বিভক্তি কাকে বলে ? বিভক্তি কত প্রকার ও কি কি উদাহরণ দাও ।

বিভক্তি হলো সেইসব বর্ণ বা বর্ণসমূহ যা শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে অর্থপ্রকাশ করে ।বিভক্তি কাকে বলে ?বিভক্তি কত প্রকার ও কি কি সেগুলি উদাহরণ সহযোগে নীচে আলোচনা করা হল ।

বিভক্তি কাকে বলে ?

যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে অর্থপ্রকাশ করে ,সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে । যেমন – কে ,রে ,এর ইত্যাদি

বিভক্তি কত প্রকার ও কি কি ?

বিভক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় ।যথা : শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি ।

শব্দ বিভক্তি কাকে বলে ? কয় প্রকার ও কি কি উদাহরণ দাও ।

যে সব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে । যেমন -এ ,কে ,রে ,আর ইত্যাদি ।

শব্দ বিভক্তি সাত প্রকার ।যথা – প্রথমা , দ্বিতীয়া , তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি ।

ধাতু বিভক্তি কাকে বলে ?উদাহরণ দাও ।

যে সব বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বলে ।যেমন – ই ,এ ,ছে ইত্যাদি ।

FAQ on বিভক্তি কাকে বলে ? বিভক্তি কত প্রকার ও কি কি উদাহরণ দাও

শূন্য বিভক্তির অপর নাম কি ?

শূন্য বিভক্তির অপার নাম প্রথমা বিভক্তি ।

শব্দ বিভক্তি কত প্রকার ?

শব্দ বিভক্তি সাত প্রকার ।

বিভক্তি শব্দের অর্থ কি ?

বিভক্তি শব্দের অর্থ বিভাগ বা বিভাজন ।

মন্তব্য করুন