বিভিন্ন রাজার সভাকবি তালিকা – ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের রাজত্বকালে বিভিন্ন রাজার সভাকবি খুবই জনপ্রিয় ছিলেন ।কারণ তারা অলঙ্কৃত কাব্য-গদ্যের মাধ্যমে রাজ দরবারের পরিবেশকে মানবিক রূপ দিয়েছিলেন।
বিভিন্ন রাজার সভাকবি তালিকা :
আরো পড়ুন – বিভিন্ন গ্রন্থ ও লেখক
সভাকবি | রাজা |
---|---|
চাঁদ বরদই | পৃথ্বীরাজ চৌহান |
অমরসিংহ | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
আমির খসরু | আলাউদ্দিন খলজি |
অশ্বঘোষ | কনিষ্ক |
আমির হাসান | আলাউদ্দিন খলজি |
মির হাসাল দেহলবী | আলাউদ্দিন খলজি |
লাহোরী | শাহজাহান |
জিয়াউদ্দিন বরণী | আলাউদ্দিন খলজি |
উমাপতি ধর | বিজয় সেন |
কালিদাস | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
খারবেল | প্রথম সাতকর্ণী |
বানভট্ট | হর্ষবর্ধন |
রাজশেখর | মহীপাল |
সন্ধ্যাকর নন্দী | রামপাল |
হরিভদ্র | ধর্মপাল |
আবুল ফজল | আকবর |
আল বিরুনী | মহম্মদ গজনী |
জয়দেব | লক্ষণ সেন |
হলায়ুধ | লক্ষন সেন |
পতঞ্জলি | পুষ্যমিত্র শুঙ্গ |
হাসান নিজামী | গিয়াস উদ্দিন বলবান |
চরক | কনিষ্ক |
সোমদেব | দ্বিতীয় পৃথ্বীরাজ |
হরিযেন | সমুদ্রগুপ্ত |
হারুণ নিজাম | কুতুবউদ্দিন আইবক |
মির্জা গালিব | দ্বিতীয় বাহাদুর শাহ জাফর |
রবিকীর্তি | চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী |
জগন্নাথ পন্ডিত | শাহজাহান |
ধোয়ী | লক্ষন সেন |
রাইগুণাকর ভারতচন্দ্র | কৃষ্ণচন্দ্র রায় |
মহাবীরাচার্য | অমোঘবর্ষ |
ফিরদৌস | সুলতান মামুদ |
পরমানন্দ | শিবাজী |
মদন পাল | সন্ধ্যাকর নন্দী |
আরো পড়ুন – প্রাচীন যুগের বিভিন্ন সভ্যতা সম্পর্কে আলোচনা
FAQ On – বিভিন্ন রাজার সভাকবি
রবিকীর্তি কার সভাকবি ছিলেন ?
রবিকীর্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন ।
কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন ?
কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন ।
বানভট্ট কার সভাকবি ছিলেন ?
বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন ।
বাণভট্ট কী নামে পরিচিত ছিলেন ?
বাণভট্ট বাণ নামে সমধিক পরিচিত ছিলেন।
লক্ষণ সেনের সভাকবির নাম কি ছিল ?
লক্ষণ সেনের সভাকবির নাম ছিল ধোয়ী ।
অমরসিংহ কোন রাজার সভাকবি ছিলেন ?
অমরসিংহ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন ।
সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন ।
আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন ?
আবুল ফজল আকবরের সভাকবি ছিলেন ।
খুব ভালো লাগলো ধন্যবাদ
ধন্যবাদ