৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ নিয়ে ।

এই পৃষ্ঠায়

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার :

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আরো পড়ুন – দাদাসাহেব ফালকে পুরস্কার 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 :

[১] 2023 সালে কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় ?

  • (ক) ৬৮ তম
  • (খ) ৬৯ তম
  • (গ) ৭০ তম
  • (ঘ) ৬৬ তম

উত্তরঃ (খ) ৬৯ তম

জেনে রাখো :

  • ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয় ২৪ শে আগস্ট ২০২৩ ।
  • এই পুরস্কারটি ১৭ ই অক্টবর ২০২৩ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক প্রদান করা হয় নিউ দিল্লির বিজ্ঞান ভবনে ।
  • এই পুরস্কারটি ২০২১ সালের পুরস্কার যেটি ২০২৩ সালে প্রদান করা হয়েছে ।

[২] প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে দেওয়া হয় ?

  • (ক) ১৯৫৪ সালে
  • (খ) ১৯৬৪ সালে
  • (গ) ১৯৭৪ সালে
  • (ঘ) ১৯৫৫ সালে

উত্তরঃ (ক) ১৯৫৪ সালে

[৩] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পায় ?

  • (ক) সিদ্ধার্থ মালহোত্রা
  • (খ) রণবীর সিং
  • (গ) আল্লু অর্জুন
  • (ঘ) কার্তিক আরিয়ান

উত্তরঃ (গ) আল্লু অর্জুন

জেনে রাখো :

  • কোন ফিল্মের জন্য এই পুরস্কার পেয়েছেন : পুষ্পা – দা রাইস

[৪] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পায় ? 

  • (ক) আলিয়া ভাট
  • (খ) কৃতি স্যানন
  • (গ) উপরের দুজনেই
  • (ঘ) পল্লবী যোশী

উত্তরঃ (গ) উপরের দুজনেই

জেনে রাখো :

  • আলিয়া ভাট তার চলচ্চিত্র ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’ এবং কৃতি সানন তার চলচ্চিত্র ‘মিমি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পায়।

[৫] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ Feature Film এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?

  • (ক) দা কাশ্মীর ফাইলস
  • (খ) সর্দার উধম সিং
  • (গ) গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি
  • (ঘ) রকেট্রি : দা নাম্বি এফেক্ট

উত্তরঃ (ঘ) রকেট্রি : দা নাম্বি এফেক্ট

[৬] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে পায় ? 

  • (ক) নিখিল মহাজন
  • (খ) বিবেক আগ্নিহোত্রি
  • (গ) সত্যজিৎ রায়
  • (ঘ) সুরজিৎ সরকার

উত্তরঃ (ক) নিখিল মহাজন

[৭] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?

  • (ক) রকেট্রি : দা নাম্বি এফেক্ট
  • (খ) সর্দার উধম সিং
  • (গ) গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি
  • (ঘ) দা কাশ্মীর ফাইলস

উত্তরঃ (খ) সর্দার উধম সিং

[৮] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ লোকপ্রিয় চলচ্চিত্র এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?

  • (ক) RRR
  • (খ) সর্দার উধম সিং
  • (গ) গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি
  • (ঘ) দা কাশ্মীর ফাইলস

উত্তরঃ (ক) RRR

জেনে রাখো :

  • RRR চলচ্চিত্রের পরিচালক হলেন এস এস রাজামৌলী।

[৯] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ Critics Film এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?

  • (ক) শেরশাহ
  • (খ) দি কাশ্মীর ফাইলস
  • (গ) পুরুষোত্তম চারুলু
  • (ঘ) RRR

উত্তরঃ (গ) পুরুষোত্তম চারুলু

[১০] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ মহিলা Playback Singer এর পুরস্কার কে পায় ?

  • (ক) নেহা কক্কর
  • (খ) মোনালি ঠাকুর
  • (গ) অলকা ইয়াগনিক
  • (ঘ) শ্রেয়া ঘোষাল

উত্তরঃ (ঘ) শ্রেয়া ঘোষাল

[১১] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ Playback Singer এর পুরস্কার কে পায় ? 

  • (ক) কালা ভৈরব
  • (খ) কুমার শানু
  • (গ) উদিত নারায়ণ
  • (ঘ) হিমেশ রেশমিয়া

উত্তরঃ (ক) কালা ভৈরব

[১২] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে Special Jury এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?

  • (ক) দি কাশ্মীর ফাইলস
  • (খ) পুরুষোত্তম চারুলু
  • (গ) শেরশাহ
  • (ঘ) RRR

উত্তরঃ (গ) শেরশাহ

[১৩] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার কে পায় ?

  • (ক) রণবীর সিং
  • (খ) বরুন ধাওয়ান
  • (গ) পঙ্কজ ত্রিপাঠী
  • (ঘ) উপরের কেউ নয়

উত্তরঃ (গ) পঙ্কজ ত্রিপাঠী

জেনে রাখো :

  • পঙ্কজ ত্রিপাঠী তার চলচ্চিত্র মিমির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পায়।

[১৪] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার কে পায় ?

  • (ক) আলিয়া ভাট
  • (খ) জ্যাকলিন ফার্নান্ডিজ
  • (গ) কৃতি সানন
  • (ঘ) পল্লবী জোশি

উত্তরঃ (ঘ) পল্লবী জোশি

জেনে রাখো :

  • পল্লবী জোশি তার চলচ্চিত্র ‘দা কাশ্মীর ফাইলস’ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পায় ।

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ তালিকা :

নং বিভাগপুরস্কার বিজয়ী
সেরা ফিচার ফিল্মরকেট্রি : দ্য নম্বি ইফেক্ট
সেরা পরিচালকনিখিল মহাজন, গোদাবরী
সেরা জনপ্রিয় ফিল্মআরআরআর
সেরা শিশু চলচ্চিত্রগান্ধী অ্যান্ড কো
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্রঅনুনাদ
সেরা অভিনেতাআল্লু অর্জুন, পুষ্পা
সেরা অভিনেত্রীআলিয়া ভাট, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এবং কৃতি স্যানন, মিমি
সেরা সহ-অভিনেতাপঙ্কজ ত্রিপাঠি, মিমি
সেরা সহ-অভিনেত্রীপল্লবী যোশী, দ্য কাশ্মীর ফাইলস
১০সেরা শিশু শিল্পীভাবিন রাবারী, চেল্লো শো
১১বেস্ট স্ক্রিনপ্লে (অরিজিনাল)শাহি কবীর, নায়ট্টু
১২বেস্ট স্ক্রিনপ্লে (অ্যাডাপ্টেড)সঞ্জয় লীলা বানসালি ও উৎকর্ষিণী বশিষ্ট, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
১৩বেস্ট সিনেমাটোগ্র্যাফিঅভীক মুখোপাধ্যায়, সর্দার উধম
১৪বেস্ট এডিটিংসঞ্জয় লীলা বানসালি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
১৫বেস্ট লিরিক্সচন্দ্রবোস, ধাম ধাম ধাম – কোন্ডা পলাম
১৬সেরা প্লেব্যাক গায়ককালা ভৈরব, কমুরাম ভিমোড়ু – আরআরআর
১৭সেরা প্লেব্যাক গায়িকাশ্রেয়া ঘোষাল, মায়াভা ছায়াভা – ইরাভিন নিজ়হাল
১৮সঙ্গীত পরিচালকদেবী শ্রী প্রসাদ, পুষ্পা
১৯সেরা সঙ্গীত পরিচালনাএমএম কীরাবাণী, আরআরআর
২০বেস্ট কোরিওগ্র্যাফিপ্রেম রক্ষিত, আরআরআর
২১সেরা অসমীয়া চলচ্চিত্রঅণুর
২২সেরা বাংলা চলচ্চিত্রকালকক্ষ
২৩সেরা হিন্দি চলচ্চিত্রসর্দার উধম
২৪সেরা কন্নড় চলচ্চিত্র৭৭৭ চার্লি
২৫সেরা মালায়ালম চলচ্চিত্রহোম
২৬সেরা তেলেগু চলচ্চিত্রউপেন্না
২৭সেরা তামিল চলচ্চিত্রকাদাইসি বিভাসায়ি
২৮সেরা মারাঠি চলচ্চিত্রএকদা কে জালা
২৯সেরা গুজরাটি চলচ্চিত্রচেল্লো শো
৩০বেস্ট নন-ফিচার ফিল্মএক থা গাঁও

আরো পড়ুন – নোবেল পুরস্কার 2023 GK

মন্তব্য করুন