বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ নিয়ে ।

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ :

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ

আরো পড়ুন – নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

নং ভিটামিনের নাম রাসায়নিক নামঅভাবজনিত রোগ 
ভিটামিন – Aরেটিনলরাতকানা
ভিটামিন – Cঅ্যাসকরবিক অ্যাসিড স্কার্ভি
ভিটামিন – Dক্যালসিফেরলরিকেট (বাচ্চাদের) অস্টিওম্যালেসিয়া (বড়োদের) 
ভিটামিন- Eটোকোফেরলবন্ধ্যাত্ব
ভিটামিন – Kফাইলোকুইনোনরক্তক্ষরণ এবং রক্ততঞ্চন
ভিটামিন – B1থিয়ামিনবেরিবেরি 
ভিটামিন –  B2রাইবোফ্লাভিনমুখে জিহ্বায় ঘা ,চুল ওঠা,মুখের চামড়ায় দাগ 
ভিটামিন – B3নিয়াসিনপেলেগ্রা
ভিটামিন –  B5প্যান্টোথেনিক অ্যাসিডঅনিদ্রা, ডার্মাটাইটিস 
১০ভিটামিন – B6পাইরিডক্সিনঅ্যানিমিয়া
১১ভিটামিন – B7বায়োটিনচর্মরোগ, চুলপড়া
১২ভিটামিন – B12সায়ানোকোবালামিনবৃদ্ধি ব্যাহত হয় , পারনিসিয়াস অ্যানিমিয়া
১৩ভিটামিন – P হস্পিরিডিন বা ফ্ল্যাভনয়েড ভিটামিন C -এর কাজকে ত্বরান্বিত করে 

আরো পড়ুন – শিরা ও ধমনীর পার্থক্য

FAQs On – বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগের তালিকা

কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?

ভিটামিন – D এর অভাবে রিকেট রোগ হয় ।

কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

ভিটামিন – A এর অভাবে রাতকানা রোগ হয় ।

স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?

স্কার্ভি রোগ ভিটামিন – C এর অভাবে হয় ।

স্কার্ভি রোগের লক্ষণ কি ?

স্কার্ভি রোগের লক্ষণ – দুর্বলতা, ক্লান্তিবোধ ও হাত-পায়ে ব্যথা। চিকিৎসা না করলে রক্তশূন্যতা, মাড়ির রোগ, চুলের পরিবর্তন ও ত্বক থেকে রক্তপাত ঘটতে পারে।

বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?

বেরিবেরি রোগ ভিটামিন – B1 এর অভাবে হয় ।

ভিটামিন – D এর অভাবে কোন রোগ হয় ?

ভিটামিন – D এর অভাবে রিকেট রোগ হয় ।

ভিটামিন – A এর রাসায়নিক নাম কি ?

ভিটামিন – A এর রাসায়নিক নাম রেটিনল ।

কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয় ?

ভিটামিন- E এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয় ।

কোন ভিটামিনের অভাবে চিলোসিস হয় ?

ভিটামিন –  B2 এর অভাবে চিলোসিস হয় ।

ভিটামিন -K এর রাসায়নিক নাম কি ?

ভিটামিন -K এর রাসায়নিক নাম ফাইলোকুইনোন

ভিটামিন – B1 এর রাসায়নিক নাম কি ?

ভিটামিন – B1 এর রাসায়নিক নাম থিয়ামিন

মন্তব্য করুন