চন্দ্রযান ৩ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম চন্দ্রযান ৩ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর ।
এই পৃষ্ঠায়
- 1 চন্দ্রযান ৩ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :
- 2 চন্দ্রযান ৩ জিকে প্রশ্ন উত্তর :
- 2.1 [১] মিশন চন্দ্রযান-3 কবে লঞ্চ হয়েছে ?
- 2.2 [২] মিশন চন্দ্রযান-৩ কোথা থেকে লঞ্চ করা হয়েছে ?
- 2.3 [৩] মিশন চন্দ্রযান-3 কোন মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা লঞ্চ করা হয়েছে ?
- 2.4 [৪] মিশন চন্দ্রযান-3 কে কোন শক্তিশালী রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে ?
- 2.5 [৫] মিশন চন্দ্রযান-3 চাঁদের কোথায় লঞ্চ করবে ?
- 2.6 [৬] মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছে ?
- 2.7 [৭] মিশন চন্দ্রযান-3 এর রোভারটির নাম কি রাখা হয়েছে ?
- 2.8 [৮] মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারের ওজন কত ?
- 2.9 [৯] চন্দ্রযান-3 এর ওজন কত ?
- 2.10 [১০] মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারে কটি পা আছে ?
- 2.11 [১১] চন্দ্রযান-3 মিশনের জন্য কত টাকা খরচ হয়েছে?
- 2.12 [১২] চন্দ্রযান-3 মিশনের ডিরেক্টর কে?
- 2.13 [১৩] চন্দ্রযান 3 মিশনের প্রজেক্ট ডিরেক্টর কে?
- 2.14 [১৪] GSLV MK3 (Launch Vehicle Mark-3) এর অপর নাম কি ?
- 2.15 [১৫] মিশন চন্দ্রযান-3 এ কি নেই ?
- 2.16 [১৬] মিশন চন্দ্রযান-3 এ কটি মডুলার আছে ?
- 2.17 [১৭] মিশন চন্দ্রযান-3 এর থিম কি ?
- 2.18 [১৮] চাঁদে রোভার ল্যান্ড করানোই ভারত কততম দেশ হবে ?
- 2.19 [১৯] মিশন চন্দ্রযান-3 ভারতে চাঁদের জন্য কততম মিশন ?
- 2.20 [২০] রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে?
- 2.21 [২১] চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত?
- 2.22 [২২] ভারতের Rocket Woman নামে পরিচিত কে?
- 2.23 [২৩] চন্দ্রযান মিশন-1 কত সালে হয়েছিল?
- 2.24 [২৪] চন্দ্রযান মিশন-2 কত সালে হয়েছিল ?
- 2.25 [২৫] ভারত প্রথম রকেট কবে লঞ্চ করেছে ?
চন্দ্রযান ৩ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :
আরো পড়ুন – ভারতের নতুন সংসদ ভবন GK
চন্দ্রযান ৩ জিকে প্রশ্ন উত্তর :
[১] মিশন চন্দ্রযান-3 কবে লঞ্চ হয়েছে ?
- (ক) ২৫ শে জুলাই ২০২৩
- (খ) ১৪ ই জুলাই ২০২৩
- (গ) ৬ ই জুন ২০২৩
- (ঘ) ১৫ ই জুন ২০২৩
উত্তরঃ (খ) ১৪ ই জুলাই ২০২৩
[২] মিশন চন্দ্রযান-৩ কোথা থেকে লঞ্চ করা হয়েছে ?
- (ক) সতীশ ধাওয়ান স্পেস সেন্টার
- (খ) বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার
- (গ) উপরের দুটিই
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সতীশ ধাওয়ান স্পেস সেন্টার , শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ)
[৩] মিশন চন্দ্রযান-3 কোন মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা লঞ্চ করা হয়েছে ?
- (ক) ISRO
- (খ) NASA
- (গ) Spacex
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ISRO (Indian Space Research Organisation)
[৪] মিশন চন্দ্রযান-3 কে কোন শক্তিশালী রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে ?
- (ক) GSLV MK3
- (খ) PSLV9
- (গ) SSLV7
- (ঘ) GSLV5
উত্তরঃ (ক) GSLV MK3 (এটি Fat Boy নামে পরিচিত)
[৫] মিশন চন্দ্রযান-3 চাঁদের কোথায় লঞ্চ করবে ?
- (ক) চাঁদের পূর্ব দিকে
- (খ) চাঁদের উত্তর মেরুতে
- (গ) চাঁদের দক্ষিণ মেরুতে
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) চাঁদের দক্ষিণ মেরুতে
[৬] মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছে ?
- (ক) বিক্রম
- (খ) আদিত্য
- (গ) বাহুবলী
- (ঘ) প্রজ্ঞান
উত্তরঃ (ক) বিক্রম
[৭] মিশন চন্দ্রযান-3 এর রোভারটির নাম কি রাখা হয়েছে ?
- (ক) আদিত্য
- (খ) বিক্রম
- (গ) বাহুবলী
- (ঘ) প্রজ্ঞান
উত্তরঃ (ঘ) প্রজ্ঞান
[৮] মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারের ওজন কত ?
- (ক) 1752 কেজি
- (খ) 1780 কেজি
- (গ) 1750 কেজি
- (ঘ) 1760 কেজি
উত্তরঃ (ক) 1752 কেজি
[৯] চন্দ্রযান-3 এর ওজন কত ?
- (ক) 3900 কেজি
- (খ) 4100 কেজি
- (গ) 3800 কেজি
- (ঘ) 3500 কেজি
উত্তরঃ (ক) 3900 কেজি
[১০] মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারে কটি পা আছে ?
- (ক) চারটি
- (খ) পাঁচটি
- (গ) তিনটি
- (ঘ) দুইটি
উত্তরঃ (ক) চারটি
[১১] চন্দ্রযান-3 মিশনের জন্য কত টাকা খরচ হয়েছে?
- (ক) 660 কোটি
- (খ) 620 কোটি
- (গ) 615 কোটি
- (ঘ) 610 কোটি
উত্তরঃ (গ) 615 কোটি
[১২] চন্দ্রযান-3 মিশনের ডিরেক্টর কে?
- (ক) মুথাইয়া ভনিতা
- (খ) রিতু শ্রীবাস্তব
- (গ) রিতু আরিয়াপ্পা
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) রিতু শ্রীবাস্তব
[১৩] চন্দ্রযান 3 মিশনের প্রজেক্ট ডিরেক্টর কে?
- (ক) মুথাইয়া ভনিতা
- (খ) রিতু শ্রীবাস্তব
- (গ) রিতু আরিয়াপ্পা
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) মুথাইয়া ভনিতা
[১৪] GSLV MK3 (Launch Vehicle Mark-3) এর অপর নাম কি ?
- (ক) নরেন্দ্র মোদি
- (খ) বিক্রম সারাভাই
- (গ) সতীশ ধাওয়ান
- (ঘ) বাহুবলী
উত্তরঃ (ঘ) বাহুবলী
[১৫] মিশন চন্দ্রযান-3 এ কি নেই ?
- (ক) অরবিটর
- (খ) ল্যান্ডার
- (গ) রোভার
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) অরবিটর
[১৬] মিশন চন্দ্রযান-3 এ কটি মডুলার আছে ?
- (ক) 2 টি
- (খ) 3 টি
- (গ) 4 টি
- (ঘ) 5 টি
উত্তরঃ (ক) 2 টি
[১৭] মিশন চন্দ্রযান-3 এর থিম কি ?
- (ক) Moon is very near
- (খ) Science and Moon
- (গ) Science of the Moon
- (ঘ) India Towards Moon Orbit
উত্তরঃ (গ) Science of the Moon
[১৮] চাঁদে রোভার ল্যান্ড করানোই ভারত কততম দেশ হবে ?
- (ক) প্রথম
- (খ দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) চতুর্থ
উত্তরঃ (ঘ) চতুর্থ
[১৯] মিশন চন্দ্রযান-3 ভারতে চাঁদের জন্য কততম মিশন ?
- (ক) প্রথম
- (খ) দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) চতুর্থ
উত্তরঃ (গ) তৃতীয়
[২০] রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে?
- (ক) ৪ টি
- (খ) ৫ টি
- (গ) ৬ টি
- (ঘ) ৭ টি
উত্তরঃ (গ) ৬ টি
[২১] চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত?
- (ক) প্রথম
- (খ) দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) চতুর্থ
উত্তরঃ (ক) প্রথম
[২২] ভারতের Rocket Woman নামে পরিচিত কে?
- (ক) মুথাইয়া ভনিতা
- (খ) রিতু শ্রীবাস্তব
- (গ) রিতু আরিয়াপ্পা
- (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) রিতু শ্রীবাস্তব
[২৩] চন্দ্রযান মিশন-1 কত সালে হয়েছিল?
- (ক) ১৯৯৯
- (খ) ২০০৬
- (গ) ২০০৮
- (গ) ২০০০
উত্তরঃ (গ) ২০০৮
[২৪] চন্দ্রযান মিশন-2 কত সালে হয়েছিল ?
- (ক) ১৯৯৯
- (খ) ২০০৯
- (গ) ২০১৯
- (ঘ) ২০১৮
উত্তরঃ (গ) ২০১৯
[২৫] ভারত প্রথম রকেট কবে লঞ্চ করেছে ?
- (ক) 15 আগস্ট 1947
- (খ) 26 জানুয়ারি 1950
- (গ) 21 নভেম্বর 1963
- (ঘ) 28 নভেম্বর 1956
উত্তরঃ (গ) 21 নভেম্বর 1963
আরো পড়ুন – Aditya L1 সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর