বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম 

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম – যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহকর্তৃক গৃহীত খাদ্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে তাপ ও স্থিতিশক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে ৷ আর যে তন্ত্রের মাধ্যমে শ্বসনকার্য সম্পন্ন হয় তাকে শ্বসনতন্ত্র বলে ৷ শ্বসনের সাথে জড়িত অঙ্গসমূহ যেমন – নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস,ব্রঙ্কাস,অ্যালভিওলাই, ফুসফুস ইত্যাদিকে শ্বাস অঙ্গ বলে ।

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম :

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম 

আরো পড়ুন – বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম 

প্রাণীশ্বাস অঙ্গ
মানুষফুসফুস
বাদুড়ফুসফুস
তিমিফুসফুস
কাকফুসফুস
পায়রাফুসফুস
সাপফুসফুস
গিরগিটিফুসফুস
টিকটিকিফুসফুস
ব্যাঙফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর
ফড়িংট্রাকিয়া
আরশোলাট্রাকিয়া
মাছফুলকা
শামুকফুলকা ও ম্যান্টল পর্দা
ঝিনুকফুলকা ও ম্যান্টল পর্দা
ব্যাঙাচিবহিঃফুলকা ও অন্তঃফুলকা
অ্যামিবাসংকোচিত গহ্বর
প্যারামিসিয়ামসংকোচিত গহ্বর
স্পঞ্জদেহতল
হাইড্রাদেহতল
কেঁচোদেহত্বক
জোঁকদেহত্বক
মাকড়শাবুক লাং
কাঁকড়া বিছেবুক লাং
চিংড়িবুক গিল
লিমিউলাসবুক গিল
সমুদ্র শসারেসপিরেটরিট্রিপ শ্বাসবৃক্ষ
জিওল মাছফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র
আরো পড়ুন – বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম

FAQs On – বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ

ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?

ট্রাকিয়া ফড়িং,আরশোলাi ইত্যাদি প্রাণীর শ্বাস অঙ্গ ।

ব্যাঙাচির শ্বাস অঙ্গের নাম কি ?

ব্যাঙাচির শ্বাস অঙ্গের নাম বহি ফুলকা ।

মাছের শ্বাস অঙ্গের নাম কি ?

মাছের শ্বাস অঙ্গের নাম ফুলকা ।

অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি ?

অ্যামিবার শ্বাস অঙ্গের নাম দেহতল ।

কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি ?

কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম বুক লাং ।

মানুষের প্রধান শ্বাস অঙ্গের নাম কি ?

মানুষের প্রধান শ্বাস অঙ্গের নাম ফুসফুস ।

কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি ?

কেঁচোর শ্বাস অঙ্গের নাম দেহত্বক ।

চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি ?

চিংড়ির শ্বাস অঙ্গের নাম ফুলকা ।

আরশোলার শ্বাস অঙ্গের নাম কি ?

আরশোলার শ্বাস অঙ্গের নাম ট্রাকিয়া ।

শ্বাস অঙ্গ কাকে বলে ?

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহকর্তৃক গৃহীত খাদ্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে তাপ ও স্থিতিশক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে ৷ আর যে তন্ত্রের মাধ্যমে শ্বসনকার্য সম্পন্ন হয় তাকে শ্বসনতন্ত্র বলে ৷ শ্বসনের সাথে জড়িত অঙ্গসমূহ যেমন – নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস,ব্রঙ্কাস,অ্যালভিওলাই, ফুসফুস ইত্যাদিকে শ্বাস অঙ্গ বলে ।

মন্তব্য করুন