একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের MCQ ও SAQ প্রশ্নোত্তরগুলি নিয়ে ।

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর

আরো পড়ুন – সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য

এই পৃষ্ঠায়

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর :

(১) স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন –  

  • (A) রুশো 
  • (B) লক 
  • (C) হব্‌স 
  • (D) মিল 

(২) রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন –

  • (A) হব্‌স 
  • (B) অ্যারিস্টটল 
  • (C) ব্রাইস 
  • (D) সিজউইক 

(৩) উদারনীতিবাদের জনক হলেন –

  • (A) অ্যারিস্টটল 
  • (B) মস্তেস্ক 
  • (C) লক 
  • (D) হবস

(৪) ‘ Politics ‘ কথাটি কোন শব্দ থেকে এসেছে ? 

  • (A) Polis 
  • (B) Political 
  • (C) Polistics 
  • (D) কোনোটিই নয় 

(৫) রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দু’টি বিষয়বস্তু হলো –

  • (A) রাষ্ট্র ও জনগণ 
  • (B) রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা 
  • (C) রাষ্ট্র ও সরকার 
  • (D) রাষ্ট্র ও গণতন্ত্র 

(৬) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন –

    • (A) ডেভিড ইস্টন 
    • (B) প্লেটো 
    • (C) অ্যারিস্টটল 
    • (D) গার্নার 

    (৭) কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ? 

      • (A) 1945 সালে 
      • (B) 1948 সালে 
      • (C) 1940 সালে
      • (D) 1965 সালে 

      (৮) ‘ The Political System ‘ গ্রন্থটি লিখেছেন –

        • (A) গার্নার 
        • (B) বুন্টলি 
        • (C) ডেভিড ইস্টন 
        • (D) অ্যারিস্টটল 

        (৯) “ রাষ্ট্রবিজ্ঞান – এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে । ” বলেছেন— 

          • (A) গেটেল 
          • (B) গার্নার 
          • (C) সিলি 
          • (D) ল্যাস্কি

          (১০) “ রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত , বর্তমান ও ভবিষ্যৎ পাঠ । ” উক্তিটি করেন –

            • (A) গার্নার 
            • (B) গেটেল 
            • (C) নোজিক 
            • (D) রাসেল 

            (১১) রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন –  

              • (A) রুশো 
              • (B) হস 
              • (C) লক 
              • (D) বোঁদা 

              (১২) আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন –  

                • (A) বোঁদা 
                • (B) লক 
                • (C) রুশো 
                • (D) হবস্

                (১৩) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন –  

                  • (A) অ্যারিস্টটল 
                  • (B) গ্রিন 
                  • (C) গার্নার
                  • (D) হবস্

                  (১৪) ‘ Public Opinion ‘ গ্রন্থটি কে লিখেছেন ? 

                    • (A) লিপম্যান 
                    • (B) গার্নার 
                    • (C) অ্যারিস্টটল 
                    • (D) বুন্টলি 

                    (১৫) কে আধুনিক রাষ্ট্রচিত্তার জনক ? 

                      • (A) অ্যাকুইনাস 
                      • (B) ম্যাকিয়াভেলি 
                      • (C) হব্‌স 
                      • (D) লক

                      (১৬) “ মানুষ রাজনৈতিক জীব ”- উক্তিটি কে করেন ? 

                        • (A) গার্নার
                        • (B) প্লেটো 
                        • (C) রুশো
                        • (D) অ্যারিস্টটল

                        (১৭) ‘ অর্থশাস্ত্র ’ গ্রন্থটির রচয়িতা হলেন –  

                          • (A) কৌটিল্য 
                          • (B) বেদব্যাস 
                          • (C) বাল্মীকি 
                          • (D) কালিদাস 

                          (১৮) “ রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ ” কে বলেছেন ? 

                            • (A) লেনিন 
                            • (B) হবস 
                            • (C) অ্যালান বল 
                            • (D) ডেভিড ইস্টন 

                            (১৯) রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন –

                              • (A) ম্যাকিয়াভেলি 
                              • (B) কোৎ 
                              • (C) হব্‌স 
                              • (D) অ্যারিস্টটল 

                              (২০) বল নয় , জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি । উক্তিটি করেন –

                                • (A) লক 
                                • (B) টি . এইচ . গ্রিন 
                                • (C) হস 
                                • (D) মস্তেস্কু

                                (২১) ‘ রাষ্ট্রবিজ্ঞান ‘ কথাটি প্রথম প্রয়োগ করেন –

                                  • (A) লিবনিজ 
                                  • (B) নোজিক 
                                  • (C) ম্যাকিয়াভেলি 
                                  • (D) টমাস হস 

                                  (২২) মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো –

                                    • (A) অগাস্টাইন 
                                    • (B) অ্যারিস্টটল 
                                    • (C) মার্কস 
                                    • (D) অশোক

                                    (২৩) একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো –

                                      • (A) ম্যাকিয়াভেলি 
                                      • (B) পলিবিয়াস 
                                      • (C) কৌটিল্য 
                                      • (D) প্লেটো 

                                      (২৪) ‘ রিপাবলিক ’ গ্রন্থটির লেখক হলেন –  

                                        • (A) ল্যাস্কি 
                                        • (B) লক 
                                        • (C) নোজিক 
                                        • (D) প্লেটো

                                        অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) : 

                                        (১) ‘ কমিউনিস্ট ম্যানিফেস্টো ‘ – র রচয়িতা কারা ?

                                        (২) ‘ জনগণের সার্বভৌমিকতা ‘ তত্ত্বের প্রবক্তা কে ?

                                        (৩) ‘ দ্য লেভিয়াথান ‘ গ্রন্থের রচয়িতা কে ?

                                        (৪) দু’জন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো ।

                                        (৫) উদারনীতিবাদের দু’জন মুখ্য প্রবক্তা কে ?

                                          (৬) একজন নয়াউদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো । 

                                          (৭) ‘ পোলিস ‘ কাকে বলে ? 

                                          (৮) ‘ দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন ‘ গ্রন্থের রচয়িতা কে ? 

                                          (৯) ‘ রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ‘ – এই মতের পক্ষে দু’জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো । 

                                            (১২) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

                                            (১৩) ‘ মার্কসিজম অ্যান্ড পলিটিক্‌স ‘ গ্রন্থের রচয়িতা কে ? 

                                            (১২) ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থটির নাম কী ?

                                            (১৩) শ্রেণিহীন ও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থাকে মার্কস কী নামে অভিহিত করেন ? 

                                            (১৪) মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কী নামে অভিহিত করেছেন ?

                                            (১৫) ‘ মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব ‘ – উক্তিটি কার ? 

                                            (১৬) ‘ রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয় ‘ – কার উক্তি ? 

                                            (১৭) রাজনীতি বলতে কী বোঝো ? 

                                            (১৮) মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির প্রধান আলোচ্য বিষয় কী ? 

                                            আরো পড়ুন –  শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি কি কি

                                            ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog

                                            জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK

                                            পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – @drmonojog63

                                            আরো জানতে পড়ুন –

                                            মন্তব্য করুন