দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়

দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয় – দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা এবং উপযুক্ত করে গড়ে তোলর উদ্দেশ্যে লীলা নাগের নেতৃত্বে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ।

দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয় :

দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়

আরো পড়ুন – লীলা নাগ স্মরণীয় কেন

দিপালী সংঘ প্রতিষ্ঠিত হয় কারণ :

ভূমিকা :

অসহযোগ- খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে বাংলার রাজনীতি যখন উত্তাল সেই পটভূমিতে বিপ্লববাদকে সম্প্রসারিত করতে ১৯২৩ খ্রি: লীলা নাগের নেতৃত্বে ঢাকায় গড়ে ওঠে দীপালি সংঘ নামে এক নারী সংগঠন ।

প্রতিষ্ঠাকাল :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ও স্বাধীনতা সংগ্রামী লীলা নাগ ১৯২৩ খ্রি: দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন ।

দিপালী সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য :

দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল নিম্নরূপ –

(ক) নারী শিক্ষার উন্নয়ন

(খ) নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা

(গ) নারীবাদী চেতনা তৈরি করা

(ঘ) রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জাগানো

(ঙ) নারীদের বিপ্লবী সংগ্রামের জন্যে তৈরি করার লক্ষ্যে এবং নারীদের সাহস এবং শক্তি বাড়ানোর জন্যে এখানে শরীরচর্চা ,লাঠিখেলা ,অস্ত্রচালনা প্রভৃতির শিক্ষা দেওয়া হত ।

কার্যাবলী :

(ক) স্টাডি সার্কেল প্রতিষ্ঠা :

দীপালি সংঘের কার্যকলাপ সম্পর্কে সাধারণ নারীদের অবগত করতে দীপালি সংঘের কর্মকর্তাদের নেতৃত্বে পাড়ায় পাড়ায় স্টাডি সার্কেল গড়ে তোলা হয় ।

(খ) দীপালি শিল্প প্রদর্শনী :

বাংলার নারীদের সামনে নারী মুক্তিসংগ্রামের নবদিগন্ত উন্মোচন করতে দীপালি সংঘের উদ্যোগে ১৯২৪ খ্রি: থেকে দীপালি শিল্প প্রদর্শনী চালু করা হয় ।

(গ) দীপালি ছাত্রী সংঘ :

ছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে লীলা নাগ ১৯২৬ খ্রি: ভারতবর্ষের প্রথম ছাত্রী সংগঠন দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠা করেন ।

মূল্যায়ন :

দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা এবং উপযুক্ত করে গড়ে তোলর উদ্দেশ্যে যে সকল নারী সগঠন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল তাদের মধ্যে দীপালি সংঘ ছিল অগ্রগণ্য । লীলা নাগের প্রচেষ্টায় দীপালি সংঘের কার্যকলাপ বাংলা থেকে আসাম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ।

আরো পড়ুন – মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন

FAQs On – দিপালী সংঘ প্রতিষ্ঠার কারণ কী ছিল

দিপালী সংঘ প্রতিষ্ঠিত হয় কেন ?

অসহযোগ- খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে বাংলার রাজনীতি যখন উত্তাল সেই পটভূমিতে বিপ্লববাদকে সম্প্রসারিত করতে ১৯২৩ খ্রি: লীলা নাগের নেতৃত্বে ঢাকায় গড়ে ওঠে দীপালি সংঘ নামে এক নারী সংগঠন ।

দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন কে ?

দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ ।

দিপালী সংঘের মুখপত্রের নাম কি?

দিপালী সংঘের মুখপত্রের নাম জয়শ্রী ।


দিপালী সংঘের উদ্দেশ্য কি ছিল ?

দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল নিম্নরূপ – (ক) নারী শিক্ষার উন্নয়ন (খ) নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা (গ) নারীবাদী চেতনা তৈরি করা (ঘ) রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জাগানো (ঙ) নারীদের বিপ্লবী সংগ্রামের জন্যে তৈরি করার লক্ষ্যে এবং নারীদের সাহস এবং শক্তি বাড়ানোর জন্যে এখানে শরীরচর্চা ,লাঠিখেলা ,অস্ত্রচালনা প্রভৃতির শিক্ষা দেওয়া হত ।

দিপালী সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় ?

দিপালী সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় ।

দিপালী সংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?

দিপালী সংঘ ১৯২৩ খ্রি: প্রতিষ্ঠিত হয় ।

দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয় কবে ?

দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয় ১৯২৬ খ্রি: ।

দীপালি শিল্প প্রদর্শনী চালু হয় কবে ?

দীপালি শিল্প প্রদর্শনী চালু হয় ১৯২৬ খ্রি: ।

মন্তব্য করুন