Aditya L1 সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম আদিত্য এল ১ সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর ।
এই পৃষ্ঠায়
- 1 Aditya L1 সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :
- 2 Aditya L1 সম্পর্কিত জিকে :
- 2.1 [১] আদিত্য এল ১ কী ধরণের মিশন ?
- 2.2 [২] আদিত্য এল ১ ভারতের কততম সৌর মিশন ?
- 2.3 [৩] আদিত্য শব্দের অর্থ কী ?
- 2.4 [৪] আদিত্য এল ১ মিশনটি কবে লঞ্চ করা হলো ?
- 2.5 [৫] আদিত্য এল ১ মিশনটি লঞ্চ-এর সময় কত ছিল ?
- 2.6 [৬] কোথা থেকে আদিত্য এল ১ মিশনটি লঞ্চ করা হলো ?
- 2.7 [৭] আদিত্য এল ১ মিশনের বাজেট কত ?
- 2.8 [৮] “Aditya-L1”-এর পুরো কথা কী?
- 2.9 [৯] কোন রকেটের মাধ্যমে Aditya-L1 লঞ্চ করা হলো?
- 2.10 [১০] PSLV-এর পুরো কথা কী?
- 2.11 [১১] কোন সংস্থা Aditya-L1 মিশনটি পরিচালনা করছে?
- 2.12 [১২] Aditya-L1 মিশনে কতগুলি প্রধান বৈজ্ঞানিক যন্ত্র বা পেলোডস রয়েছে?
- 2.13 [১৩] Aditya-L1-এর মোট ওজন কত?
- 2.14 [১৪] Aditya-L1-এর কেবল যন্ত্রপাতি বা পেলোডের ওজন কত?
- 2.15 [১৫] কবে প্রথম Aditya-L1-এর ধারণা গঠন করা হয়েছিল?
- 2.16 [১৬] Aditya-L1 মিশনের পরিচালক বা ডিরেক্টর কে ?
- 2.17 [১৭] কোন অরবিট বা কক্ষপথে আদিত্য এল-১ রাখা হবে?
- 2.18 [১৯] Aditya-L1 মিশনের প্রিন্সিপাল সাইন্টিস্ট কে?
Aditya L1 সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :
আরো পড়ুন – অস্কার পুরস্কার বিজয়ী 2023
Aditya L1 সম্পর্কিত জিকে :
[১] আদিত্য এল ১ কী ধরণের মিশন ?
- (ক) চন্দ্র মিশন
- (খ) সৌর মিশন
- (গ) শুক্র মিশন
- (ঘ) মঙ্গল মিশন
উত্তরঃ (খ) সৌর মিশন
[২] আদিত্য এল ১ ভারতের কততম সৌর মিশন ?
- (ক) প্রথম
- (খ) দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) চতুর্থ
উত্তরঃ (ক) প্রথম
[৩] আদিত্য শব্দের অর্থ কী ?
- (ক) শুক্র
- (খ) চাঁদ
- (গ) পৃথিবী
- (ঘ) সূর্য
উত্তরঃ (ঘ) সূর্য
[৪] আদিত্য এল ১ মিশনটি কবে লঞ্চ করা হলো ?
- (ক) ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর
- (খ) ২০২৩ সালের ২রা আগস্ট
- (গ) ২০২৩ সালের ১২ ই সেপ্টেম্বর
- (ঘ) ২০২৩ সালের ৬ ই সেপ্টেম্বর
উত্তরঃ (ক) ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর
[৫] আদিত্য এল ১ মিশনটি লঞ্চ-এর সময় কত ছিল ?
- (ক) সকাল ১১.০০
- (খ) সকাল ১১.৫০
- (গ সকাল ১০.৩০
- (ঘ) সকাল ১০.০০
উত্তরঃ (খ) সকাল ১১.৫০
[৬] কোথা থেকে আদিত্য এল ১ মিশনটি লঞ্চ করা হলো ?
- (ক) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং
- (খ) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র
- (গ) বিক্রম সারাভাই স্পেস সেন্টার
- (ঘ) হিউমান স্পেস ফ্লাইট সেন্টার
উত্তরঃ (খ) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র
[৭] আদিত্য এল ১ মিশনের বাজেট কত ?
- (ক) ৬১৫ কোটি টাকা
- (খ) ৫০০ কোটি টাকা
- (গ) ৪০০ কোটি টাকা
- (ঘ) ৬০০ কোটি টাকা
উত্তরঃ (গ) ৪০০ কোটি টাকা (প্রায়)
[৮] “Aditya-L1”-এর পুরো কথা কী?
- (ক) Aditya Lagrangian Point 1
- (খ) Aditya Lunar Point 1
- (গ) Aditya Last Point 1
- (ঘ) Aditya Loose Point 1
উত্তরঃ (ক) Aditya Lagrangian Point 1
[৯] কোন রকেটের মাধ্যমে Aditya-L1 লঞ্চ করা হলো?
- (ক) GSLV
- (খ) LVSM
- (গ) PSLV-C57
- (ঘ) GSLV-Mk3
উত্তরঃ (গ) PSLV-C57
[১০] PSLV-এর পুরো কথা কী?
- (ক) Polar Space Launce Vehicle
- (খ) Polar Satellite Launch Vehicle
- (গ) Pole Space Land Vehicle
- (ঘ) Power Satellite Launch Vehicle
উত্তরঃ (খ) Polar Satellite Launce Vehicle
[১১] কোন সংস্থা Aditya-L1 মিশনটি পরিচালনা করছে?
- (ক) ISRO
- (খ) NASA
- (গ) SUPARCO
- (গ) SpaceX
উত্তরঃ (ক) ISRO [ ISRO-এর পুরো নাম Indian Space Research Organisation , প্রতিষ্ঠাকাল : ১৫ ই আগস্ট ১৯৬৯ সাল , সদর দপ্তর – কর্ণাটকের ব্যাঙ্গালোর , বর্তমান চেয়ারম্যান – এস সোমনাথ ]
[১২] Aditya-L1 মিশনে কতগুলি প্রধান বৈজ্ঞানিক যন্ত্র বা পেলোডস রয়েছে?
- (ক) ৬ টি
- (খ) ৭ টি
- (গ) ৮ টি
- (ঘ) ৯ টি
উত্তরঃ (খ) ৭ টি [ যন্ত্রগুলি হল- VELC, SUIT, ASPEX, PAPA, SoLEXS, HEL1OS এবং ম্যাগনেটোমিটার । এর মধ্যে চারটি রিমোট সেন্সিং পেলোড আর তিনটি ইন সিটু পেলোড ]
[১৩] Aditya-L1-এর মোট ওজন কত?
- (ক) ২৪৭৫ কেজি
- (খ) ১৪৭৫ কেজি
- (গ) ১৫৭৫ কেজি
- (গ) ১৬৭৫ কেজি
উত্তরঃ (খ) ১৪৭৫ কেজি
[১৪] Aditya-L1-এর কেবল যন্ত্রপাতি বা পেলোডের ওজন কত?
- (ক) ২৪০ কেজি
- (খ) ২৪১ কেজি
- (গ) ২৪৫ কেজি
- (ঘ) ২৪৪ কেজি
উত্তরঃ (ঘ) ২৪৪ কেজি
[১৫] কবে প্রথম Aditya-L1-এর ধারণা গঠন করা হয়েছিল?
- (ক) ২০০৫ সালে
- (খ) ২০০৬ সালে
- (গ) ২০০৮ সালে
- (গ) ২০০৪ সালে
উত্তরঃ (গ) ২০০৮ সালে
[১৬] Aditya-L1 মিশনের পরিচালক বা ডিরেক্টর কে ?
- (ক) এস সোমনাথ
- (খ) নিগার সাজি
- (গ) কে সিভান
- (ঘ) রিতু করিধাল
উত্তরঃ (খ) নিগার সাজি
[১৭] কোন অরবিট বা কক্ষপথে আদিত্য এল-১ রাখা হবে?
- (ক) Geostationary Orbit
- (খ) Low Earth orbit
- (গ) GTO
- (ঘ) Halo orbit
উত্তরঃ (ঘ) Halo orbit
[১৮] Aditya-L1 মিশনের মোট পরিকল্পিত সময়কাল কত?
- (ক) ৫.১ বছর
- (খ) ৬.১ বছর
- (গ) ৫.২ বছর
- (গ) ৬.২ বছর
উত্তরঃ (গ) ৫.২ বছর
[১৯] Aditya-L1 মিশনের প্রিন্সিপাল সাইন্টিস্ট কে?
- (ক) কে সিভান
- (খ) ড.শঙ্করাসুব্রমনিয়ান
- (গ) গায়ত্রী মালহোত্রা
- (ঘ) এস সোমনাথ
উত্তরঃ (খ) ড.শঙ্করাসুব্রমনিয়ান
[২০] লাগারাঞ্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে Aditya-L1-এর কত দিন সময় লাগবে?
- (ক) ১০০ দিন
- (খ) ১২৫ দিন
- (গ) ১৫০ দিন
- (ঘ) ১৭৫ দিন
উত্তরঃ (খ) ১২৫ দিন
আরো পড়ুন – চন্দ্রযান ৩ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর