পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য

পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম পরমাণু ও অনুর পার্থক্য নিয়ে ।

পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য

পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য

আরো পড়ুন – বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা

পরমাণু কী :

পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ,যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ,স্বাধীনভাবে থাকতে পারে না এবং যার মধ্যে ওই মৌলিক পদার্থের সকল ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে।

অণু কী :

অণু হল মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ,যার মধ্যে ঐ মৌলিক বা যৌগিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু স্বাধীন ভাবে থাকতে পারে তাকে অণু বলে ।

পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য :

নং বিষয় পরমাণুঅণু
সংজ্ঞা পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ,যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ,স্বাধীনভাবে থাকতে পারে না এবং যার মধ্যে ওই মৌলিক পদার্থের সকল ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে।অণু হল মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ,যার মধ্যে ঐ মৌলিক বা যৌগিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু স্বাধীন ভাবে থাকতে পারে তাকে অণু বলে ।
অর্থ ‘পরম’ শব্দের অর্থ অত্যন্ত আর অণু শব্দের অর্থ ক্ষুদ্র। পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র।অণু শব্দের অর্থ ক্ষুদ্র।
পদার্থের প্রকৃতি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ।মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা । 
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে । অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়।
সংখ্যা বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত। এ পর্যন্ত ১১৮ প্রকারের পরমাণু আবিষ্কৃত হয়েছে। পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য বলে অণুর সংখ্যাও অসংখ্য।
অস্তিত্ব পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর অস্তিত্ব থাকে না।অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায় ।
অবস্থা সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না। অণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে।

আরো পড়ুন – বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা

ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog

জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK

পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – @drmonojog63

আরো জানতে পড়ুন –

FAQs On – পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য

পরমাণু কাকে বলে ?

পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ,যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ,স্বাধীনভাবে থাকতে পারে না এবং যার মধ্যে ওই মৌলিক পদার্থের সকল ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে।

অণু কাকে বলে ?

অণু হল মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ,যার মধ্যে ঐ মৌলিক বা যৌগিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু স্বাধীন ভাবে থাকতে পারে তাকে অণু বলে ।

পরমাণুর বৈশিষ্ট্য লেখো ।

(ক) পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ।
(খ) পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ।
(গ) পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর অস্তিত্ব থাকে না।

মন্তব্য করুন