প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি নিয়ে ।
এই পৃষ্ঠায়
প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো :
আরো পড়ুন – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল
প্রথম বিশ্বযুদ্ধের কারণ :
(ক ) অতৃপ্ত জাতীয়তাবাদ :
ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে প্রবল ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ,পারস্পরিক সন্দেহ , যুদ্ধাস্ত্র নির্মাণের প্রতিযোগিতা ও অতৃপ্ত জাতীয়তাবাদ মহাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে ।
জার্মানি 1870 সালে ফ্রান্সের কাছ থেকে আলসাস ও লরেন অধিকার করে নেয় ,কিন্তু ফ্রান্স আলসাস ও লরেন ফায়ার পেতে উদগ্রীব হয় ।
(খ ) উগ্র জাতীয়তাবাদ :
ঊনবিংশ শতকের শেষার্ধ থেকে ইউরােপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে। এই সময়ে ইউরোপের বিভিন্ন জাতি নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত এবং একে অন্যের উপর কতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতো ।
জার্মানরা টিউটন জাতির, ইংরেজরা অ্যাংলাে-স্যাক্সন জাতির, ফরাসিরা ফরাসি-লাতিন জাতির শ্রেষ্ঠত্বের প্রচার করলে যুদ্ধের পরিবেশ তৈরি হয়।
(গ ) বলকান জাতীয়তাবাদ :
প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলির মধ্যে অন্যতম ছিল বলকান জাতীয়তাবাদ ।বলকান অঞ্চলের জাতীয়তাবাদী আশা আকাঙ্খা ইউরোপকে অগ্নিগর্ভ করে তােলে।
বলকান অঞ্চলে আধিপত্যের প্রশ্নে অস্ট্রিয়া ও সার্বিয়া, সার্বিয়া ও বুলগেরিয়া এবং অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় , যা সমগ্র পূর্ব ইউরােপকে প্রথম বিশ্বযুদ্ধের পথে হাটঁতে বাধ্য করে।
(ঘ ) ঔপনিবেশিক সংঘাত :
প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলির মধ্যে অন্যতম ছিল ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও ঔপনিবেশিক সংঘাত ।শিল্পবিপ্লবের ফলে ইউরােপের বিভিন্ন দেশে শিল্পজাত পণ্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
প্রয়ােজনের অতিরিক্ত পণ্য বিক্রির জন্য এবং কাঁচামালের জোগানের জন্য নতুন নতুন বাজার তথা উপনিবেশ দখলের প্রয়ােজন দেখা দেয়।ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলির উপনিবেশ দখল নিয়ে সংঘাত দেখা দেয় ।
(ঙ ) আন্তর্জাতিক সংকট :
সর্বোপরি কয়েকটি আন্তর্জাতিক ঘটনাও প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। উত্তর-পশ্চিম আফ্রিকার মরক্কোকে কেন্দ্র করে সৃষ্টি হয় মরক্কো সংকট।
১৯১১ খ্রি: সংঘটিত আগাদির সংকট জার্মানির সঙ্গে ইঙ্গ-ফরাসি সম্পর্কের অবনতি ঘটায়।যা প্রথম বিশ্বযুদ্ধ সংঘটনের অন্যতম প্রধান কারণ ।
(চ ) দার্শনিকদের ভূমিকা :
প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলির মধ্যে অন্যতম হল দার্শনিকদের ভূমিকা ।দার্শনিকরা অনেকসময়ই তাদের মতবাদ দ্বারা জনগণকে প্রভাবিত করতো ।যা প্রথম বিশ্বযুদ্ধের পথকে ত্বরান্বিত করেছিল ।
(ছ ) সামরিক প্রতিযােগিতা :
বিভিন্ন ইউরোপীয় দেশগুলির মধ্যে সামরিক প্রস্তুতি প্রথম বিশ্বযুদ্ধ সংঘটনের পিছনে অন্যতম প্রধান কারণ ছিল ।সামরিক বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়।
যা শক্তিজোটের অন্তর্গত দেশগুলির মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করেছিল ।
(জ ) পরস্পর বিরোধী শক্তিজোট গঠন :
সাম্রাজ্যবিস্তার ,পারস্পরিক সন্দেহ ইউরোপের দেশগুলিকে দুটি শক্তিজোটে বিভক্ত করেছিল । একদিকে ছিল জার্মানি,অস্ট্রিয়া ও ইতালির ট্রিপল অ্যালায়েন্স এবং অন্যদিকে ছিল ফ্রান্স ,ইংল্যান্ড ও রাশিয়াকে নিয়ে গঠিত ট্রিপল আঁতাত ।
এই দুই শক্তিজোটের পরস্পরবিদ্বেষী মনােভাবের কারণে বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারন – সেরাজেভো হত্যাকান্ড :
সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী ।অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে এসে নিহত হন।
তাঁদের হত্যাকরি ছিলেন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপ। এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া এক চরমপত্র পাঠায়।
ওই চরমপত্রে উল্লিখিত শর্তগুলি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ করার জন্য দাবি জানায় অস্ট্রিয়া। সার্বিয়া অনেকগুলি দাবি মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে ।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ,ইংল্যান্ড ,তুরস্ক জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ।
আরো পড়ুন – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল
FAQs On প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো
সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী ।অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে এসে নিহত হন।তাঁদের হত্যাকরি ছিলেন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপ। এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া এক চরমপত্র পাঠায়।ওই চরমপত্রে উল্লিখিত শর্তগুলি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ করার জন্য দাবি জানায় অস্ট্রিয়া। সার্বিয়া অনেকগুলি দাবি মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে ।এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ,ইংল্যান্ড ,তুরস্ক জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ।
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালের ২৮শে জুন ।
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৪ সালের ২৮ জুলাই ।
১৯১৪ সালের ২৮শে জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
ভার্সাই চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ।
প্রথম বিশ্বযুদ্ধ The Great War নামে পরিচিত ।
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অটোভন বিসমার্ক।
ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ সালে ।
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যুদ্ধ জাহাজ ‘লুসিতানিয়া’ ডুবিয়ে দেয় জার্মানি ।
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন ।
Sir, apnar ei lekhati pore khub bhalo laglo. Amar jerokom proyojon chhilo eta thik serokomi. Eta amar khub help korbe. Thank You
Thank you so much