নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে ।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর :
আরো পড়ুন – হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ
১.জীবনের দেহগঠনকারী সংগঠনের নাম কী ?
উ: কোশ
২.জীবনের ভৌত ভিত্তি কী ?
উ :প্রোটোপ্লাজম
৩.জৈব অভিব্যক্তিবাদের জনক কে ?
উ :এরিস্টটল
৪. আধুনিক মানুষের উৎপত্তি কোন যুগে হয় ?
উ :সিনোজোয়িক যুগে
৫.প্রাথমিক কোশের জেনেটিক বস্তু কি ছিল ?
উ :RNA
৬.বর্তমানে পৃথিবীতে Megadiversity দেশের সংখ্যা কটি ?
উ :১৭ টি
৭.জীবের বাহ্যিক ও অভ্যন্তরীন উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলে ?
উ.উত্তেজিতা
৮.কোন যুগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয় ?
উ :প্রোটোজোয়িক যুগে
৯.ভারতে biodiversity act কবে চালু হয় ?
উ : ১৯৯২ খ্রি:
১০:বিশ্ব জীববৈচিত্র দিবস হিসাবে কোন দিনটাকে পালন করা হয় ?
উ :২৯ শে ডিসেম্বর
১১.শরীরের দূষিত পদার্থ অপসারণ পদ্ধতিকে কি বলে ?
উ :রেচন
১২.জীবের সংখ্যা বৃদ্ধি করার ঘটনাকে কি বলে ?
উ :জনন
১৩.পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে বেঁচে থাকাকে কি বলে ?
উ :অভিযোজন
১৪.প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তিরূপে অভিহিত করেন কে ?
উ :হাক্সলে
১৫.জীবের শুষ্ক ওজন বৃদ্ধিকে কি বলে ?
উ :উপচিতি বিপাক
আরো পড়ুন – বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকা
১৬.জীবের শুষ্ক ওজন হ্রাসকে কি বলে ?
উ :অপচিতি বিপাক
১৭.পৃথিবীর আদিম পরিবেশের বায়ুমণ্ডলে কোন গ্যাসের অস্তিত্ত্ব ছিল না ?
উ :অক্সিজেন
১৮.পৃথিবীতে সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি ঘটে ?
উ :সমুদ্রের উত্তপ্ত জলে
১৯.পৃথিবীতে প্রথম সৃষ্ট জীব কী ?
উ :কেমোট্র্ফস
২০.প্রাণের সৃষ্টি তত্ত্বটি প্রস্তাব করেছিলেন কে ?
উ :ওপারিন
২১.কোয়াসারভেট মডেলটি আবিষ্কার করেন কে ?
উ :ওপারিন
২২.মাইক্রোস্ফিয়ার মডেলের আবিস্কারক কে ?
উ :ফক্স
২৩.BIODIVERSITY শব্দটি প্রবর্তন করেন কে ?
উ :রোজেন
২৪.ক্ষরণ কি ধরনের বিপাক ?
উ :অপচিতি বিপাক
২৫.পর্দাবৃত নিউক্লিক এসিডের সংগঠনকে কি বলে ?
উ :প্রোটোসেল
২৬.সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোশযুক্ত জীবগোষ্ঠীকে কি বলা হয় ?
উ :মনেরা
২৭.নতুন প্রজাতির বিবর্তনের মূলে কোন জীব বৈচিত্র থাকে ?
উ :জিনগত বৈচিত্র
২৮.জীবসম্প্রদায়ের মধ্যে অবস্থিত জীববৈচিত্রকে কি বলে ?
উ :আলফা বৈচিত্র
২৯.পৃথিবীতে সর্বপ্রথম কোন প্রকার জীব সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয় ?
উ :নীলাভ -সবুজ শৈবাল
৩০.আদি পৃথিবীতে সৃষ্ট দুটি প্রোটোবায়োনটের নাম লেখো ।
উ :কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার
৩১.কোন বিজ্ঞানী স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদকে বাতিল করেন ?
উঃ লুই পাস্তুর
৩২.জীবের নিজস্ব পরিবেশে জীববৈচিত্র সংরক্ষণকে কি বলে ?
উঃ ইন -সিটু সংরক্ষণ
৩৩.প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র সংরক্ষণকে কি বলে ?
উঃ এক্স -সিটু সংরক্ষন
৩৪.জিনের পরিবর্তনের ফলে নতুন প্রজাতি সৃষ্টিকে কি বলে ?
উঃ পরিব্যক্তি
৩৫.জড়বস্তু থেকে জীবনের উৎপত্তির তত্ত্বটি কি নামে পরিচিত ?
উঃ আবায়োজেনেসিস
৩৬.আদি পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা কেমন ছিল ?
উঃ বিজারণধর্মী
৩৭.আদি পৃথিবীর সমুদ্রের জলকে ওপারিন কি নামে অভিহিত করেন ?
উঃ প্রিবায়োটিক স্যুপ
৩৮.গবেষণাগারে কোয়াসারভেট তৈরি করতে সক্ষম হন কারা ?
উঃ ওপারিন ও ফক্স
৩৯.জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কি বলে ?
উঃ জীবনচক্র
৪০.জীবকোশের অভ্যন্তরে অবিরত সংঘটিত রাসায়নিক বিক্ৰিয়াকে কি বলে ?
উঃ বিপাক
৪১.সজীব বস্তু ও পরিবেশের আন্তঃক্রিয়ার বহিঃপ্রকাশকে কি বলে ?
উঃ জীবন
৪২.অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে এই মতাবাদটিকে কি বলে ?
উঃ রাসায়নিক উৎপত্তির মতবাদ
৪৩.পৃথিবীতে আবির্ভুত প্রথম সালোকসংশ্লেষকারী জীব কী ?
উঃ সায়ানোব্যাকটেরিয়া
৪৪.কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল ?
উঃ ৩.৭ বিলিয়ন
৪৫.জীববিদ্যার কোন শাখায় কলা ও কোষ সম্বন্ধে আলোচনা করা হয় ?
উঃ হিস্টোলজি
৪৬.জীববিদ্যার কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় ?
উঃ এমব্রায়োলজি
৪৭.জীববিদ্যার কোন শাখায় পরজীবী উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয় ?
উঃ প্যারাসাইটোলজি
৪৮.জীববিদ্যার কোন শাখায় জীবদেহের বিভিন্ন রোগের প্রকৃতি আলোচনা করা হয় ?
উঃ প্যাথোলজি
৪৯.জীববিদ্যার কোন শাখায় জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয় ?
উঃ বিবর্তনীয় জীববিদ্যা
৫০.জীববিদ্যার কোন শাখায় জীবাশ্ম পরীক্ষানিরীক্ষার মাধ্যমে প্রাগঐতিহাসিক জীব সম্বন্ধে আলোচনা করা হয় ?
উঃ প্যালিওন্টোলজি
৫১.সিস্টেমা ন্যাচুরি কার লেখা ?
উঃ ক্যারোলাস লিনিয়াস
৫২.বায়োলজি শব্দের প্রবর্তক কে ?
উঃ ল্যামার্ক
৫৩.দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?
উঃ লিনিয়াস
৫৪.শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি ?
উঃ প্রজাতি
৫৫.ট্যাক্সনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা কয়টি ?
উঃ ৭ টি
৫৬.হুইটেকার জীবজগৎকে কয়ভাগে ভাগ করেন ?
উঃ ৫
৫৭.ট্যাক্সনমির জনক কাকে বলা হয় ?
উঃ কুভিয়ারকে
৫৮.ইউক্যারিওটিক এককোশী জীবদের কি বলে ?
উঃ প্রোটিস্ট
৫৯.সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে কি বলে ?
উঃ থ্যালাস
৬০.দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও ।
উঃ পাইনাস ও সাইকাস
৬১.জলসংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে ?
উঃ একাইনোডার্মাটা
৬২.ট্যাক্সনমি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন ?
উঃ ডি ক্যানডল
৬৩.ফ্লেমকোশ কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ ?
উঃ প্ল্যাটিহেলমিনথিস
৬৪.জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে ?
উঃ শ্বসন
৬৫.জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন বৃদ্ধি করে ?
উঃ সালোকসংশ্লেষ
৬৬.উত্তেজিতা দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো ।
উঃ লজ্জাবতী
৬৭.গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো।
উঃ ক্ল্যামাইডোমোনাস ও ভলভক্স
৬৮.নগ্ন জিন কি ?
উঃ প্রোটিনবিহীন RNA কে নগ্ন জিন বলে ।
৬৯.ক্যানসার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উঃ অঙ্কোলজি
৭০.আরশোলার বহিঃকঙ্কাল কি দ্বারা নির্মিত ?
উঃ কাইটিন
৭১.কোন পর্বের প্রাণীদের নোটোকর্ড ও নার্ভকর্ড থাকে ?
উঃ কর্ডাটা
৭২.চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো ।
উঃ ল্যাম্প্রে
৭৩.মুক্ত সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের দেখা যায় ?
উঃ অ্যানেলিডা
৭৪.সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
উঃ চিংড়ি
৭৫.কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুনাস্থি দ্বারা গঠিত ?
উঃ কনড্রিকথিস
৭৬.হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবর্তক কে ?
উঃ হ্যালডেন
৭৭.ডায়াফ্রাম থাকে কাদের ?
উঃ ম্যামেলিয়া
৭৮.প্লাকয়েড আঁশ থাকে কোন মাছের ?
উঃ হাঙ্গর
৭৯.ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি ?
উঃ ফ্লেমকোশ
৮০.কম্বপ্লেট থাকে কোন পর্বের প্রাণীদের ?
উঃ টিনোফোরা
৮১.আম গাছের বিজ্ঞান সম্মত নাম কি ?
উঃ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা
৮২.মানুষের বিজ্ঞান সম্মত নাম কি ?
উঃ হোমো স্যাপিয়েন্স
৮৩.উদ্ভিদবিদ্যার জনক কি ?
উঃ থিয়োফ্রাস্টাস
৮৪. মহাকাশ গবেষণায় কোন উদ্ভিদ সাহায্য করে ?
উঃ ক্লোরেল্লা
৮৫.প্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয় ?
উঃ ভেড়া (ডলি )
৮৬.সিলোমবিহীন একটি প্রাণীর নাম লেখো ।
উঃ ফিতাকৃমি
৮৭.সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর নাম লেখো ।
উঃ গোলকৃমি
৮৮.নিডোব্লাস্ট থাকে কোন পর্বের প্রাণীদের ?
উঃ নিডারিয়া
৮৯.একটি ব্রায়োফাইটার নাম লেখো ।
উঃ রিকসিয়া
৯০.একটি টেরিডোফাইটার নাম লেখো ।
উঃ ড্রায়াপটেরিস
৯১.RNA -এর পুরো নাম কি ?
উঃ রাইবোনিউক্লিক এসিড
৯২.DNA -এর পুরো নাম কি ?
উঃ ডি -অক্সি রাইবোনিউক্লিক এসিড
৯৩.দুটি উচ্চফলনশীল ধান বীজের নাম লেখো ।
উঃ জয়া ,রত্না
৯৪.একটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো ।
উঃ রোসি নামক গরু
৯৫.বায়োলজি ও ইলেকট্রনিক্স -এর সমন্বয়ে গঠিত বিজ্ঞানকে কি বলে ?
উঃ বায়োনিক্স
৯৬.হিমোসিল দেখা যায় কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে ?
উঃ আর্থ্রোপোডা
৯৭.বাদুড় কোন শ্রেণীর প্রাণী ?
উঃ ম্যামেলিয়া
৯৮.কন্টকত্বকী পর্বের একটি লেখো ।
উঃ তারামাছ
৯৯.বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি কোনটি ?
উঃ শ্রেণী
১০০.একটি উপনিবেশ গঠনকারী শৈবালের নাম লেখো ।
উঃ ভলভক্স
আরো পড়ুন –বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63
আমার মন্তব্য হলো যে ACQ ছাড়া MCQ দেওয়া উচিত।
ইতি
Sahin Aktar Sk
Ab. Puraton soluadanga
Bejpara
Mursifabad