কোড নেপোলিয়ন কি

কোড নেপোলিয়ন কি – নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত ।

কোড নেপোলিয়ন কি :

কোড নেপোলিয়ন কি

ভূমিকা :

নেপোলিয়নের সংস্কারগুলির মধ্যে অন্যতম ছিল ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রবর্তন।

নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত ।

তাঁর এই কৃতিত্বের জন্যে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ।

কোড নেপোলিয়ন প্রবর্তনের কারণ :

কোড নেপোলিয়ন প্রবর্তনের পূর্বে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরণের আইনবিধি প্রচলিত ছিল ।এই আইনগুলি ছিল বৈষম্যমূলক , পরস্পরবিরোধী এবং যুগের অনুপযোগী ।

এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপোলিয়ন সমগ্র ফ্রান্স একইরকম আইন প্রবর্তনের জন্যে কোড নেপোলিয়ন বা আইন সংহিতা প্রবর্তন করেন ।

আরো পড়ুন – প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো

কোড নেপোলিয়ন প্রণয়ন :

নেপোলিয়ন প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয়ে কোড নেপোলিয়ন রচনা করেছিলেন ।এই আইনের ফলে –

(ক) এই আইনের ফলে যেমন পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় তেমনি সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয় ।

(খ) ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা এবং সুযোগ লাভের অধিকার স্বীকৃত হয় ।

(গ) বংশকৌলীন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদানকে গ্গুরুত্ব দেওয়া হয় ।

(ঘ) বিপ্লবের ফলে সামন্তপ্রথার লোপ কোড নেপোলিয়ন কতৃক স্বীকৃত হলে সামন্তপ্রথার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয় ।

( ঙ) বিচারের ক্ষেত্রে জুড়ি ব্যাবস্থার প্রণয়ন করে সামাজিক ন্যায়প্রতিষ্ঠার পদ্ধতিকে আরও দৃঢ় করার প্রয়াস নেওয়া হয়েছিল কোড নেপোলিওনে ।

আইন সংহিতা রচনা :

নেপোলিয়ন আইন সংহিতা বা কোড নেপোলিয়ন রচনা করার জন্যে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি কমিশন গঠন করে ।

এই কমিশন ১৮০০ সাল থেকে শুরু করে ১৮০৪ সাল পর্যন্ত চার বছরের অক্লান্ত চেষ্টায় একটি আইনবিধি সংকলন করেন ।

আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট ৮৪ টি অধিবেশন বসে । এই মধ্যে ৩৬ টি অধিবেশনে সভাপতিত্ব করেন নেপোলিয়ন স্বয়ং ।

নেপোলিয়ন ১৮০৭ খ্রি: এই আইন সংহিতার নামকরণ করেন কোড নেপোলিয়ন ।

নেপোলিয়নের কোড নেপোলিয়নে ২২৮৭ টি আইন ছিল। আইনগুলি ছিল তিন ভাগে বিভক্ত। যথা – 

          (i) দেওয়ানি আইন।

          (ii) ফৌজদারি আইন।

          (iii) বাণিজ্যিক আইন।

কোড নেপোলিয়নের বৈশিষ্ট্য বা ধারা :

কোড নেপোলিয়নের বৈশিষ্ট্যগুলি নিন্মে আলোচনা করা হল –

(i) আইনের দৃষ্টিতে সকলেই সমান, তাই দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়।

(ii) সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। 

(iii) সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপসাধন করা হয় এবং নতুন ভূমিবন্দোবস্ত আইন চালু করা হয়।

(iv) ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়।

(v) ধর্মীয় সহনশীলতার নীতি গৃহীত হয়।

(vi) সম্পত্তির অধিকার স্বীকৃত হয়।

(vii) অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড ইত্যাদির ব্যবস্থা করা হয়।

(viii) সন্তানের ভরণপোষণের দায়ভার একমাত্র পিতার।

(ix) সাধারণ অপরাধী এবং রাজনৈতিক অপরাধীদের স্বতন্ত্রীকরণ।

(x) কৃষক এবং মধ্যবিত্তরা বিপ্লবের সময় যে জমি পেয়েছিল তাঁর বৈধতা প্রদান করা হয়।

(xi) বিচারব্যবস্থার সংগঠন সাধন এবং জুরি প্রথার প্রচলন করা হয়।

কোড নেপোলিয়নের গুরুত্ব :

(ক)  নেপোলিয়ন তাঁর আইনসংহিতায় ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং ভোগদখলের স্বাধীনতা, বাক-স্বাধীনতা ইত্যাদি প্রদান করেন ফলে ফরাসি বিপ্লব প্রসূত গুরুত্বপূর্ণ ভাবধারার স্বাধীনতা স্বীকৃতি পায়।

(খ) কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্স একইধরণের আইনব্যবস্থা চালু করে ।

(গ) নেপোলিয়ন সামন্ততান্ত্রিক বৈষম্যের অবসান ঘটান এবং সরকারি চাকরিতে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে সাম্য প্রতিষ্ঠা করেন। এইভাবে কোড নেপোলিয়নে ফরাসি বিপ্লব প্রসূত সাম্যনীতি বিশেষ গুরুত্ব পায়।

(ঘ) এই আইন ব্যবস্থায় ফরাসি বিপ্লবের ভাবধারাগুলি স্থান পাওয়ায় বিপ্লব রক্ষিত হয়।

(ঙ) কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল ।এইভাবে কোড নেপোলিয়ন ফরাসি সমাজের বাইবেলে পরিণত হয় ।

কোড নেপোলিয়ন এর ত্রুটি :

অবশ্য এর কয়েকটি সহজাত ত্রুটিও ছিল । যেমন –

( ক ) মুক্ত অর্থনীতির স্বার্থে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়া নিষিদ্ধ ছিল । 

( খ ) পুরুষের তুলনায় নারীর অধিকার অনেকটা সংকুচিত করা হয় ইত্যাদি । 

(গ) এতে প্রাচীন রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে প্রগতিশীলতার পক্ষে বাধার সৃষ্টি হয় ।

মূল্যায়ন :

তবুও বলা যায় , এই আইন বিধির কোন জুড়ি ছিল না । প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয়ে গঠিত এই আইন বিধি ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের শেষ তলানিটুকুও মুছে দিয়েছিল । এই আইন বিধি ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের বহু দেশে স্বীকৃতি লাভ করে ।

আরো পড়ুন – ফরাসি বিপ্লবের কারণ

FAQs On – কোড নেপোলিয়ন কি

কোড নেপোলিয়ন কি ?

নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত ।

কোড নেপোলিয়ন এর দুটি গুরুত্ব লেখো ।

(ক)  নেপোলিয়ন তাঁর আইনসংহিতায় ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং ভোগদখলের স্বাধীনতা, বাক-স্বাধীনতা ইত্যাদি প্রদান করেন ফলে ফরাসি বিপ্লব প্রসূত গুরুত্বপূর্ণ ভাবধারার স্বাধীনতা স্বীকৃতি পায়।
(খ) কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্স একইধরণের আইনব্যবস্থা চালু করে ।
(গ) নেপোলিয়ন সামন্ততান্ত্রিক বৈষম্যের অবসান ঘটান এবং সরকারি চাকরিতে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে সাম্য প্রতিষ্ঠা করেন। এইভাবে কোড নেপোলিয়নে ফরাসি বিপ্লব প্রসূত সাম্যনীতি বিশেষ গুরুত্ব পায়।
(ঘ) এই আইন ব্যবস্থায় ফরাসি বিপ্লবের ভাবধারাগুলি স্থান পাওয়ায় বিপ্লব রক্ষিত হয়।
(ঙ) কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল ।এইভাবে কোড নেপোলিয়ন ফরাসি সমাজের বাইবেলে পরিণত হয় ।

কোড নেপোলিয়ন এর কয়টি ধারা ।

কোড নেপোলিয়ন- এ মোট ২২৮৭ টি ধারা ।

কোড নেপোলিয়ন এর ত্রুটি উল্লেখ করো ।

( ক ) মুক্ত অর্থনীতির স্বার্থে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়া নিষিদ্ধ ছিল । 
( খ ) পুরুষের তুলনায় নারীর অধিকার অনেকটা সংকুচিত করা হয় ইত্যাদি । 
(গ) এতে প্রাচীন রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে প্রগতিশীলতার পক্ষে বাধার সৃষ্টি হয় ।

নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন ?

নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত । তাঁর এই কৃতিত্বের জন্যে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ।

কোড নেপোলিয়ন প্রবর্তিত হয় কবে ?

কোড নেপোলিয়ন প্রবর্তিত হয় ১৮০৪ সালে ।

মন্তব্য করুন