বিভিন্ন রাজার সভাকবি তালিকা

বিভিন্ন রাজার সভাকবি তালিকা – ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের রাজত্বকালে বিভিন্ন রাজার সভাকবি খুবই জনপ্রিয় ছিলেন ।কারণ তারা অলঙ্কৃত কাব্য-গদ‍্যের মাধ্যমে রাজ দরবারের পরিবেশকে মানবিক রূপ দিয়েছিলেন।

বিভিন্ন রাজার সভাকবি তালিকা :

বিভিন্ন রাজার সভাকবি তালিকা

আরো পড়ুন – বিভিন্ন গ্রন্থ ও লেখক 

সভাকবি রাজা
চাঁদ বরদই পৃথ্বীরাজ চৌহান
অমরসিংহদ্বিতীয় চন্দ্রগুপ্ত
আমির খসরুআলাউদ্দিন খলজি
অশ্বঘোষ কনিষ্ক
আমির হাসানআলাউদ্দিন খলজি
মির হাসাল দেহলবীআলাউদ্দিন খলজি
লাহোরী শাহজাহান
জিয়াউদ্দিন বরণীআলাউদ্দিন খলজি
উমাপতি ধরবিজয় সেন
কালিদাসদ্বিতীয় চন্দ্রগুপ্ত
খারবেলপ্রথম সাতকর্ণী
বানভট্টহর্ষবর্ধন
রাজশেখরমহীপাল
সন্ধ্যাকর নন্দীরামপাল
হরিভদ্রধর্মপাল
আবুল ফজলআকবর
আল বিরুনীমহম্মদ গজনী
জয়দেবলক্ষণ সেন
হলায়ুধলক্ষন সেন
পতঞ্জলিপুষ্যমিত্র শুঙ্গ
হাসান নিজামীগিয়াস উদ্দিন বলবান
চরক কনিষ্ক
সোমদেবদ্বিতীয় পৃথ্বীরাজ
হরিযেন সমুদ্রগুপ্ত
হারুণ নিজামকুতুবউদ্দিন আইবক
মির্জা গালিবদ্বিতীয় বাহাদুর শাহ জাফর
রবিকীর্তিচালুক‍্যরাজ দ্বিতীয় পুলকেশী
জগন্নাথ পন্ডিতশাহজাহান
ধোয়ী লক্ষন সেন
রাইগুণাকর ভারতচন্দ্রকৃষ্ণচন্দ্র রায়
মহাবীরাচার্যঅমোঘবর্ষ
ফিরদৌসসুলতান মামুদ
পরমানন্দশিবাজী
মদন পাল সন্ধ্যাকর নন্দী

আরো পড়ুন – প্রাচীন যুগের বিভিন্ন সভ্যতা সম্পর্কে আলোচনা 

FAQ On – বিভিন্ন রাজার সভাকবি

রবিকীর্তি কার সভাকবি ছিলেন ?

রবিকীর্তি চালুক‍্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন ।

কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন ?

কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন ।

বানভট্ট কার সভাকবি ছিলেন ?

বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন ।

বাণভট্ট কী নামে পরিচিত ছিলেন ?

বাণভট্ট বাণ নামে সমধিক পরিচিত ছিলেন।

লক্ষণ সেনের সভাকবির নাম কি ছিল ?

লক্ষণ সেনের সভাকবির নাম ছিল ধোয়ী ।

অমরসিংহ কোন রাজার সভাকবি ছিলেন ?

অমরসিংহ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন ।

সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন ।

আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন ?

আবুল ফজল আকবরের সভাকবি ছিলেন ।

“বিভিন্ন রাজার সভাকবি তালিকা”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন