এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম Asian Games 2023 থেকে কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর :
- 2 এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর :
- 2.1 [১] ১৯ তম এশিয়ান গেমস-এর পদক তালিকায় কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?
- 2.2 [২] এশিয়ান গেমস ২০২৩-এর আয়োজন করেছে কোন দেশ ?
- 2.3 [৩] এশিয়ান গেমস ২০২৩ কততম সংস্করণ ?
- 2.4 [৪] চীন কতবার এশিয়ান গেমস-এ অধ্যক্ষতা করেছে ?
- 2.5 [৫] ভারত থেকে এশিয়ান গেমস-এ অংশগ্রহণকারী এথলিটের সংখ্যা কত ?
- 2.6 [৬] ১৯ তম এশিয়ান গেমস-এর Official Mascot কী ?
- 2.7 [৭] ভারত ১৯ তম এশিয়ান গেমস তালিকাতে কত তম স্থান অধিকার করেছে ?
- 2.8 [৮] ২০২২-২৩ এশিয়ান গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কারা ?
- 2.9 [৯] ২০২২-২৩ এশিয়ান গেমস-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কে ?
- 2.10 [১০] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয়লাভ করেছে কারা ?
- 2.11 [১১] ১৯ তম এশিয়ান গেমস -এ কোন দেশ সর্বাধিক স্বর্ণপদক জিতেছে ?
- 2.12 [১২] ২০ তম এশিয়ান গেমস ( ২০২৬ )-এ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
- 2.13 [১৩] এশিয়ান গেমস প্রতিযোগিতা কবে প্রথম শুরু হয়েছিল ?
- 2.14 [১৪] এশিয়ান গেমস প্রতিযোগিতা ১৯৫১সালে কোথায় প্রথম শুরু হয়েছিল ?
- 2.15 [১৫] এশিয়ান গেমস প্রতিযোগিতা ভারতে কতবার আয়োজিত হয়েছে ?
- 2.16 [১৬] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের কোন দল প্রথম এশিয়ান গেমস- এ অংশগ্রহণ করেছে ?
- 2.17 [১৭] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের মহিলা ক্রিকেট দল কোন পদক জয়লাভ করেছে ?
- 2.18 [১৮] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় দলের স্পনসরকারী কোম্পানির নাম কি ?
- 2.19 [১৯] এশিয়ান গেমস ২০২৩-এ ভারত সবচেয়ে বেশি কোন খেলায় পদক লাভ করেছে ?
- 2.20 [২০} এশিয়ান গেমস ২০২৩-এ ভারত সবচেয়ে বেশি কোন খেলায় স্বর্ণ পদক জিতেছে ?
- 2.21 [২১] এশিয়ান গেমস ২০২৩-এ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় পরপর দুবার স্বর্ণপদক লাভকারী প্রতিযোগী কে ?
- 2.22 [২২] এশিয়ান গেমস ২০২৩-এ ভারত কোন খেলায় ৪১ বছর পর স্বর্ণ পদক জয়লাভ করেছে ?
- 2.23 [২৩] কোন মহিলা খেলোয়াড় স্বর্ণপদক জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫০ মিটার থ্রী পজিশন রাইফেল প্রতিযোগিতায় ?
- 2.24 [২৪] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের কোন রাজ্যের ৩ জন খেলোয়াড়কে চীন নিজেদের দেশে ঢুকতে বাধা দিয়েছে ?
- 2.25 [২৫] এশিয়ান গেমস ২০২৩-এ জাভলিন থ্রো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভকারী প্রথম মহিলা এথলিট কে ?
- 2.26 [২৬] এশিয়ান গেমস প্রতিযোগিতা কত বছর অন্তর আয়োজন করা হয় ?
- 2.27 [২৭] এশিয়ান গেমস প্রতিযোগিতা কোন সংস্থা দ্বারা আয়োজিত হয় ?
- 2.28 [২৮] এশিয়ান গেমস-এর প্রতীক চিহ্ন কী ?
- 2.29 [২৯] এশিয়ান গেমস-এর জনক কাকে বলা হয় ?
- 3 এশিয়ান গেমস ২০২৩ স্বর্ণ পদকজয়ী ভারতীয় :
এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর :
আরো পড়ুন – নোবেল পুরস্কার 2023 GK
এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর :
[১] ১৯ তম এশিয়ান গেমস-এর পদক তালিকায় কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?
- (ক) ভারত
- (খ) চীন
- (গ) জাপান
- (ঘ) কোরিয়া
উত্তরঃ (খ) চীন
জেনে রাখো :
Rank | Countries | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|---|
1 | People’s Republic of China | 201 | 111 | 71 | 383 |
2 | Japan | 52 | 67 | 69 | 188 |
3 | Republic of Korea | 42 | 59 | 89 | 190 |
4 | India | 28 | 38 | 41 | 107 |
5 | Uzbekistan | 22 | 18 | 31 | 71 |
[২] এশিয়ান গেমস ২০২৩-এর আয়োজন করেছে কোন দেশ ?
- (ক) Hangzhou (China)
- (খ) Paris (China)
- (গ) Tokyo (Japan)
- (ঘ) Hanoi (Vietnam)
উত্তরঃ (ক) Hangzhou (China)
জেনে রাখো :
- এশিয়ান গেমস ২০২৩-এর উদ্বোধন হয়েছে – Olympic Sports Centre , Hangzhou , China
- সময় – ২৩ শে সেপ্টেম্বর থেকে ৮ ই অক্টোবর ২০২৩
- Motto – Heart to heart @ Future
- Official Theme Song – With You and Me
[৩] এশিয়ান গেমস ২০২৩ কততম সংস্করণ ?
- (ক) ১৮
- (খ) ১৯
- (গ) ২০
- (ঘ) ১৭
উত্তরঃ (খ) ১৯ তম
[৪] চীন কতবার এশিয়ান গেমস-এ অধ্যক্ষতা করেছে ?
- (ক) ২ বার
- (খ) ৩ বার
- (গ) ৪ বার
- (ঘ) ৫ বার
উত্তরঃ (খ) ৩ বার
জেনে রাখো :
- চীন ৩ বার এশিয়ান গেমস-এ অধ্যক্ষতা করেছে – ১৯৯০ , ২০১০ , ২০২৩ সালে ।
[৫] ভারত থেকে এশিয়ান গেমস-এ অংশগ্রহণকারী এথলিটের সংখ্যা কত ?
- (ক) ৫৫৫ জন
- (খ) ৫২৫ জন
- (গ) ৬৫৫ জন
- (ঘ) ৬৫০ জন
উত্তরঃ (গ) ৬৫৫ জন
[৬] ১৯ তম এশিয়ান গেমস-এর Official Mascot কী ?
- (ক) Chenchen
- (খ) Congcong
- (গ) Lianlian
- (ঘ) উপরের সবকটি
উত্তরঃ (ঘ) উপরের সবকটি
জেনে রাখো :
- তিনটি রোবটের মধ্যে কঙকঙ লিয়াংঝু শহরের পুরাতাত্বিক ঐতিহ্যকে প্রদর্শন করে ।
- লিয়ানলিয়ান পশ্চিম ঝিলের প্রতীক ।
- চেনচেন রোবটটি বেজিং হ্যাংঝোউ গ্রান্ড ক্যানালকে প্রদর্শন করে ।
[৭] ভারত ১৯ তম এশিয়ান গেমস তালিকাতে কত তম স্থান অধিকার করেছে ?
- (ক) প্রথম
- (খ) দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) চতুর্থ
উত্তরঃ (ঘ) চতুর্থ
জেনে রাখো :
Rank | Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|---|
4 | India | 28 | 38 | 41 | 107 |
[৮] ২০২২-২৩ এশিয়ান গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কারা ?
- (ক) হরমানপ্রীত সিং ও লাভলিনা বোরগোহেইন
- (খ) হরমানপ্রীত সিং ও রমিতা জিন্দাল
- (গ) লাভলিনা বোরগোহেইন ও রমিতা জিন্দাল
- (ঘ) পুনিত কুমার ও ঐশ্বর্য প্রতাপসিং তোমর
উত্তরঃ (ক) হরমানপ্রীত সিং ও লাভলিনা বোরগোহেইন
[৯] ২০২২-২৩ এশিয়ান গেমস-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কে ?
- (ক) হরমানপ্রীত সিং
- (খ) পি আর শ্রীজেশ
- (গ) সুখমিত সিং
- (ঘ) আশি চোক্সি
উত্তরঃ (খ) পি আর শ্রীজেশ
[১০] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয়লাভ করেছে কারা ?
- (ক) পুরুষ ক্রিকেট টিম
- (খ) পুরুষ শুটিং টিম
- (গ) মহিলা শুটিং টিম
- (ঘ) মহিলা ক্রিকেট টিম
উত্তরঃ (খ) পুরুষ শুটিং টিম
জেনে রাখো :
- Team – Rudrankksh Patil, Aishwary Pratap Singh Tomar, Divyansh Singh Panwa
- competition – Men’s 10m air rifle shooting team
[১১] ১৯ তম এশিয়ান গেমস -এ কোন দেশ সর্বাধিক স্বর্ণপদক জিতেছে ?
- (ক) চীন
- (খ) থাইল্যান্ড
- (গ) ভারত
- (ঘ) জাপান
উত্তরঃ (ক) চীন
জেনে রাখো :
Rank | Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|---|
1 | China | 201 | 111 | 71 | 383 |
[১২] ২০ তম এশিয়ান গেমস ( ২০২৬ )-এ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
- (ক) নিউ দিল্লি (ভারত)
- (খ) আইচি নাগোয়া (জাপান)
- (গ) অর্লিয়ান্স (ফ্রান্স)
- (ঘ) বুদাপেস্ট (হাঙ্গেরি)
উত্তরঃ (খ) আইচি নাগোয়া (জাপান)
[১৩] এশিয়ান গেমস প্রতিযোগিতা কবে প্রথম শুরু হয়েছিল ?
- (ক) ১৯৬৪ সালে
- (খ) ১৯৫১ সালে
- (গ) ১৯৫৪ সালে
- (ঘ) ১৯৫৮ সালে
উত্তরঃ (খ) ১৯৫১ সালে
[১৪] এশিয়ান গেমস প্রতিযোগিতা ১৯৫১সালে কোথায় প্রথম শুরু হয়েছিল ?
- (ক) নিউ দিল্লি (ভারত)
- (খ) আইচি নাগোয়া (জাপান)
- (গ) অর্লিয়ান্স (ফ্রান্স)
- (ঘ) বুদাপেস্ট (হাঙ্গেরি)
উত্তরঃ (ক) নিউ দিল্লি (ভারত)
জেনে রাখো :
- উদ্বোধন করেছিলেন – তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্রপ্রসাদ
[১৫] এশিয়ান গেমস প্রতিযোগিতা ভারতে কতবার আয়োজিত হয়েছে ?
- (ক) ২ বার
- (খ) ৩ বার
- (গ) ৪ বার
- (ঘ) ৫ বার
উত্তরঃ (ক) ২ বার
জেনে রাখো :
- প্রথম বার – ১৯৫১ সালে আর দ্বিতীয় বার – ১৯৮২ সালে ।
- ১৯৮২ সালে এশিয়ান গেমস উদ্বোধন করেছিলেন – তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং ।
[১৬] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের কোন দল প্রথম এশিয়ান গেমস- এ অংশগ্রহণ করেছে ?
- (ক) ফুটবল
- (খ) ব্যাডমিন্টন
- (গ) ক্রিকেট
- (ঘ) হকি
উত্তরঃ (গ) ক্রিকেট
জেনে রাখো :
- চীনের গ্যাংঝোউ শহরে ২০১০ সালে এশিয়ান গেমস-এ সর্বপ্রথম ক্রিকেট খেলাকে শামিল করা হয়েছিল ।
- এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের ক্রিকেট দল সর্বপ্রথম অংশগ্রহণ করে সোনা জিতেছে ।
[১৭] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের মহিলা ক্রিকেট দল কোন পদক জয়লাভ করেছে ?
- (ক) সোনা
- (খ) ব্রোঞ্জ
- (গ) রুপা
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সোনা
[১৮] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় দলের স্পনসরকারী কোম্পানির নাম কি ?
- (ক) ডিজনি
- (খ) সোনি
- (গ) জিও
- (ঘ) আমূল
উত্তরঃ (ঘ) আমূল
[১৯] এশিয়ান গেমস ২০২৩-এ ভারত সবচেয়ে বেশি কোন খেলায় পদক লাভ করেছে ?
- (ক) Boxing
- (খ) Archery
- (গ) Shooting
- (ঘ) Athletics
উত্তরঃ (ঘ) Athletics
জেনে রাখো :
- ভারত এথলেটিক্সে মোট ২৯ টি পদক জিতেছে ।এর মধ্যে সোনা – ৬ টি , রুপো – ১৪ টি ,ব্রোঞ্জ – ৯ টি ।
[২০} এশিয়ান গেমস ২০২৩-এ ভারত সবচেয়ে বেশি কোন খেলায় স্বর্ণ পদক জিতেছে ?
- (ক) Boxing
- (খ) Archery
- (গ) Shooting
- (ঘ) Athletics
উত্তরঃ (গ) Shooting
জেনে রাখো :
- ভারত Shooting-এ মোট ২২ টি পদক লাভ করেছে ।যার মধ্যে ৭ টি স্বর্ণ পদক ।
[২১] এশিয়ান গেমস ২০২৩-এ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় পরপর দুবার স্বর্ণপদক লাভকারী প্রতিযোগী কে ?
- (ক) কিশোর কুমার জেনা ( ভারত )
- (খ) রডরিক জেনকি ডিন ( জাপান )
- (গ) নীরজ চোপড়া ( ভারত )
- (ঘ) মহম্মদ ইয়াসির ( পাকিস্তান )
উত্তরঃ (গ) নীরজ চোপড়া ( ভারত )
জেনে রাখো :
- নীরজ চোপড়া থ্রো – ৮৮.৮৮ মিটার ।
[২২] এশিয়ান গেমস ২০২৩-এ ভারত কোন খেলায় ৪১ বছর পর স্বর্ণ পদক জয়লাভ করেছে ?
- (ক) Boxing
- (খ) Horse riding
- (গ) Shooting
- (ঘ) Athletics
উত্তরঃ (খ) Horse riding
জেনে রাখো :
- ঘোড়সওয়ারি টিম – সুদীপ্তি হাজেলা , দিব্যকীর্তি সিং , অনুস আগরওয়াল এবং হৃদয় ছেদা ।
[২৩] কোন মহিলা খেলোয়াড় স্বর্ণপদক জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫০ মিটার থ্রী পজিশন রাইফেল প্রতিযোগিতায় ?
- (ক) সিফত কৌর সমরা
- (খ) মেহুলী ঘোষ রমিতা
- (গ) আশি চোকসি
- (ঘ) দিব্যাংশ সিং পানওয়ার
উত্তরঃ (ক) সিফত কৌর সমরা
জেনে রাখো :
- সিফত কৌর সমরা ৪৬৯.৬ স্কোর করেছে যা পূর্বের রেকর্ড থেকে ২.৬ বেশি ।
[২৪] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের কোন রাজ্যের ৩ জন খেলোয়াড়কে চীন নিজেদের দেশে ঢুকতে বাধা দিয়েছে ?
- (ক) পশ্চিমবঙ্গ
- (খ) হিমাচল প্রদেশ
- (গ) জম্মু-কাশ্মীর
- (ঘ) অরুণাচল প্রদেশ
উত্তরঃ (ঘ) অরুণাচল প্রদেশ
- এই তিনজন কারা – নেমান ওয়ানশু , ওনীলু টেগা , মেপুঙ্গ লাঙ্গু ।
[২৫] এশিয়ান গেমস ২০২৩-এ জাভলিন থ্রো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভকারী প্রথম মহিলা এথলিট কে ?
- (ক) অবনী লেখরা
- (খ) মঞ্জু রানী
- (গ) অন্নু রানি
- (ঘ) কিশোর জেনা
উত্তরঃ (গ) অন্নু রানি
[২৬] এশিয়ান গেমস প্রতিযোগিতা কত বছর অন্তর আয়োজন করা হয় ?
- (ক) ২
- (খ) ৩
- (গ) ৪
- (ঘ) ৫
উত্তরঃ (ঘ) ৫
[২৭] এশিয়ান গেমস প্রতিযোগিতা কোন সংস্থা দ্বারা আয়োজিত হয় ?
- (ক) Olympic Council of Asia
- (খ) Indian Olympic Association
- (গ) International Olympic Association
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) Olympic Council of Asia
জেনে রাখো :
- স্থাপনা – ১৬ই নভেম্বর ১৯৮২ , নিউ দিল্লি ।
- সদর দপ্তর – কুয়েত
- অধ্যক্ষ – শেখ তালাল ফাহাদ আল সাবাহ
[২৮] এশিয়ান গেমস-এর প্রতীক চিহ্ন কী ?
- (ক) Bright Full Rising Sun
- (খ) Interlocking Rings
- (গ) Bright Full Rising Star
- (ঘ) Bright Full Rising Moon
উত্তরঃ (ক) Bright Full Rising Sun
[২৯] এশিয়ান গেমস-এর জনক কাকে বলা হয় ?
- (ক) গুরু দত্ত সন্ধি
- (খ) সম্রাট হিরোহিত
- (গ) রাজেন্দ্র প্রসাদ
- (ঘ) ওপরের কেউ নয়
উত্তরঃ (ক) গুরু দত্ত সন্ধি
এশিয়ান গেমস ২০২৩ স্বর্ণ পদকজয়ী ভারতীয় :
বিজয়ী | খেলা |
---|---|
দিব্যাংশ সিং পানওয়ার রুদ্রাক্ষ পাটিল ঐশ্বর্য প্রতাপসিং তোমর | শ্যুটিং |
ভারতের মহিলা ক্রিকেট দল | ক্রিকেট |
অনুশ আগরাওয়ালা হৃদয় বিপুল ছেডা দিব্যকীর্তি সিং সুদীপ্তি হাজেলা | ইকুয়েস্ট্রিয়ান |
এষা সিং মনু ভাকের রিদম সাঙ্গওয়ান | শ্যুটিং |
সিফত কৌর সামরা | শ্যুটিং |
অর্জুন সিং চীমা শিবা নারওয়াল সরবজোত সিং | শ্যুটিং |
ঐশ্বর্য প্রতাপসিং তোমর অখিল শেওরান স্বপ্নিল কুসালে | শ্যুটিং |
পলক গুলিয়া | শ্যুটিং |
রোহন বোপান্না ঋতুজা ভোসলে | স্কোয়াশ |
সৌরভ ঘোষাল অভয় সিং মহেশ মানগাঁওকর হরিন্দর পাল সান্ধু | স্কোয়াশ |
কিনন চেনাই জোরাওয়ার সিং পৃথ্বীরাজ টোন্ডাইমান | শ্যুটিং |
অবিনাশ সাবলে | অ্যাথলেটিক্স |
তেজিন্দার পালসিং তুর | অ্যাথলেটিক্স |
পারুল চৌধুরী | অ্যাথলেটিক্স |
অন্নু রানী | অ্যাথলেটিক্স |
জ্যোতি সুরেখা ভেন্নম ওজস দেওতালে | তীরন্দাজি |
নীরজ চোপড়া | অ্যাথলেটিক্স |
অমজ জাকোব মহম্মদ আনাস রাজেশ রমেশ মুহাম্মদ আজমল | অ্যাথলেটিক্স |
অদিতি স্বামী জ্যোতি সুরেখা ভেন্নাম পরনীত কৌর | তীরন্দাজি |
হরিন্দার পাল সান্ধু দীপিকা পল্লীকল কার্তিকা | স্কোয়াশ |
অভিষেক ভার্মা ওজস দেওতালে প্রথমেশ জওকার | তীরন্দাজি |
ভারতের পুরুষ হকি দল | হকি |
জ্যোতি সুরেখা ভেন্নাম | তীরন্দাজি |
ওজস দেওতালে | তীরন্দাজি |
ভারতের মহিলা কবাডি দল | কবাডি |
চিরাগ শেট্টি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি | ব্যাডমিন্টন |
ভারতের পুরুষ ক্রিকেট দল | ক্রিকেট |
ভারতের পুরুষ কবাডি দল | কবাডি |
আরো পড়ুন – ক্রিকেট এশিয়া কাপ 2023 GK