – সার্ক কি আলোচনা করো