বর্তমানে কে কোন পদে আছে 2024 – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বর্তমানে কে কোন পদে আছে 2024 থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে ।
আরো পড়ুন – IPL 2024 জিকে প্রশ্ন উত্তর
এই পৃষ্ঠায়
- 1 1. বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে?
- 2 2. বর্তমানে 18তম লোকসভার অধ্যক্ষ কে হয়েছেন?
- 3 3. বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে?
- 4 4. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন?
- 5 5. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী কে হয়েছেন?
- 6 6. লোকসভার প্রোটেম স্পিকার কাকে নিযুক্ত করা হয়েছে?
- 7 7. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট মন্ত্রী কে হয়েছেন?
- 8 8. 2024 এ ভারতের নতুন কয়লা ও খনি মন্ত্রী কে হয়েছেন?
- 9 9. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় গৃহ ও সহকারিতা মন্ত্রী কে হয়েছেন?
- 10 10. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় আবাস এবং বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন?
- 11 11. 2024 এ ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে হয়েছেন?
- 12 12. 2024 এ ভারতের নতুন শিক্ষা মন্ত্রী কে হয়েছেন?
- 13 13. 2024 এ ভারতের নতুন পর্যটন ও ঐতিহ্য মন্ত্রী কে হয়েছেন?
- 14 14. 2024 এ ভারতের নতুন কৃষি ও কিষান কল্যাণ এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী কে হয়েছেন?
- 15 15. 2024 এ ভারতের নতুন বস্ত্র মন্ত্রী কে?
- 16 16. 2024 এ ভারতের নতুন রেল মন্ত্রী ও সূচনা প্রসারণ ইলেকট্রনিক্স ও IT মন্ত্রী কে হয়েছেন?
- 17 17. ভারতের নতুন নৌসেনা অধ্যক্ষ কে হয়েছেন?
- 18 18. 2024 এ ভারতের নতুন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী কে হয়েছেন?
- 19 19. 2024 এ ভারতের নতুন আদিবাসী মন্ত্রী কে হয়েছেন?
- 20 20. ভারতের নতুন স্থলসেনা অধ্যক্ষ কে হয়েছেন?
- 21 21. ভারতীয় জাতীয় সুরক্ষা গার্ড (NSG) এর মহানির্দেশক (DG) কে হয়েছেন?
1. বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে?
- A. রাজনাথ সিং
- B. অমিত শাহ
- C. দ্রৌপদী মুর্মু
- D. প্রতিভা পাটেল
উত্তর : C. দ্রৌপদী মুর্মু
2. বর্তমানে 18তম লোকসভার অধ্যক্ষ কে হয়েছেন?
- A. কে সুরেশ
- B. ওম বিড়লা
- C. জগন মোহন রেড্ডি
- D. জেপি নাড্ডা
উত্তর : B. ওম বিড়লা
3. বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে?
- A. রাজনাথ সিং
- B. অমিত শাহ
- C. দ্রৌপদী মুর্মু
- D. জগদীপ ধনখড়
উত্তর : D. জগদীপ ধনখড়
4. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন?
- A. রাজনাথ সিং
- B. অমিত শাহ
- C. স্মৃতি ইরানি
- D. প্রকাশ জাবরেকর
উত্তর : A. রাজনাথ সিং
5. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী কে হয়েছেন?
- A. প্রকাশ জাবরেকর
- B. স্মৃতি ইরানি
- C. নিতিন জয়রাম গড়কড়ি
- D. অরুণ জেটলি
উত্তর : C. নিতিন জয়রাম গড়কড়ি
6. লোকসভার প্রোটেম স্পিকার কাকে নিযুক্ত করা হয়েছে?
- A. ওম বিড়লা
- B. ভতৃহরি মোহতাব
- C. রাজনাথ সিং
- D. রামনাথ কোবিন্দ
উত্তর : B. ভতৃহরি মোহতাব
7. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট মন্ত্রী কে হয়েছেন?
- A. নির্মলা সীতারামন
- B. নরেন্দ্র সিং তোমর
- C. ধর্মেন্দ্র প্রধান
- D. রাধা মোহন সিং
উত্তর : A. নির্মলা সীতারামন
8. 2024 এ ভারতের নতুন কয়লা ও খনি মন্ত্রী কে হয়েছেন?
- A. সুরেশ প্রভু
- B. মনসুখ মান্ডভিয়া
- C. জি কিষান রেড্ডি
- D. গজেন্দ্র সিং শেখাবত
উত্তর : D. জি কিষান রেড্ডি
9. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় গৃহ ও সহকারিতা মন্ত্রী কে হয়েছেন?
- A. এন চন্দ্রবাবু নাইডু
- B. রাজনাথ সিং
- C. অমিত শাহ
- D. নির্মলা সীতারামন
উত্তর : C. অমিত শাহ
10. 2024 এ ভারতের নতুন কেন্দ্রীয় আবাস এবং বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন?
- A. রবি শংকর প্রসাদ
- B. মনোহর লাল খট্টর
- C. সদানন্দ গৌড়া
- D. কোনোটিই নয়
উত্তর : B. মনোহর লাল খট্টর
11. 2024 এ ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে হয়েছেন?
- A. রেবন্ত রেড্ডি
- B. এস জয়শঙ্কর
- C. নারায়ণ রানে
- D. কোনোটিই নয়
উত্তর : B. এস জয়শঙ্কর
12. 2024 এ ভারতের নতুন শিক্ষা মন্ত্রী কে হয়েছেন?
- A. সঞ্জয় সাহু
- B. চিরাগ পাসবান
- C. ধর্মেন্দ্র প্রধান
- D. কোনোটিই নয়
উত্তর : B. ধর্মেন্দ্র প্রধান
13. 2024 এ ভারতের নতুন পর্যটন ও ঐতিহ্য মন্ত্রী কে হয়েছেন?
- A. সুরেশ প্রভু
- B. সি আর পাতিল
- C. গজেন্দ্র সিং শেখাবত
- D. কোনোটিই নয়
উত্তর : C. গজেন্দ্র সিং শেখাবত
14. 2024 এ ভারতের নতুন কৃষি ও কিষান কল্যাণ এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী কে হয়েছেন?
- A. রমন সিং
- B. কমলনাথ
- C. শিবরাজ সিং চৌহান
- D. কোনোটিই নয়
উত্তর : C. শিবরাজ সিং চৌহান
15. 2024 এ ভারতের নতুন বস্ত্র মন্ত্রী কে?
- A. গিরিরাজ সিং
- B. কে রামমোহন নাইডু
- C. ডি বি সদানন্দ গৌড়া
- D. গজেন্দ্র সিং শেখাবত
উত্তর : A. গিরিরাজ সিং
16. 2024 এ ভারতের নতুন রেল মন্ত্রী ও সূচনা প্রসারণ ইলেকট্রনিক্স ও IT মন্ত্রী কে হয়েছেন?
- A. অশ্বিনী বৈষ্ণব
- B. হর্ষ মালহোত্রা
- C. অজয় তামতা
- D. কোনোটিই নয়
উত্তর : A. অশ্বিনী বৈষ্ণব
17. ভারতের নতুন নৌসেনা অধ্যক্ষ কে হয়েছেন?
A. উপেন্দ্র দ্রিবেদী
B. দীনেশ কুমার ত্রিপাঠী
C. আর রবি কুমার
D. প্রকাশ জাবরেকর
উত্তর : B. দীনেশ কুমার ত্রিপাঠী
18. 2024 এ ভারতের নতুন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী কে হয়েছেন?
- A. অমিত শাহ
- B. জগত প্রসাদ নাড্ডা
- C. নীতিশ কুমার
- D. অন্নপূর্ণা দেবী
উত্তর : অন্নপূর্ণা দেবী
19. 2024 এ ভারতের নতুন আদিবাসী মন্ত্রী কে হয়েছেন?
- A. সুরেশ প্রভু
- B. ডি বি সদানন্দ গৌড়া
- C. জুয়াল ও রাম
- D. রাজেন্দ্র সিং শেখাবত
উত্তর : C. জুয়াল ও রাম
20. ভারতের নতুন স্থলসেনা অধ্যক্ষ কে হয়েছেন?
- A. উপেন্দ্র দ্রিবেদী
- B. দীনেশ কুমার ত্রিপাঠী
- C. আর রবি কুমার
- D. প্রকাশ জাবরেকর
উত্তর : A. উপেন্দ্র দ্রিবেদী
21. ভারতীয় জাতীয় সুরক্ষা গার্ড (NSG) এর মহানির্দেশক (DG) কে হয়েছেন?
- A. নলিন প্রভাত
- B. মনসুখ মান্ডভিয়া
- C. জি কিষান রেড্ডি
- D. গজেন্দ্র সিং শেখাবত
উত্তর : A. নলিন প্রভাত
আরো পড়ুন – ভারতের জাতীয় উদ্যান তালিকা
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – drmonojog63
আরো জানতে পড়ুন –