BRICS Summit 2023 সম্পর্কিত GK – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করবো BRICS Summit 2023 সম্পর্কিত GK নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 BRICS Summit 2023 সম্পর্কিত GK :
- 2 BRICS Summit 2023 GK :
- 2.1 [১] BRICS Summit 2023 কোথায় আয়োজন করা হয়েছিল ?
- 2.2 [২] BRICS স্থাপিত হয়েছিল কোন বছর ?
- 2.3 [৩]’BRIC’-এর গঠন কোন বছর ‘BRICS’ করা হয়েছিল ?
- 2.4 [৪] BRICS – এর বর্তমান সদস্য সংখ্যা কত ?
- 2.5 [৫] 2024 – এ BRICS কতগুলি নতুন দেশ যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে ?
- 2.6 [৬] BRICS – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- 2.7 [৭] ২০১০ সালে ‘BRIC’-এ কোন দেশ যুক্ত হওয়ার পর ‘BRIC’-এর নাম ‘BRICS’ করা হয়েছিল ?
- 2.8 [৮] BRICS দেশগুলির ব্যাংকের নাম কী ?
- 2.9 [৯] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস নেতাদের কী উপহার দিয়েছেন ?
- 2.10 [১০] ২০২৩ ব্রিকস শিখর সম্মেলনে কাকে ভারতের শেরপা নিযুক্ত করা হয়েছে ?
- 2.11 [১১] প্রথম BRICS Summit কোন বছর আয়োজন করা হয়েছিল ?
- 2.12 [১২] ভারত BRICS Summit-এর অধ্যক্ষতা করেছে কতবার ?
- 2.13 [১৩] কোন দেশ BRICS STARTUP FORUM লঞ্চ করার কথা ঘোষণা করেছে ?
BRICS Summit 2023 সম্পর্কিত GK :
আরো পড়ুন – G20 সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ তথ্য
BRICS Summit 2023 GK :
[১] BRICS Summit 2023 কোথায় আয়োজন করা হয়েছিল ?
- (ক) জোহানেসবার্গ ( দক্ষিণ আফ্রিকা )
- (খ) আস্তানা ( কাজাখস্তান )
- (গ) কুয়ালালামপুর ( মালয়েশিয়া )
- (ঘ) দুবাই ( সংযুক্ত আরব আমিরাত )
উত্তরঃ (ক) জোহানেসবার্গ ( দক্ষিণ আফ্রিকা )
জেনে রাখো :
- সংস্করণ – ১৫ তম
- BRICS Summit 2023 সংঘটিত হয়েছিল ২২-২৪শে আগস্ট পর্যন্ত ।
- ব্রিকস শিখর সম্মেলনের অধ্যক্ষতা প্রতি বছর B-R-I-C-S নামের ক্রমানুসারে সদস্য দেশগুলির সর্বোচ্চ নেতা দ্বারা করা হয় ।
- 2023 থিম – BRICS and Africa: Partnership for Mutually Accelerated Growth, Sustainable Development and Inclusive Multilateralism
[২] BRICS স্থাপিত হয়েছিল কোন বছর ?
- (ক) ২০০৯
- (খ) ২০০৮
- (গ) ২০০৬
- (ঘ) ২০০৪
উত্তরঃ (গ) ২০০৬
[৩]’BRIC’-এর গঠন কোন বছর ‘BRICS’ করা হয়েছিল ?
- (ক) ২০০৮
- (খ) ২০১০
- (গ) ২০০৬
- (ঘ) ২০০৯
উত্তরঃ (খ) ২০১০
মনে রেখো :
- ২০১০ সালে ‘BRIC’ সংগঠনে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ায় ‘BRIC’ নাম পরিবর্তিত হয়ে ‘BRICS’ হয়েছে ।
[৪] BRICS – এর বর্তমান সদস্য সংখ্যা কত ?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৫
- (ঘ) ৬
উত্তরঃ (গ) ৫
জেনে রাখো : BRICS – এর বর্তমান সদস্য
- B – Brazil
- R – Russia
- I – India
- C – China
- S – South Africa
BRICS – এর সদস্য দেশগুলির নাম মনে রাখার Tricks : Rubi Chal South Africa
- Ru – Russia
- B – Brazil
- I – India
- Chal – China
- South Africa
[৫] 2024 – এ BRICS কতগুলি নতুন দেশ যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে ?
- (ক) ৪
- (খ) ৫
- (গ) ৬
- (ঘ) ৭
উত্তরঃ (গ) ৬
জেনে রাখো :
- দক্ষিণ আফ্রিকায় আয়োজিত BRICS Summit 2023 দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা নতুন ৬ টি দেশের BRICS-এর সাথে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন ।
- নতুন সদস্য দেশগুলির নাম – Argentina, Ethiopia, Iran, Saudi Arabia, Egypt and the United Arab Emirates ।
- এই ৬ টি নতুন দেশ ১লা জানুয়ারি ২০২৪ থেকে পূর্ন সদস্য পদ লাভ করবে ।
[৬] BRICS – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- (ক) সাংহাই (চীন)
- (খ) মুম্বাই (ভারত)
- (গ) মস্কো (রাশিয়া)
- (ঘ) বেজিং (চীন)
উত্তরঃ (ক) সাংহাই (চীন)
[৭] ২০১০ সালে ‘BRIC’-এ কোন দেশ যুক্ত হওয়ার পর ‘BRIC’-এর নাম ‘BRICS’ করা হয়েছিল ?
- (ক) সৌদি আরব
- (খ) দক্ষিণ আফ্রিকা
- (গ) জাপান
- (ঘ) স্কটল্যান্ড
উত্তরঃ (খ) দক্ষিণ আফ্রিকা
[৮] BRICS দেশগুলির ব্যাংকের নাম কী ?
- (ক) BRICS New Development Bank
- (খ) New Development Bank
- (গ) Reserve Bank of India
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) New Development Bank (NDB)
জেনে রাখো :
- New Development Bank (NDB) পূর্বে BRICS Development Bank নামে পরিচিত ছিল ।
- New Development Bank BRICS দেশগুলির সদস্য কর্তৃক স্থাপিত বহুপক্ষীয় বিকাশ ব্যাঙ্ক ।
- New Development Bank (NDB) স্থাপিত হয়েছিল – ১৫ ই জুলাই ২০১৪ সালে ।
- সদর দপ্তর – সাংহাই (চীন)
- অধ্যাক্ষ – ডিলমা রুসেফ
[৯] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস নেতাদের কী উপহার দিয়েছেন ?
- (ক) নাগাল্যান্ড শাল
- (খ) বিদরি সুরাহী (ফুলদানি)
- (গ) গোন্ড পেইন্টিং
- (ঘ) উপরের সবকটিই
উত্তরঃ (ঘ) উপরের সবকটিই
জেনে রাখো :
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্টপতি সিরিল রামফোসা-কে তেলেঙ্গানার ‘সুরাহী’ উপহার দিয়েছেন ।
- আর দক্ষিণ আফ্রিকার প্রথম মহিলা ছেপো মোতসেপে-কে ‘নাগাল্যান্ড শাল’ উপহার দিয়েছেন ।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও দা সিলভা-কে মধ্যপ্রদেশের ‘গোন্ড পেইন্টিং’ উপহার দিয়েছেন ।
[১০] ২০২৩ ব্রিকস শিখর সম্মেলনে কাকে ভারতের শেরপা নিযুক্ত করা হয়েছে ?
- (ক) দাম্মু রবি
- (খ) মনোজ পান্ডে
- (গ) শিবেন্দ্র নাথ
- (ঘ) এস পরমেশ
উত্তরঃ (ক) দাম্মু রবি
জেনে রাখো :
- দাম্মু রবি বিদেশ মন্ত্রালয়ের আর্থিক সচিব ।
[১১] প্রথম BRICS Summit কোন বছর আয়োজন করা হয়েছিল ?
- (ক) ২০০৭
- (খ) ২০০৮
- (গ) ২০০৯
- (ঘ) ২০০৯
উত্তরঃ (ঘ) ২০০৯
জেনে রাখো :
- প্রথম BRICS Summit ২০০৯-এ রাশিয়ার ইয়েকাটেরিংবার্গে আয়োজন করা হয়েছিল ।
[১২] ভারত BRICS Summit-এর অধ্যক্ষতা করেছে কতবার ?
- (ক) ১ বার
- (খ) ২ বার
- (গ) ৩ বার
- (ঘ) ৪ বার
উত্তরঃ (গ) ৩ বার
জেনে রাখো :
- প্রথম বার – ২০১২ ( অধ্যক্ষ – মনমোহন সিংহ )
- দ্বিতীয় বার – ২০১৬ ( অধ্যক্ষ – নরেন্দ্র মোদী )
- তৃতীয় বার – ২০২১ (অধ্যক্ষ – নরেন্দ্র মোদী ) -ভার্চুয়াল মোড
[১৩] কোন দেশ BRICS STARTUP FORUM লঞ্চ করার কথা ঘোষণা করেছে ?
- (ক) ভারত
- (খ) ব্রাজিল
- (গ) চীন
- (ঘ) রাশিয়া
উত্তরঃ (ক) ভারত
আরো পড়ুন – ভারতের নতুন সংসদ ভবন GK