একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নোত্তর

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নোত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নোত্তর নিয়ে ।

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নোত্তর

আরো পড়ুন –সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য

এই পৃষ্ঠায়

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নোত্তর :

1. “ শিক্ষা হলো ভাজ হয়ে থাকা বিষয়ের ভাজ খোলার প্রক্রিয়া ” – কে বলেছেন ?

  • [A] ফ্রয়েবেল
  • [B] মন্টেস্কু
  • [C] প্লেটো
  • [D] নান

2. “ শিশু এবং ব্যক্তির দেহ , মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা । ” উক্তিটি করেছেন –

  • [A] ডিউই
  • [B] গান্ধিজি
  • [C] বিবেকানন্দ
  • [D] প্লেটো

3“ আত্মোপলব্ধিই হলো শিক্ষা এই আত্মোপলব্ধি আসে জ্ঞান ভক্তি ও কর্মের দ্বারা । ” এটি –

  • [A] বস্তুবাদী দর্শনের বক্তব্য
  • [B] প্রয়োগবাদী দর্শনের বক্তব্য
  • [C] ভাববাদী দর্শনের বক্তব্য
  • [D] প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য

4বৈদিক শিক্ষার চারটি পর্বকে বলে –

  • [A] চতুর্বেদ
  • [B] চতুপূর্ব
  • [C] চতুরাশ্রম
  • [D] চারপর্ব

5“ শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা । ” – এই কথাটি বলেছেন

  • [A] মহাত্মা গান্ধি
  • [B] স্বামী বিবেকানন্দ
  • [C] রবীন্দ্রনাথ ঠাকুর
  • [D] রাজা রামমোহন

6. GNP-এর সম্পূর্ণ নামটি হলো –

  • [A] জেনারেল ন্যাশনাল প্রোডাক্ট
  • [B] গ্রস ন্যাশনাল প্রোগ্রাম
  • [C] জেনারেল ন্যাশনাল প্রোগ্রাম
  • [D] গ্রস ন্যাশনাল প্রোডাক্ট

7সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো –

  • [A] হিন্দুমন্দির
  • [B] পরিবার
  • [C] বৌদ্ধমঠ
  • [D] বিদ্যালয়

8. বিদ্যালয়ে শিক্ষাদানের ও শৃঙ্খলাবিধানের লক্ষ্য হলো –

  • [A] চরিত্রগঠন
  • [B] দেহগঠন
  • [C] অর্থউপার্জন
  • [D] সমাজগঠন

9‘ Education ‘ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

  • [A] ফরাসি
  • [B] ইংরেজি
  • [C] লাতিন
  • [D] গ্রিক

10লাতিন শব্দ ‘ Educere’ . এর অর্থ হলো –

  • [A] শিক্ষণ কম
  • [B] শৃঙ্খলাবদ্ধ করা
  • [C] লালনপালন করা
  • [D] বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা

11ডিউই – এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো –

  • [A] দৈহিক বিকাশ
  • [B] সামাজিক বিকাশ
  • [C] আধ্যাত্মিক বিকাশ
  • [D] নৈতিক বিকাশ

12শিক্ষা একটি দ্বিমেরুবিশিষ্ট প্রক্রিয়া যার এক দিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছে –

  • [A] শিক্ষার্থী
  • [B] পাঠক্রম
  • [C] শিক্ষিকা
  • [D] বিদ্যালয়

13নীচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় ?

  • [A] শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া
  • [B] শিক্ষা একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া
  • [C] শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া
  • [D] শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া

14সংকীর্ণ অর্থে শিক্ষা হলো –

  • [A] সংগতিবিধান
  • [B] জীবনব্যাপী প্রক্রিয়া
  • [C] অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন
  • [D] জ্ঞানার্জন

15বিবেকানন্দের মতে শিক্ষা হলো –

  • [A] মানুষের সর্বাঙ্গীণ বিকাশের পথ
  • [B] মানুষের মনে আনন্দ জাগ্রত করা
  • [C] মানুষের অন্তর্নিহিত শিক্ষা
  • [D] মানুষের আধ্যাত্মিক বিকাশ

16“ শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া ” – উক্তিটি কার ?

  • [A] রবীন্দ্রনাথ
  • [B] অ্যাডামস
  • [C] রুশো
  • [D] ডিউই 

17‘ Educatum ‘ শব্দটির অর্থ হলো –

  • [A] শিক্ষাদান করা
  • [B] লালনপালন করা
  • [C] পরিচর্যা করা
  • [D] নির্দেশ দান

18“ ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ” – কোথায় বলা হয়েছে ?

  • [A] উপনিষদে
  • [B] গীতায়
  • [C] ঋগ্বেদে
  • [D] অর্থববেদে

19“ শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি । ” কে বলেছেন ?

  • [A] ফ্রয়েবেল
  • [B] নান
  • [C] প্লেটো
  • [D] অ্যারিস্টটল

20. আধুনিক শিক্ষাব্যবস্থা হলো –

  • [A] বিদ্যালয়কেন্দ্রিক
  • [B] পাঠ্যক্রমকেন্দ্রিক
  • [C] শিশুকেন্দ্রিক
  • [D] শিক্ষককেন্দ্রিক

21“ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ । ” একথা বলেছেন –

  • [A] ডিউই
  • [B] বিবেকানন্দ
  • [C] রবীন্দ্রনাথ
  • [D] গান্ধিজি

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ)

1. জন ডিউই -এর মতে শিক্ষা কী ?

2. “শিক্ষা হল মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা” কে বলেছেন?

3. “শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃসংগঠন” কে বলেছেন?

4. মানসিক শৃঙ্খলারূপে শিক্ষার একজন প্রবর্তকের নাম লেখাে।

5. সংকীর্ণ অর্থে শিক্ষা হল সংগতিবিধান এবং সংগতিবিধান হল শিক্ষা কথাটি কে বলেছেন?

6. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা কী?

7. NCERT এর পুরো নাম কী?

8. SCERT এর পুরো নাম কী?

9. HDR এর পুরো নাম কী?

10. শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্য কী?

11. আধুনিক যুগের শিক্ষার মূল লক্ষ্য কী?

12. শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত কোন্ শব্দ থেকে?

13. সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কীরূপ হয়?

14. সংকীর্ণ অর্থে শিক্ষায় স্বর্ণভাণ্ডার বা স্বর্ণকুম্ভ বা স্বর্ণখনি কাকে বলা হয় ?

15. সংকীর্ণ অর্থে শিক্ষায় শূন্য থলে বলতে কী বােঝায় ?

16. সংকীর্ণ অর্থে শিক্ষায় Gold Sack Theory বা স্বর্ণভাণ্ডার তত্ত্ব বলতে কী বােঝানাে হয় ? অথবা, স্বর্ণকণিকা তত্ত্ব কী ?

17. সংকীর্ণ অর্থে শিক্ষায় Pipe Line Theory বলতে কী বােঝানাে হয়েছে?

18. শিক্ষার দুটি মেরু কী কী ?

19. সংকীর্ণ অর্থে শিক্ষাকে একমুখী প্রক্রিয়া বলা হয় কেন?

20.  ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা দাও।

21. শিক্ষার নৈতিক লক্ষ্য কী?

22. জন ডিউই এর মতে, ব্যাপক অর্থে শিক্ষার অর্থ কী?

23. ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা কীরূপ হয় ?

24. ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা কীরূপ হয় ?

25. ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি মাধ্যমের নাম লেখাে।

26. ব্যাপক অর্থে শিক্ষার কেন্দ্রে কে থাকে?

27.  ত্রিমুখী শিক্ষার প্রবর্তক কাকে বলা হয় ?

28. ত্রিমুখী শিক্ষার তিনটি অংশ কী কী ?

29. “জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য” – এ কথা কে বলেছেন?

30. স্পাটার শিক্ষার লক্ষ্য কী ছিল?

31. প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল? অথবা, প্রাচীন যুগে ভারতে শিক্ষার যে কোনাে একটি লক্ষ্য উল্লেখ করাে। অথবা, সনাতনী শিক্ষার উদ্দেশ্য কী ছিল?

32. মধ্যযুগে ভারতের শিক্ষার যে . কোনাে একটি জাতীয় লক্ষ্য উল্লেখ করাে।

33. স্পাটায় শিশুদের কী ধরনের শিক্ষা দেওয়া হত?

34.  প্রাচীনকালে জ্ঞানার্জনকে শিক্ষার অন্যতম লক্ষ্য মনে করা হত কোন্ কোন্ দেশে ?

35.  প্রাচীন ভারতের শিক্ষার একটি মূল উদ্দেশ্য লেখাে।

36.  রুশাের মতে, শিক্ষার লক্ষ্য কী ?

37. রবীন্দ্রনাথের মতে, শিক্ষার লক্ষ্য কী?

38. পার্সিনানের মতে, শিক্ষার লক্ষ্য কী?

39. বৃত্তিমূলক শিক্ষার দুটি সুবিধা লেখাে।

40. সাহিত্য আকাদেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে?

41. সংস্কৃত শিক্ষ ধাতুটির অর্থ কী ?

42. শাস্’ ধাতু অনুযায়ী শিক্ষা শব্দটির অর্থ কী ?

43. শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?

44. Educere’ শব্দটির অর্থ কী?

45. অ্যারিস্টটলের মতে শিক্ষা কী ?

46. কয়েক জন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম লেখো ।

47. “Educare” শব্দের অর্থ কী?

48. “Educatum” শব্দের অর্থ কী?

49. সংস্কৃত ধাতু ‘বিদ’ এর অর্থ কী?

50. শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু ‘শিক্ষ্’ থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কী?

51. শিশুকেন্দ্রিক শিক্ষার একজন প্রবক্তার নাম লেখো।

52. “শিক্ষাই জীবন জীবনই শিক্ষা” উক্তিটি কার?

53. “শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া” কথাটি কে বলেছেন?

54. ‘এমিল’ গ্রন্থের লেখক কে ?

55. ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?

56. “শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া” উক্তিটি কার?

57. “শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ” বক্তা কে?

58. “শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা” এই অভিমত কার?

59. “শিশুর এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা” উক্তিটি কার?

60. “মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য” এটি কোন প্রকার লক্ষ্য?

আরো পড়ুন –  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর

ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog

জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK

পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – @drmonojog63

আরো জানতে পড়ুন –

মন্তব্য করুন