বিভিন্ন শহরের পূর্বনাম ও বর্তমান নাম – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন শহরের পূর্বনাম ও বর্তমান নাম ।
এই পৃষ্ঠায়
বিভিন্ন শহরের পূর্বনাম ও বর্তমান নাম :
আরো পড়ুন – ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তালিকা
ভারতের বিভিন্ন শহরের পরিবর্তিত নাম তালিকা :
নং | পূর্ব নাম | বর্তমান নাম |
---|---|---|
১ | বিদর্ভ | মহারাষ্ট্র |
২ | কামরূপ বা প্রাগজ্যোতিষপুর | অসম |
৩ | মহিশূর | কর্ণাটক |
৪ | তাঞ্জোর | তাঞ্জাভুর |
৫ | কালিকট | কোঝিকোড় |
৬ | বেনারস | বারানসী |
৭ | লুসাই হিলস | মিজোরাম |
৮ | পাঞ্জিম | পানাজি |
৯ | ত্রিচিনাপোলি | তিরুচিরাপল্লি |
১০ | বরোদা | ভাদোদরা |
১১ | পুণা | পুনে |
১২ | গৌহাটি | গুয়াহাটি |
১৩ | ওয়ালটেয়র | বিশাখাপত্তনম |
১৪ | ত্রিবান্দ্রাম | তিরুবনন্তপুরম |
১৫ | বোম্বে | মুম্বাই |
১৬ | মাদ্রাজ | চেন্নাই |
১৭ | কোচিন | কোচি |
১৮ | আলিনগর ও ক্যালকাটা | কলকাতা |
১৯ | পন্ডিচেরি | পুদুচেরি |
২০ | ব্যাঙ্গালোর | বেঙ্গালুরু |
২১ | শহিদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
২২ | মগধ | দক্ষিণ বিহার |
২৩ | অঙ্গ | পূর্ব বিহার |
২৪ | পাটলিপুত্র | পাটনা |
২৫ | রাজপুতানা | রাজস্থান |
২৬ | মৎস্য | জয়পুর |
২৭ | লক্ষণাবতী | মালদহ |
২৮ | কর্ণাবতী | আহমেদাবাদ |
২৯ | বৎস্, প্রয়াগরাজ | এলাহাবাদ |
৩০ | গুরগাঁও | গুরুগ্রাম |
৩১ | মেওয়াট | নূহ |
৩২ | ইন্দ্রপ্রস্থ | দিল্লি |
৩৩ | কলিঙ্গ বা উৎকল | ওড়িশা |
৩৪ | সৌরাস্ট্র | গুজরাট |
৩৫ | কামতাপুর | কোচবিহার |
৩৬ | সাকেত | অযোধ্যা |
৩৭ | জুব্বুলপুর | জব্বলপুর |
৩৮ | বরবিল | ডিগবয় |
৩৯ | দেবগিরি | দৌলতাবাদ |
৪০ | রাজগৃহ | রাজগির |
৪১ | তক্ষশীলা | কাশ্মীর |
৪২ | তাম্রলিপ্ত | তমলুক |
৪৩ | নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি | অরুণাচল প্রদেশ |
৪৪ | শাহজাহানাবাদ | পুরোনো দিল্লি |
৪৫ | সমতট | পূর্ববঙ্গ |
৪৬ | পৌরব | পাঞ্জাব |
৪৭ | কেপ কোমোরিন | কন্যাকুমারী |
৪৮ | গৌড়বঙ্গ | বাংলা |
৪৯ | মন্দাগিরি | মুঙ্গের |
৫০ | ব্রহ্মপুর | বহরমপুর |
৫১ | মুকসুদাবাদ | মুশির্দাবাদ |
আরো পড়ুন – বিভিন্ন কোম্পানির CEO তালিকা 2023
FAQs On – ভারতের বিভিন্ন শহরের পরিবর্তিত নাম
ওড়িশা রাজ্যের পূর্ব নাম কি ছিল ?
ওড়িশা রাজ্যের পূর্ব নাম ছিল কলিঙ্গ বা উৎকল ।
গুজরাট রাজ্যের পূর্ব নাম কি ছিল ?
গুজরাট রাজ্যের পূর্ব নাম ছিল সৌরাস্ট্র ।
কলকাতার পূর্ব নাম কি ছিল ?
কলকাতার পূর্ব নাম ছিল আলিনগর ।
তিরুবনন্তপুরমের পূর্ব নাম কি ছিল ?
তিরুবনন্তপুরমের পূর্ব নাম ছিল ত্রিবান্দ্রম ।
অযোধ্যার পূর্ব নাম কি ছিল ?
অযোধ্যার পূর্ব নাম ছিল সাকেত ।
দৌলতাবাদের পূর্ব নাম কি ছিল ?
দৌলতাবাদের পূর্ব নাম ছিল দেবগিরি ।
কোচবিহারের পূর্ব নাম কি ছিল ?
কোচবিহারের পূর্ব নাম ছিল কামতাপুর ।
চেন্নাইয়ের পূর্ব নাম কি ছিল ?
চেন্নাইয়ের পূর্ব নাম ছিল মাদ্রাজ ।
ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল ?
ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ ।
দিল্লির পূর্ব নাম কি ছিল ?
দিল্লির পূর্ব নাম ছিল ইন্দ্রপ্রস্থ ।