এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম Asian Games 2023 থেকে কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর নিয়ে ।

এই পৃষ্ঠায়

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর :

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর

আরো পড়ুন – নোবেল পুরস্কার 2023 GK

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর :

[১] ১৯ তম এশিয়ান গেমস-এর পদক তালিকায় কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?

  • (ক) ভারত
  • (খ) চীন
  • (গ) জাপান
  • (ঘ) কোরিয়া

উত্তরঃ (খ) চীন

জেনে রাখো :

RankCountriesGoldSilverBronzeTotal
1People’s Republic of China20111171383
2Japan526769188
3Republic of Korea425989190
4India283841107
5Uzbekistan22183171

[২] এশিয়ান গেমস ২০২৩-এর আয়োজন করেছে কোন দেশ ?

  • (ক) Hangzhou (China)
  • (খ) Paris (China)
  • (গ) Tokyo (Japan)
  • (ঘ) Hanoi (Vietnam)

উত্তরঃ (ক) Hangzhou (China)

জেনে রাখো :

  • এশিয়ান গেমস ২০২৩-এর উদ্বোধন হয়েছে – Olympic Sports Centre , Hangzhou , China
  • সময় – ২৩ শে সেপ্টেম্বর থেকে ৮ ই অক্টোবর ২০২৩
  • Motto – Heart to heart @ Future
  • Official Theme Song – With You and Me

[৩] এশিয়ান গেমস ২০২৩ কততম সংস্করণ ?

  • (ক) ১৮
  • (খ) ১৯
  • (গ) ২০
  • (ঘ) ১৭

উত্তরঃ (খ) ১৯ তম

[৪] চীন কতবার এশিয়ান গেমস-এ অধ্যক্ষতা করেছে ?

  • (ক) ২ বার
  • (খ) ৩ বার
  • (গ) ৪ বার
  • (ঘ) ৫ বার

উত্তরঃ (খ) ৩ বার

জেনে রাখো :

  • চীন ৩ বার এশিয়ান গেমস-এ অধ্যক্ষতা করেছে – ১৯৯০ , ২০১০ , ২০২৩ সালে ।

[৫] ভারত থেকে এশিয়ান গেমস-এ অংশগ্রহণকারী এথলিটের সংখ্যা কত ?

  • (ক) ৫৫৫ জন
  • (খ) ৫২৫ জন
  • (গ) ৬৫৫ জন
  • (ঘ) ৬৫০ জন

উত্তরঃ (গ) ৬৫৫ জন

[৬] ১৯ তম এশিয়ান গেমস-এর Official Mascot কী ?

  • (ক) Chenchen
  • (খ) Congcong
  • (গ) Lianlian
  • (ঘ) উপরের সবকটি

উত্তরঃ (ঘ) উপরের সবকটি

জেনে রাখো :

  • তিনটি রোবটের মধ্যে কঙকঙ লিয়াংঝু শহরের পুরাতাত্বিক ঐতিহ্যকে প্রদর্শন করে ।
  • লিয়ানলিয়ান পশ্চিম ঝিলের প্রতীক ।
  • চেনচেন রোবটটি বেজিং হ্যাংঝোউ গ্রান্ড ক্যানালকে প্রদর্শন করে ।

[৭] ভারত ১৯ তম এশিয়ান গেমস তালিকাতে কত তম স্থান অধিকার করেছে ?

  • (ক) প্রথম
  • (খ) দ্বিতীয়
  • (গ) তৃতীয়
  • (ঘ) চতুর্থ

উত্তরঃ (ঘ) চতুর্থ

জেনে রাখো :

RankCountryGoldSilverBronzeTotal
4India283841107

[৮] ২০২২-২৩ এশিয়ান গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কারা ?

  • (ক) হরমানপ্রীত সিং ও লাভলিনা বোরগোহেইন
  • (খ) হরমানপ্রীত সিং ও রমিতা জিন্দাল
  • (গ) লাভলিনা বোরগোহেইন ও রমিতা জিন্দাল
  • (ঘ) পুনিত কুমার ও ঐশ্বর্য প্রতাপসিং তোমর

উত্তরঃ (ক) হরমানপ্রীত সিং ও লাভলিনা বোরগোহেইন

[৯] ২০২২-২৩ এশিয়ান গেমস-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কে ?

  • (ক) হরমানপ্রীত সিং
  • (খ) পি আর শ্রীজেশ
  • (গ) সুখমিত সিং
  • (ঘ) আশি চোক্সি

উত্তরঃ (খ) পি আর শ্রীজেশ

[১০] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয়লাভ করেছে কারা ?

  • (ক) পুরুষ ক্রিকেট টিম
  • (খ) পুরুষ শুটিং টিম
  • (গ) মহিলা শুটিং টিম
  • (ঘ) মহিলা ক্রিকেট টিম

উত্তরঃ (খ) পুরুষ শুটিং টিম

জেনে রাখো :

  • Team – Rudrankksh Patil, Aishwary Pratap Singh Tomar, Divyansh Singh Panwa
  • competition – Men’s 10m air rifle shooting team

[১১] ১৯ তম এশিয়ান গেমস -এ কোন দেশ সর্বাধিক স্বর্ণপদক জিতেছে ?

  • (ক) চীন
  • (খ) থাইল্যান্ড
  • (গ) ভারত
  • (ঘ) জাপান

উত্তরঃ (ক) চীন

জেনে রাখো :

RankCountryGoldSilverBronzeTotal
1China20111171383

[১২] ২০ তম এশিয়ান গেমস ( ২০২৬ )-এ কোন দেশে অনুষ্ঠিত হবে ?

  • (ক) নিউ দিল্লি (ভারত)
  • (খ) আইচি নাগোয়া (জাপান)
  • (গ) অর্লিয়ান্স (ফ্রান্স)
  • (ঘ) বুদাপেস্ট (হাঙ্গেরি)

উত্তরঃ (খ) আইচি নাগোয়া (জাপান)

[১৩] এশিয়ান গেমস প্রতিযোগিতা কবে প্রথম শুরু হয়েছিল ?

  • (ক) ১৯৬৪ সালে
  • (খ) ১৯৫১ সালে
  • (গ) ১৯৫৪ সালে
  • (ঘ) ১৯৫৮ সালে

উত্তরঃ (খ) ১৯৫১ সালে

[১৪] এশিয়ান গেমস প্রতিযোগিতা ১৯৫১সালে কোথায় প্রথম শুরু হয়েছিল ?

  • (ক) নিউ দিল্লি (ভারত)
  • (খ) আইচি নাগোয়া (জাপান)
  • (গ) অর্লিয়ান্স (ফ্রান্স)
  • (ঘ) বুদাপেস্ট (হাঙ্গেরি)

উত্তরঃ (ক) নিউ দিল্লি (ভারত)

জেনে রাখো :

  • উদ্বোধন করেছিলেন – তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্রপ্রসাদ

[১৫] এশিয়ান গেমস প্রতিযোগিতা ভারতে কতবার আয়োজিত হয়েছে ?

  • (ক) ২ বার
  • (খ) ৩ বার
  • (গ) ৪ বার
  • (ঘ) ৫ বার

উত্তরঃ (ক) ২ বার

জেনে রাখো :

  • প্রথম বার – ১৯৫১ সালে আর দ্বিতীয় বার – ১৯৮২ সালে ।
  • ১৯৮২ সালে এশিয়ান গেমস উদ্বোধন করেছিলেন – তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং ।

[১৬] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের কোন দল প্রথম এশিয়ান গেমস- এ অংশগ্রহণ করেছে ?

  • (ক) ফুটবল
  • (খ) ব্যাডমিন্টন
  • (গ) ক্রিকেট
  • (ঘ) হকি

উত্তরঃ (গ) ক্রিকেট

জেনে রাখো :

  • চীনের গ্যাংঝোউ শহরে ২০১০ সালে এশিয়ান গেমস-এ সর্বপ্রথম ক্রিকেট খেলাকে শামিল করা হয়েছিল ।
  • এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের ক্রিকেট দল সর্বপ্রথম অংশগ্রহণ করে সোনা জিতেছে ।

[১৭] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের মহিলা ক্রিকেট দল কোন পদক জয়লাভ করেছে ?

  • (ক) সোনা
  • (খ) ব্রোঞ্জ
  • (গ) রুপা
  • (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সোনা

[১৮] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় দলের স্পনসরকারী কোম্পানির নাম কি ?

  • (ক) ডিজনি
  • (খ) সোনি
  • (গ) জিও
  • (ঘ) আমূল

উত্তরঃ (ঘ) আমূল

[১৯] এশিয়ান গেমস ২০২৩-এ ভারত সবচেয়ে বেশি কোন খেলায় পদক লাভ করেছে ?

  • (ক) Boxing
  • (খ) Archery
  • (গ) Shooting
  • (ঘ) Athletics

উত্তরঃ (ঘ) Athletics

জেনে রাখো :

  • ভারত এথলেটিক্সে মোট ২৯ টি পদক জিতেছে ।এর মধ্যে সোনা – ৬ টি , রুপো – ১৪ টি ,ব্রোঞ্জ – ৯ টি ।

[২০} এশিয়ান গেমস ২০২৩-এ ভারত সবচেয়ে বেশি কোন খেলায় স্বর্ণ পদক জিতেছে ?

  • (ক) Boxing
  • (খ) Archery
  • (গ) Shooting
  • (ঘ) Athletics

উত্তরঃ (গ) Shooting

জেনে রাখো :

  • ভারত Shooting-এ মোট ২২ টি পদক লাভ করেছে ।যার মধ্যে ৭ টি স্বর্ণ পদক ।

[২১] এশিয়ান গেমস ২০২৩-এ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় পরপর দুবার স্বর্ণপদক লাভকারী প্রতিযোগী কে ?

  • (ক) কিশোর কুমার জেনা ( ভারত )
  • (খ) রডরিক জেনকি ডিন ( জাপান )
  • (গ) নীরজ চোপড়া ( ভারত )
  • (ঘ) মহম্মদ ইয়াসির ( পাকিস্তান )

উত্তরঃ (গ) নীরজ চোপড়া ( ভারত )

জেনে রাখো :

  • নীরজ চোপড়া থ্রো – ৮৮.৮৮ মিটার ।

[২২] এশিয়ান গেমস ২০২৩-এ ভারত কোন খেলায় ৪১ বছর পর স্বর্ণ পদক জয়লাভ করেছে ?

  • (ক) Boxing
  • (খ) Horse riding
  • (গ) Shooting
  • (ঘ) Athletics

উত্তরঃ (খ) Horse riding

জেনে রাখো :

  • ঘোড়সওয়ারি টিম – সুদীপ্তি হাজেলা , দিব্যকীর্তি সিং , অনুস আগরওয়াল এবং হৃদয় ছেদা ।

[২৩] কোন মহিলা খেলোয়াড় স্বর্ণপদক জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫০ মিটার থ্রী পজিশন রাইফেল প্রতিযোগিতায় ?

  • (ক) সিফত কৌর সমরা
  • (খ) মেহুলী ঘোষ রমিতা
  • (গ) আশি চোকসি
  • (ঘ) দিব্যাংশ সিং পানওয়ার

উত্তরঃ (ক) সিফত কৌর সমরা

জেনে রাখো :

  • সিফত কৌর সমরা ৪৬৯.৬ স্কোর করেছে যা পূর্বের রেকর্ড থেকে ২.৬ বেশি ।

[২৪] এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের কোন রাজ্যের ৩ জন খেলোয়াড়কে চীন নিজেদের দেশে ঢুকতে বাধা দিয়েছে ?

  • (ক) পশ্চিমবঙ্গ
  • (খ) হিমাচল প্রদেশ
  • (গ) জম্মু-কাশ্মীর
  • (ঘ) অরুণাচল প্রদেশ

উত্তরঃ (ঘ) অরুণাচল প্রদেশ

  • এই তিনজন কারা – নেমান ওয়ানশু , ওনীলু টেগা , মেপুঙ্গ লাঙ্গু ।

[২৫] এশিয়ান গেমস ২০২৩-এ জাভলিন থ্রো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভকারী প্রথম মহিলা এথলিট কে ?

  • (ক) অবনী লেখরা
  • (খ) মঞ্জু রানী
  • (গ) অন্নু রানি
  • (ঘ) কিশোর জেনা

উত্তরঃ (গ) অন্নু রানি

[২৬] এশিয়ান গেমস প্রতিযোগিতা কত বছর অন্তর আয়োজন করা হয় ?

  • (ক) ২
  • (খ) ৩
  • (গ) ৪
  • (ঘ) ৫

উত্তরঃ (ঘ) ৫

[২৭] এশিয়ান গেমস প্রতিযোগিতা কোন সংস্থা দ্বারা আয়োজিত হয় ?

  • (ক) Olympic Council of Asia
  • (খ) Indian Olympic Association
  • (গ) International Olympic Association
  • (ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) Olympic Council of Asia

জেনে রাখো :

  • স্থাপনা – ১৬ই নভেম্বর ১৯৮২ , নিউ দিল্লি ।
  • সদর দপ্তর – কুয়েত
  • অধ্যক্ষ – শেখ তালাল ফাহাদ আল সাবাহ

[২৮] এশিয়ান গেমস-এর প্রতীক চিহ্ন কী ?

  • (ক) Bright Full Rising Sun
  • (খ) Interlocking Rings
  • (গ) Bright Full Rising Star
  • (ঘ) Bright Full Rising Moon

উত্তরঃ (ক) Bright Full Rising Sun

[২৯] এশিয়ান গেমস-এর জনক কাকে বলা হয় ?

  • (ক) গুরু দত্ত সন্ধি
  • (খ) সম্রাট হিরোহিত
  • (গ) রাজেন্দ্র প্রসাদ
  • (ঘ) ওপরের কেউ নয়

উত্তরঃ (ক) গুরু দত্ত সন্ধি

এশিয়ান গেমস ২০২৩ স্বর্ণ পদকজয়ী ভারতীয় :

বিজয়ীখেলা
দিব্যাংশ সিং পানওয়ার
রুদ্রাক্ষ পাটিল
ঐশ্বর্য প্রতাপসিং তোমর
শ্যুটিং
ভারতের মহিলা ক্রিকেট দলক্রিকেট
অনুশ আগরাওয়ালা
হৃদয় বিপুল ছেডা
দিব্যকীর্তি সিং
সুদীপ্তি হাজেলা
ইকুয়েস্ট্রিয়ান
এষা সিং
মনু ভাকের
রিদম সাঙ্গওয়ান
শ্যুটিং
সিফত কৌর সামরাশ্যুটিং
অর্জুন সিং চীমা
শিবা নারওয়াল
সরবজোত সিং
শ্যুটিং
ঐশ্বর্য প্রতাপসিং তোমর
অখিল শেওরান
স্বপ্নিল কুসালে
শ্যুটিং
পলক গুলিয়াশ্যুটিং
রোহন বোপান্না
ঋতুজা ভোসলে
স্কোয়াশ
সৌরভ ঘোষাল
অভয় সিং
মহেশ মানগাঁওকর
হরিন্দর পাল সান্ধু
স্কোয়াশ
কিনন চেনাই
জোরাওয়ার সিং
পৃথ্বীরাজ টোন্ডাইমান
শ্যুটিং
অবিনাশ সাবলেঅ্যাথলেটিক্স
তেজিন্দার পালসিং তুরঅ্যাথলেটিক্স
পারুল চৌধুরীঅ্যাথলেটিক্স
অন্নু রানীঅ্যাথলেটিক্স
জ্যোতি সুরেখা ভেন্নম
 ওজস দেওতালে
তীরন্দাজি
নীরজ চোপড়াঅ্যাথলেটিক্স
অমজ জাকোব
মহম্মদ আনাস
রাজেশ রমেশ
মুহাম্মদ আজমল
অ্যাথলেটিক্স
অদিতি স্বামী
জ্যোতি সুরেখা ভেন্নাম
পরনীত কৌর
তীরন্দাজি
হরিন্দার পাল সান্ধু
দীপিকা পল্লীকল কার্তিকা
স্কোয়াশ
অভিষেক ভার্মা
ওজস দেওতালে
প্রথমেশ জওকার
তীরন্দাজি
ভারতের পুরুষ হকি দলহকি
জ্যোতি সুরেখা ভেন্নামতীরন্দাজি
ওজস দেওতালেতীরন্দাজি
ভারতের মহিলা কবাডি দলকবাডি
চিরাগ শেট্টি
সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি
ব্যাডমিন্টন
ভারতের পুরুষ ক্রিকেট দলক্রিকেট
ভারতের পুরুষ কবাডি দলকবাডি

আরো পড়ুন – ক্রিকেট এশিয়া কাপ 2023 GK

মন্তব্য করুন