দাদাসাহেব ফালকে পুরস্কার 2023 – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার 2023 নিয়ে ।
এই পৃষ্ঠায়
দাদাসাহেব ফালকে পুরস্কার 2023 :

আরো পড়ুন – Aditya L1 সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর
দাদাসাহেব ফালকে পুরস্কার :
নং | বিভাগ | বিজয়ী |
---|---|---|
১ | সেরা সিনেমা | দ্য কাশ্মীর ফাইলস |
২ | বছরের সেরা সিনেমা | RRR |
৩ | সেরা পরিচালক | আর বাল্কি (চুপ) |
৪ | সেরা অভিনেতা | রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র) |
৫ | সেরা অভিনেত্রী | আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) |
৬ | সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতা | ঋষভ শেট্টি (কান্তারা) |
৭ | সেরা সমালোচিত অভিনেতা | বরুণ ধাওয়ান (ভেড়িয়া) |
৮ | সেরা সমালোচিত অভিনেত্রী | বিদ্যা বালান (জলসা) |
৯ | নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা | দুলকার সালমান (চুপ) |
১০ | সেরা সিনেমাটোগ্রাফার | পি এস বিনোদ (বিক্রম বেদা) |
১১ | সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা | মনীষ পল (যুগ যুগ জিও) |
১২ | সেরা প্লেব্যাক গায়ক | সচিত তন্ডন (মাইয়া মেনু) |
১৩ | সেরা প্লেব্যাক গায়িকা | নীতি মোহন (মেরি জান) |
১৪ | সেরা ভার্সেটাইল অভিনেতা | অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস) |
১৫ | সেরা ওয়েব সিরিজ | রুদ্র |
১৬ | ওয়েব সিরিজে সেরা অভিনেতা | জিম সর্ভ (রকেট বয়েজ) |
১৭ | বছরের সেরা টেলিভিশন সিরিজ | অনুপমা |
১৮ | টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা | জেইন ইমাম (ফানা) |
১৯ | টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রী | তেজস্বী প্রকাশ (নাগিন) |
২০ | সিনেমা জগতে অনবদ্য অবদান | রেখা |
২১ | সঙ্গীত জগতে অনবদ্য অবদান | হরিহরন |
আরো পড়ুন – ক্রিকেট এশিয়া কাপ 2023 GK
FAQs On – দাদাসাহেব ফালকে পুরস্কার
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব পুরস্কার 2023 তে “ফিল্ম অফ দা ইয়ার”পায় RRR ।
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব পুরস্কার 2023 তে “শ্রেষ্ঠ অভিনেতা” হয় রণবীর কাপুর।ণবীর কাপুর তার চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা’ এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয় ।
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব পুরস্কার 2023 তে “শ্রেষ্ঠ অভিনেত্রী”হয় আলিয়া ভাট ।তার চলচ্চিত্র গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়।
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব পুরস্কার 2023 তে “শ্রেষ্ঠ ডাইরেক্টর” হয় আর বালকি।আর বালকি তার চলচ্চিত্র ‘চুপ’ এর জন্য শ্রেষ্ঠ ডাইরেক্টর হয়।
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব পুরস্কার 2023 তে “ক্রিটিক্স বেস্ট অ্যাক্টর” হয় বরুণ ধাওয়ান ।বরুণ ধাওয়ান তার চলচ্চিত্র ‘ভেরীয়া’ এর জন্য ক্রিটিক্স বেস্ট এক্টর হয়।
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব পুরস্কার 2023 তে “Best Promising Actor” হয় ঋষভ শেট্টি ।