বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম 

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম – প্রাণীদেহে রেচন ক্রিয়া সম্পাদনের জন্য কতকগুলি নির্দিষ্ট যন্ত্র থাকে । রেচনে সাহায্যকারী এই যন্ত্রগুলিকে রেচন অঙ্গ বলে । প্রাণীদেহে মূলত নাইট্রোজেন বিপাক জনিত রেচন পদার্থ সৃষ্টি হয় । সে কারণে অ্যামোনিয়া , ইউরিয়া ও ইউরিক অ্যাসিড রেচন বস্তু হিসেবে দেহ থেকে নির্গত হয় ।

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম :

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
প্রাণীর নামরেচন অঙ্গ
কেঁচো, জোঁকনেফ্রিডিয়া
অ্যামিবাসংকোচী গহ্বর
আরশোলাম্যালপিজিয়ান নালিকা
মানুষবৃক্ক, ফুসফুস,যকৃত, ত্বক
স্পঞ্জ, হাইড্রাদেহতল
চিংড়িসবুজ গ্রন্থি
ফিতাকৃমিফ্লেমকোষ
মাছকিডনি
ব্যাংকিডনি
প্রজাপতিম্যালপিজিয়ান নালিকা
মাকড়শা,কাঁকড়া বিছেকক্সাল গ্রন্থি
তারামাছঅ্যামিবোসাইট কোশ
ঝিনুককেবারের অঙ্গ
পাখিকিডনি
শামুকবোজেনাসের অঙ্গ
অ্যাসকারিসরেনেট কোষ 
আরো পড়ুন – শিরা ও ধমনীর পার্থক্য আলোচনা করো

আরো পড়ুন – বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম

FAQs On – বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ

আম্ফিঅক্সাস এর রেচন অঙ্গের নাম কি ?

আম্ফিঅক্সাস এর রেচন অঙ্গের নাম হল সোলোনোসাইট ।

মানুষের রেচন অঙ্গের নাম কি

মানুষের রেচন অঙ্গের নাম হল বৃক্ক ।

গঙ্গা ফড়িং-এর রেচন অঙ্গের নাম কি ?

গঙ্গা ফড়িং-এর রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা।

কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কি ?

কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম হল কক্সাল গ্রন্থি ।

অ্যাসকারিস-এর রেচন অঙ্গের নাম কি ?

অ্যাসকারিস-এর রেচন অঙ্গের নাম হল রেনেট কোষ ।

রেচন অঙ্গ কাকে বলে ?

প্রাণীদেহে রেচন ক্রিয়া সম্পাদনের জন্য কতকগুলি নির্দিষ্ট যন্ত্র থাকে । রেচনে সাহায্যকারী এই যন্ত্রগুলিকে রেচন অঙ্গ বলে ।

জলজ প্রাণীসমূহ বর্জ্য পদার্থ হিসেবে কি ত্যাগ করে ?

জলজ প্রাণীসমূহ বর্জ্য পদার্থ হিসেবে সাধারনত অ্যামোনিয়া ত্যাগ করে ।

এককোষী জীব বর্জ্য পদার্থ কিভাবে ত্যাগ করে ?

এককোষী জীবরা বর্জ্য পদার্থ সরাসরি কোষের বাইরে নির্গত করে ।

প্রজাপতির রেচন অঙ্গের নাম কি ?

প্রজাপতির রেচন অঙ্গের নাম হল ম্যালপিজিয়ান নালিকা ।

সরীসৃপ প্রাণীদের রেচন অঙ্গের নাম লেখো ।

সরীসৃপ প্রাণীদের রেচন অঙ্গের নাম হল – ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন ইত্যাদি ।

সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?

সবুজ গ্রন্থি চিংড়ির রেচন অঙ্গ ।

মাকড়শার প্রধান রেচন অঙ্গের নাম কি ?

মাকড়শার প্রধান রেচন অঙ্গের নাম হল – কক্সাল গ্রন্থি ।

নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ ?

নেফ্রিডিয়া কেঁচো ও জোঁকের রেচন অঙ্গ ।

মন্তব্য করুন