৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার :
- 2 জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 :
- 2.1 [১] 2023 সালে কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় ?
- 2.2 [২] প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে দেওয়া হয় ?
- 2.3 [৩] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পায় ?
- 2.4 [৪] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পায় ?
- 2.5 [৫] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ Feature Film এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- 2.6 [৬] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে পায় ?
- 2.7 [৭] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- 2.8 [৮] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ লোকপ্রিয় চলচ্চিত্র এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- 2.9 [৯] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ Critics Film এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- 2.10 [১০] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ মহিলা Playback Singer এর পুরস্কার কে পায় ?
- 2.11 [১১] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ Playback Singer এর পুরস্কার কে পায় ?
- 2.12 [১২] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে Special Jury এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- 2.13 [১৩] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার কে পায় ?
- 2.14 [১৪] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার কে পায় ?
- 3 ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ তালিকা :
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার :

আরো পড়ুন – দাদাসাহেব ফালকে পুরস্কার 2023
জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 :
[১] 2023 সালে কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় ?
- (ক) ৬৮ তম
- (খ) ৬৯ তম
- (গ) ৭০ তম
- (ঘ) ৬৬ তম
উত্তরঃ (খ) ৬৯ তম
জেনে রাখো :
- ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয় ২৪ শে আগস্ট ২০২৩ ।
- এই পুরস্কারটি ১৭ ই অক্টবর ২০২৩ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক প্রদান করা হয় নিউ দিল্লির বিজ্ঞান ভবনে ।
- এই পুরস্কারটি ২০২১ সালের পুরস্কার যেটি ২০২৩ সালে প্রদান করা হয়েছে ।
[২] প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে দেওয়া হয় ?
- (ক) ১৯৫৪ সালে
- (খ) ১৯৬৪ সালে
- (গ) ১৯৭৪ সালে
- (ঘ) ১৯৫৫ সালে
উত্তরঃ (ক) ১৯৫৪ সালে
[৩] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পায় ?
- (ক) সিদ্ধার্থ মালহোত্রা
- (খ) রণবীর সিং
- (গ) আল্লু অর্জুন
- (ঘ) কার্তিক আরিয়ান
উত্তরঃ (গ) আল্লু অর্জুন
জেনে রাখো :
- কোন ফিল্মের জন্য এই পুরস্কার পেয়েছেন : পুষ্পা – দা রাইস
[৪] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পায় ?
- (ক) আলিয়া ভাট
- (খ) কৃতি স্যানন
- (গ) উপরের দুজনেই
- (ঘ) পল্লবী যোশী
উত্তরঃ (গ) উপরের দুজনেই
জেনে রাখো :
- আলিয়া ভাট তার চলচ্চিত্র ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’ এবং কৃতি সানন তার চলচ্চিত্র ‘মিমি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পায়।
[৫] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ Feature Film এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- (ক) দা কাশ্মীর ফাইলস
- (খ) সর্দার উধম সিং
- (গ) গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি
- (ঘ) রকেট্রি : দা নাম্বি এফেক্ট
উত্তরঃ (ঘ) রকেট্রি : দা নাম্বি এফেক্ট
[৬] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে পায় ?
- (ক) নিখিল মহাজন
- (খ) বিবেক আগ্নিহোত্রি
- (গ) সত্যজিৎ রায়
- (ঘ) সুরজিৎ সরকার
উত্তরঃ (ক) নিখিল মহাজন
[৭] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- (ক) রকেট্রি : দা নাম্বি এফেক্ট
- (খ) সর্দার উধম সিং
- (গ) গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি
- (ঘ) দা কাশ্মীর ফাইলস
উত্তরঃ (খ) সর্দার উধম সিং
[৮] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ লোকপ্রিয় চলচ্চিত্র এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- (ক) RRR
- (খ) সর্দার উধম সিং
- (গ) গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি
- (ঘ) দা কাশ্মীর ফাইলস
উত্তরঃ (ক) RRR
জেনে রাখো :
- RRR চলচ্চিত্রের পরিচালক হলেন এস এস রাজামৌলী।
[৯] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ Critics Film এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- (ক) শেরশাহ
- (খ) দি কাশ্মীর ফাইলস
- (গ) পুরুষোত্তম চারুলু
- (ঘ) RRR
উত্তরঃ (গ) পুরুষোত্তম চারুলু
[১০] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ মহিলা Playback Singer এর পুরস্কার কে পায় ?
- (ক) নেহা কক্কর
- (খ) মোনালি ঠাকুর
- (গ) অলকা ইয়াগনিক
- (ঘ) শ্রেয়া ঘোষাল
উত্তরঃ (ঘ) শ্রেয়া ঘোষাল
[১১] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ Playback Singer এর পুরস্কার কে পায় ?
- (ক) কালা ভৈরব
- (খ) কুমার শানু
- (গ) উদিত নারায়ণ
- (ঘ) হিমেশ রেশমিয়া
উত্তরঃ (ক) কালা ভৈরব
[১২] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে Special Jury এর পুরস্কার পায় কোন চলচ্চিত্র ?
- (ক) দি কাশ্মীর ফাইলস
- (খ) পুরুষোত্তম চারুলু
- (গ) শেরশাহ
- (ঘ) RRR
উত্তরঃ (গ) শেরশাহ
[১৩] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার কে পায় ?
- (ক) রণবীর সিং
- (খ) বরুন ধাওয়ান
- (গ) পঙ্কজ ত্রিপাঠী
- (ঘ) উপরের কেউ নয়
উত্তরঃ (গ) পঙ্কজ ত্রিপাঠী
জেনে রাখো :
- পঙ্কজ ত্রিপাঠী তার চলচ্চিত্র মিমির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পায়।
[১৪] 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার কে পায় ?
- (ক) আলিয়া ভাট
- (খ) জ্যাকলিন ফার্নান্ডিজ
- (গ) কৃতি সানন
- (ঘ) পল্লবী জোশি
উত্তরঃ (ঘ) পল্লবী জোশি
জেনে রাখো :
- পল্লবী জোশি তার চলচ্চিত্র ‘দা কাশ্মীর ফাইলস’ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পায় ।
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ তালিকা :
নং | বিভাগ | পুরস্কার বিজয়ী |
---|---|---|
১ | সেরা ফিচার ফিল্ম | রকেট্রি : দ্য নম্বি ইফেক্ট |
২ | সেরা পরিচালক | নিখিল মহাজন, গোদাবরী |
৩ | সেরা জনপ্রিয় ফিল্ম | আরআরআর |
৪ | সেরা শিশু চলচ্চিত্র | গান্ধী অ্যান্ড কো |
৫ | সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র | অনুনাদ |
৬ | সেরা অভিনেতা | আল্লু অর্জুন, পুষ্পা |
৭ | সেরা অভিনেত্রী | আলিয়া ভাট, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এবং কৃতি স্যানন, মিমি |
৮ | সেরা সহ-অভিনেতা | পঙ্কজ ত্রিপাঠি, মিমি |
৯ | সেরা সহ-অভিনেত্রী | পল্লবী যোশী, দ্য কাশ্মীর ফাইলস |
১০ | সেরা শিশু শিল্পী | ভাবিন রাবারী, চেল্লো শো |
১১ | বেস্ট স্ক্রিনপ্লে (অরিজিনাল) | শাহি কবীর, নায়ট্টু |
১২ | বেস্ট স্ক্রিনপ্লে (অ্যাডাপ্টেড) | সঞ্জয় লীলা বানসালি ও উৎকর্ষিণী বশিষ্ট, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি |
১৩ | বেস্ট সিনেমাটোগ্র্যাফি | অভীক মুখোপাধ্যায়, সর্দার উধম |
১৪ | বেস্ট এডিটিং | সঞ্জয় লীলা বানসালি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি |
১৫ | বেস্ট লিরিক্স | চন্দ্রবোস, ধাম ধাম ধাম – কোন্ডা পলাম |
১৬ | সেরা প্লেব্যাক গায়ক | কালা ভৈরব, কমুরাম ভিমোড়ু – আরআরআর |
১৭ | সেরা প্লেব্যাক গায়িকা | শ্রেয়া ঘোষাল, মায়াভা ছায়াভা – ইরাভিন নিজ়হাল |
১৮ | সঙ্গীত পরিচালক | দেবী শ্রী প্রসাদ, পুষ্পা |
১৯ | সেরা সঙ্গীত পরিচালনা | এমএম কীরাবাণী, আরআরআর |
২০ | বেস্ট কোরিওগ্র্যাফি | প্রেম রক্ষিত, আরআরআর |
২১ | সেরা অসমীয়া চলচ্চিত্র | অণুর |
২২ | সেরা বাংলা চলচ্চিত্র | কালকক্ষ |
২৩ | সেরা হিন্দি চলচ্চিত্র | সর্দার উধম |
২৪ | সেরা কন্নড় চলচ্চিত্র | ৭৭৭ চার্লি |
২৫ | সেরা মালায়ালম চলচ্চিত্র | হোম |
২৬ | সেরা তেলেগু চলচ্চিত্র | উপেন্না |
২৭ | সেরা তামিল চলচ্চিত্র | কাদাইসি বিভাসায়ি |
২৮ | সেরা মারাঠি চলচ্চিত্র | একদা কে জালা |
২৯ | সেরা গুজরাটি চলচ্চিত্র | চেল্লো শো |
৩০ | বেস্ট নন-ফিচার ফিল্ম | এক থা গাঁও |
আরো পড়ুন – নোবেল পুরস্কার 2023 GK