ফরাসি বিপ্লবের কারণ – ফ্রান্সের অধিবাসীরা 1789 খ্রিস্টাব্দে যে বিপ্লব ঘটিয়েছিল তা বিশ্ব ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত। ফরাসি বিপ্লব ছিল ফ্রান্সের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।ফ্রান্সের অধিবাসীদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য ও ক্ষোভের কারণেই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল।
এই পৃষ্ঠায়
ফরাসি বিপ্লবের কারণ :
সামাজিক কারন :
ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল ফরাসি সমাজে শোষণ ।বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটে সম্প্রদায়ে বিভক্ত ছিল।
যাজক, অভিজাত এবংফরাসি জনগণ।
(ক ) প্রথম শ্রেণী : ফরাসি সমাজবাবস্থায় যাজকরা ছিল প্রথম শ্রেণীভুক্ত।এরা ছিল অধিক সুবিধাভোগী শ্রেণীর মানুষ।এদের কোন প্রকার কর দিতে হতো না।
এরা ছিল সংখ্যায় ফরাসি জনগণের 1 % এরও কম। অথচ এদের দখলে ছিল ফ্রান্সের মোট জমির 10%।
এই উচ্চশ্রেণীর যাজকরা বিলাসবহুল জীবনযাপন করত। এদের দুটি ভাগ ছিল উচ্চ যাজক সম্প্রদায় ও নিম্ন যাজক সম্প্রদায়।
(খ ) দ্বিতীয় শ্রেণী : ফরাসি সমাজে অভিজাতরা ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত ।রাজা বা রানির আত্মীয়পরিস্বজন এবং উচ্চ বংশীয় ব্যক্তিরা অভিজাত হিসেবে গণ্য হত ।
এরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5%। অথচ ফ্রান্সে এদের জমির পরিমাণ ছিল 20%। এরা জমির জন্য সরকারকে কোনো প্রকার কর দিত না।
আবার সরকারের সামরিক ও অসামরিক বিভাগের উচ্চপদে এদের একচেটিয়া অধিকার ছিল।
(গ ) তৃতীয় শ্রেণী : প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী ছাড়া অন্যান্য জনসাধারণ ছিল ক্ষমতাহীন। এদের অন্তর্গত ছিল বুর্জোয়া, কৃষক ও শ্রমজীবী মানুষ।
এদের মোট জনসংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 97% এরও বেশি।
দেশের করের বোঝার অধিকাংশটাই এদের বহন করতে হতো।
এই কারণে তৃতীয় শ্রেণীর মানুষেরা তাদের প্রতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের শোষণ, বৈষম্য ও নিপীড়নের প্রতিবাদে বিপ্লবের পথ বেছে নিয়েছিল।
অর্থনৈতিক কারন :
কেবল সামাজিক কারণই নয় ফ্রান্স সরকারের অর্থনৈতিক দুরাবস্থা ফরাসি বিপ্লবের জন্যে অনেকটাই দায়ী ছিল ।প্রশাসনিক ব্যয় অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল ।
এই অর্থনৈতিক সংকটের পরিস্থিতি উপলব্ধি করে ঐতিহাসিক স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ।
(ক ) বৈষম্যমূলক করব্যবস্থা : ফরাসি রাষ্ট্রের কর ব্যবস্থা ছিল ভ্রান্তমূলক। যাজক ও অভিজাতরা রাষ্ট্রকে তেমন কোন কর দিতে হতো না কিন্তু এরাই ছিল সর্বাধিক সুবিধাভোগী শ্রেণীর মানুষ।
অপরদিকে সরকারের মোট রাজস্বের ৯৬% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে ।
এই অত্যাধিক করে বোঝা তৃতীয় সম্প্রদায়ের মানুষদের বিদ্রোহের পথে হাটতে বাধ্য করেছিল ।
(খ ) দ্রব্যমূল্য বৃদ্ধি : ফরাসি বিপ্লবের প্রাক্কালে মুদ্রাস্ফীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় 65% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জনগণের আয় বাড়েনি।
ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।
(গ) রাজপরিবারের অতিরিক্ত ব্যয় : ফ্রান্সের রাজপরিবারের অত্যাধিক বিলাসবহুল জীবনযাপন ফ্রান্সের অর্থনীতিকে ভেঙে দিয়েছিল ।
এর ফলে ফরাসি রাজকোষ শুন্য হয়ে যায় ।
(ঘ ) ব্যয়বহুল যুদ্ধ : চতুর্দশ ও পঞ্চদশ লুই নিজেদেরকে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে ফেলে ফ্রান্সের রাজকোষ প্রায় শুন্য করে ফেলেছিল ।
অপরদিকে ষোড়শ আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অর্থ সাহায্য করে ফ্রান্সের রাজকোষ শুন্য করে ফেলে ।ফলে শুরু হয় বিপুল অর্থাভাব ।
রাজনৈতিক কারন :
ফরাসি বিপ্লব ছিল মূলত ফ্রান্সের রাজতন্ত্রের বিরুদ্ধে সংঘটিত ক্ষোভের বহিঃপ্রকাশ ।এই রাজতন্ত্রে রাজা ছিলেন সর্বোচ্চ শাসক ।
(ক ) রাজাদের স্বৈরাচারী নীতি : এই বিপ্লবে রাজতন্ত্র ছিল স্বৈরাচারী ও কেন্দ্রীভূত।ফ্রান্সের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করতেন।
রাজা চতুর্দশ লুই বলেছিলেন আমিই রাষ্ট্র । রাজা ষোড়শ লুই বলেছিলেন আমার ইচ্ছাই আইন।
প্রজাদের ইচ্ছা অগ্রাহ্য করে ফ্রাসের রাজারা স্বৈরাচারী নীতি প্রয়োগ করলে ফ্রান্সবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে ।
(খ ) ত্রুটিপূর্ণ আইন : অষ্টাদশ শতকে ফ্রান্সে বিভিন্ন ত্রুটিপূর্ণ আইন প্রচলিত ছিল ।সাধারণ মানুষদের জন্যে আইনগুলি এতটাই নির্মম ছিল তাদেরকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হতো ।
(গ) দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থা : এই সময় ফ্রান্সের বিচারব্যবস্থা ছিল এক প্রকার দুর্নীতিগ্রস্ত। লেতর -দ্য-ক্যাশে নামক গ্রেফতারি পরোয়ানা দ্বারা যেকোনো ব্যক্তিকে বিনাঅপরাধে গ্রেফতার করা যেত।
ফরাসি রাজতন্ত্রে বিচারের নামে প্রহসন ছিল সাধারণ ঘটনা । ফ্রান্সে বিচারকের পদ ছিল মূলত বংশানুক্রমিক ।
(ঘ ) ষোড়শ লুইয়ের ভূমিকা : ফ্রান্সের অর্থনৈতিক সংকট যখন তীব্র তখন ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের উচিত ছিল ফ্রান্সের যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করা ।
এবং তাদের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যর্থ হন ফলে ফ্রান্সের জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে ।
মূল্যায়ন :
উপরে উল্লিখিত কারণগুলি ফ্রান্সের সাধারণ মানুষকে বিপ্লবের পথে হাঁটতে বাধ্য করেছিল ।
ফ্রান্সের মানুষ সামাজিক ,অর্থনৈতিকএবং রাজনৈতিক দিক থেকে এতটাই অবহেলিত ছিল যে তারা ফ্রান্সে বিপ্লবের মাধ্যমে নতুন ফ্রান্স গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন ।
আরো পড়ুন – রুশ বিপ্লবের কারণ আলোচনা করো
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63
FAQs On – ফরাসি বিপ্লবের কারণ
ফরাসি বিপ্লবের জনক দার্শনিক রুশো ।
ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহরকে ।
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই ।
ফরাসি বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালে ।
ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ হলো সাম্য ,মৈত্রী ও স্বাধীনতা ।