অনুসর্গ কাকে বলে ? অনুসর্গ কত প্রকার ও কি কি ? অনুসর্গের বৈশিষ্ট্য

অনুসর্গ হল অব্যয় পদ যেগুলি মূলত বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে বিভক্তির কাজ করে ।অনুসর্গ কাকে বলে? অনুসর্গ কয় প্রকার ও কি কি এবং অনুসর্গের বৈশিষ্ট্য নিম্নে বিস্তৃত ভাবে আলোচনা করা হল ।

অনুসর্গ কাকে বলে ?

যে সমস্ত অব্যয়পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে , সেই সমস্ত অব্যয়পদ গুলিকে অনুসর্গ বলা হয় ।

যেমন – দ্বারা ,দিয়ে, পানে ,প্রতি,পাছে ইত্যাদি হল অনুসর্গের উদাহরণ ।

অনুসর্গকে ইংরেজিতে adjective বলে ।

অনুসর্গ কত প্রকার ও কি কি ?

প্রকৃতি অনুযায়ী অনুসর্গ মূলত দুই প্রকার ।যথা – নামজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ ।

নামজাত বা বিশেষ্য অনুসর্গ – বিশেষ্য পদ থেকে যে সব অনুসর্গ এসেছে ,তাদের নামজাত বা বিশেষ্য অনুসর্গ বলে । যেমন : আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ।

ক্রিয়াজাত অনুসর্গ – ক্রিয়াপদ থেকে যেসব অনুসর্গ এসেছে ,তাদের ক্রিয়াজাত অনুসর্গ বলে । যেমন – তোমার দ্বারা এই কাজ হবে ।

আবার বিভক্তি অনুযায়ী অনুসর্গ দুই প্রকার ।যথা – বিভক্তিযুক্ত অনুসর্গ আর বিভক্তিহীন অনুসর্গ ।

বিভক্তিযুক্ত অনুসর্গ – জন্যে, দিকে, নীচে, পাশে, পেছনে, বাইরে, ভেতরে, মধ্যে, মাঝে ইত্যাদি ।

বিভক্তিহীন অনুসর্গ – কর্তৃক, ছাড়া, দ্বারা, নাগাদ, পর্যন্ত, প্রতি, বিনা, ব্যতীত, মতো ইত্যাদি ।

অনুসর্গের বৈশিষ্ট্য :

১. অনুসর্গগুলি মূলত একপ্রকার অব্যয় পদ ।

২.অনুসর্গগুলি বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে ।

৩.অনুসর্গের নিজস্ব অর্থ আছে ।

৪.অনুসর্গ ক্রিয়ার কাল চিহ্নিত করতে পারে না ।

৫.অনুসর্গ বিভক্তির মতো কাজ করে ।

FAQ On অনুসর্গ কাকে বলে ? অনুসর্গ কত প্রকার ও কি কি ? অনুসর্গের বৈশিষ্ট্য

অনুসর্গের অপার নাম কী ?

অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বা পরসর্গ ।

অনুসর্গের উদাহরণ দাও ।

দ্বারা ,দিয়ে ,পানে , প্রতি ,সাথে, সঙ্গে, মাঝে, আগে, মধ্যে,  উপরে, নিচে, পক্ষে, বিপক্ষে ইত্যাদি ।

মন্তব্য করুন