ক্রিকেট এশিয়া কাপ 2023 GK

ক্রিকেট এশিয়া কাপ 2023 GK – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ক্রিকেট এশিয়া কাপ 2023 GK প্রশ্নোত্তর নিয়ে ।

এই পৃষ্ঠায়

ক্রিকেট এশিয়া কাপ 2023 GK :

ক্রিকেট এশিয়া কাপ 2023 GK

আরো পড়ুন – Aditya L1 সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর 

ক্রিকেট এশিয়া কাপ 2023 :

[১] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্টে জয়লাভ করেছে কোন দেশ ?

  • (ক) বাংলাদেশ
  • (খ) ভারত
  • (গ) শ্রীলঙ্কা
  • (ঘ) পাকিস্তান

উত্তরঃ (খ) ভারত

জেনে রাখো :

  • এশিয়া কাপ ২০২৩ ফাইনালে ভারত শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে ৮ম বারের জন্য ক্রিকেট এশিয়া কাপের খেতাব জয়লাভ করেছে ।
  • ফাইনাল ম্যাচ খেলা হয়েছে – আর প্রেমদাসা স্টেডিয়াম ( কলম্বো ,শ্রীলঙ্কা )

[২] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্টের অধ্যক্ষতা করেছে কোন দেশ ?

  • (ক) পাকিস্তান ও শ্রীলঙ্কা
  • (খ) পাকিস্তান ও ভারত
  • (গ) ভারত ও শ্রীলঙ্কা
  • (ঘ) বাংলাদেশ ও ভারত

উত্তরঃ (ক) পাকিস্তান ও শ্রীলঙ্কা

জেনে রাখো :

  • ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্টের ৪ টি ম্যাচ খেলা হয়েছে পাকিস্তানে আর ৯ টি ম্যাচ খেলা হয়েছে শ্রীলঙ্কায় ।
  • সংস্করণ : ১৬ তম
  • অংশগ্রহনকারী দল : ৬ ( ভারত, শ্রীলঙ্কা, নেপাল,পাকিস্তান,বাংলাদেশ আর আফগানিস্তান )

[৩] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্টে ‘Player of the Tournament’ হয়েছে কে ?

  • (ক) মোহাম্মদ সিরাজ
  • (খ) কুলদীপ যাদব
  • (গ) মাথিশা পথিরানা
  • (ঘ) শুভমান গিল

উত্তরঃ (খ) কুলদীপ যাদব

[৪] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) ফাইনালে ‘Player of the match’ হয়েছে কে ?

  • (ক) হার্দিক পান্ডিয়া
  • (খ) বিরাট কোহলি
  • (গ) জসপ্রিত বুমরাহ
  • (ঘ) মোহাম্মদ সিরাজ

উত্তরঃ (ঘ) মোহাম্মদ সিরাজ

[৫] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্ট কোন ফরম্যাটে খেলা হয়েছে ?

  • (ক) T-20
  • (খ) ODI
  • (গ) Test
  • (ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) ODI ( One Day international , 50 over match )

জেনে রাখো :

  • Tournament Format – Group round-robin and playoff

[৬] ক্রিকেট এশিয়া কাপ স্থাপিত হয়েছিল কবে ?

  • (ক) ১৯৮৬
  • (খ) ১৯৮৮
  • (গ) ১৯৭৮
  • (ঘ) ১৯৮৩

উত্তরঃ (ঘ) ১৯৮৩

[৭] ক্রিকেট এশিয়া কাপ প্রথম কবে খেলা হয়েছিল ?

  • (ক) ১৯৮৩
  • (খ) ১৯৮৫
  • (গ) ১৯৮৪
  • (ঘ) ১৯৮৮

উত্তরঃ (গ) ১৯৮৪

জেনে রাখো :

  • প্রথম ক্রিকেট এশিয়া কাপ টুর্নামেন্টে অধ্যক্ষতা করেছিল UAE (সংযুক্ত আরব আমিরশাহী ) ।
  • বিজেতা দল – ভারত

[৮] ক্রিকেট এশিয়া কাপের আয়োজন কোন সংস্থা দ্বারা করা হয় ?

  • (ক) PCB
  • (খ) ICC
  • (গ) ACC
  • (ঘ) BCCI

উত্তরঃ (গ) ACC

জেনে রাখো :

  • ACC-এর পুরো নাম – Asian Cricket Council
  • সারা বিশ্ব জুড়ে যে ক্রিকেট খেলা হয় তা আয়োজন করে ICC । ICC-এর সদর দপ্তর – দুবাইতে অবস্থিত ।
  • ভারতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক সংস্থা হল BCCI । BCCI – এর সদর দপ্তর অবস্থিত ।
  • Asian Cricket Council -এর স্থাপনা হয়েছিল ১৯ শে সেপ্টেম্বর ১৯৮৩ ।সদর দপ্তর -কলম্বো ,শ্রীলঙ্কা ।অধ্যক্ষ – জয় শাহ

[৯] কোন দেশ সবচেয়ে বেশিবার পুরুষ ক্রিকেট এশিয়া কাপ-এর খেতাব জয়লাভ করেছে ?

  • (ক) শ্রীলঙ্কা
  • (খ) পাকিস্তান
  • (গ) বাংলাদেশ
  • (ঘ )ভারত

উত্তরঃ (ঘ )ভারত

জেনে রাখো :

  • ভারত ৮বার চ্যাম্পিয়ন হয়েছে ( ১৯৮৪,১৯৮৮,১৯৯০,১৯৯৫,২০১০,২০১৬,২০১৮এবং ২০২৩ )।
  • শ্রীলঙ্কা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ।

[১০] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্টে সর্বাধিক রান করেছে কোন প্লেয়ার ?

  • (ক) কুশল মেন্ডিস
  • (খ) রোহিত শর্মা
  • (গ) শুভমান গিল
  • (ঘ) বিরাট কোহলি

উত্তরঃ (গ) শুভমান গিল

জেনে রাখো :

  • শুভমান গিল এই টুর্নামেন্টে সর্বাধিক ৩০২ রান করেছে ।
  • সর্বাধিক উইকেট নিয়েছে – মথিশা পথিরানা ( শ্রীলঙ্কা ) ১১ উইকেট ।

[১১] ক্রিকেট এশিয়া কাপ 2023 (পুরুষ) টুর্নামেন্ট কোন দেশ প্রথম অংশগ্রহণ করেছে ?

  • (ক) ভুটান
  • (খ) ইরান
  • (গ) চীন
  • (ঘ) নেপাল

উত্তরঃ (ঘ) নেপাল

[১২] ক্রিকেট এশিয়া কাপ কত বছর অন্তর খেলা হয় ?

  • (ক) ৩ বছর
  • (খ) ৪ বছর
  • (গ) ২ বছর
  • (ঘ) ৫ বছর

উত্তরঃ (গ) ২ বছর

[১৩] ভারত ক্রিকেট এশিয়া কাপ 2023 কার অধিনায়কত্বে জয়লাভ করেছে ?

  • (ক) হার্দিক পান্ডিয়া
  • (খ) রোহিত শর্মা
  • (গ) বিরাট কোহলি
  • (ঘ) শুভমান গিল

উত্তরঃ (খ) রোহিত শর্মা

জেনে রাখো : List of captains of all Teams

  • ভারত – রোহিত শর্মা
  • বাংলাদেশ – শাকিব আল হাসান
  • নেপাল – রোহিত কুমার পৌডেল
  • শ্রীলঙ্কা – দাসুন শানাকা
  • পাকিস্তান – বাবর আজম
  • আফগানিস্তান – হাশমাতুল্লাহ শাহিদি

[১৪] ক্রিকেট এশিয়া কাপ 2023 -এর টাইটেল স্পনসর করেছিল কোন কোম্পানী ?

  • (ক) Super 11
  • (খ) Dp World
  • (গ) Dream 11
  • (ঘ) Mastercard

উত্তরঃ (ক) Super 11

[১৫] কোন দেশ পরপর ৩ বার ক্রিকেট এশিয়া কাপের খেতাব জয়লাভ করেছে ?

  • (ক) শ্রীলঙ্কা
  • (খ) নেপাল
  • (গ) ভারত
  • (ঘ) পাকিস্তান

উত্তরঃ (গ) ভারত

জেনে রাখো :

  • ভারত ১৯৮৮,১৯৯০,১৯৯৫-এ পরপর তিনবার ক্রিকেট এশিয়া কাপের খেতাব জয়লাভ করেছে ।

[১৬] ক্রিকেট এশিয়া কাপ 2022 (পুরুষ) টুর্নামেন্ট কোন দেশ জয়লাভ করেছিল ?

  • (ক) শ্রীলঙ্কা
  • (খ) ভারত
  • (গ) পাকিস্তান
  • (ঘ) নেপাল

উত্তরঃ (ক) শ্রীলঙ্কা

জেনে রাখো :

  • Runner up – Pakistan
  • Edition – 15 th
  • Venue – United Arab Emirates

আরো পড়ুন – চন্দ্রযান ৩ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর

মন্তব্য করুন