বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম – যে জৈব রাসায়নিক যৌগ দেহে অ্যান্টিবডি তৈরী হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বা ভ্যাকসিন বলে।
বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম :
আরো পড়ুন – বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগের তালিকা
রোগ | ভ্যাকসিন | আবিষ্কারক |
---|---|---|
যক্ষ্মা | বিসিজি ভ্যাকসিন | আলবার্ট কালমেট্টে,ক্যামিলে গুয়েরিন |
স্মল পক্স | ভ্যাক্সিনিয়া | এডওয়ার্ড জেনার |
হাম | মিসলেস ভ্যাকসিন | মোরিস হিলম্যান |
জলাতঙ্ক | র্যাবিস ভ্যাকসিন | লুই পাস্তুর |
কলেরা | কলেরা ভ্যাকসিন | রবার্ট কোচ |
চিকেন পক্স | ভ্যারিসেল্লা | টমাস ওয়েলার |
ইনফ্লুয়েঞ্জা | ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন | থমাস ফ্রান্সিস |
পোলিও | ইনঅ্যাক্টিভেটেড পোলিও | জোনাস সল্ক |
পোলিও | লাইভ ওরাল পোলিও | স্যাবিন |
মাম্পস | মাম্পস ভ্যাকসিন | মোরিস হিলম্যান |
টিটেনাস | টিটেনাস টক্সয়েড | এমিল ভন বেহরিং |
রুবেলা | রুবেলা ভ্যাকসিন | মোরিস হিলম্যান |
হেপাটাইটিস-এ | হেপাটাইটিস-এ | মোরিস হিলম্যান |
হেপাটাইটিস-বি | হেপাটাইটিস-বি | পাবলো ডিটি ভ্যালেনজুয়েলা |
টাইফয়েড | টাইফয়েড ভ্যাকসিন | আলমরথ এডওয়ার্ড রাইট |
ডিপথেরিয়া | ডিপথেরিয়া ভ্যাকসিন | লেইলা ডেনমার্ক |
নিউমোনিয়া | নিউমোনিয়া ভ্যাকসিন | *** |
ইনফ্লুয়েঞ্জা-বি | HIB | ডেভিড স্মিথ |
পারটুসিস (হুপিং কাশি) | পারটুসিস ভ্যাকসিন | থোরভাল্ড ম্যাডসেন |
ইয়েলো ফিভার | ইয়েলো ফিভার ভ্যাকসিন | ম্যাক্স থিলর |
FAQs On – বিভিন্ন রোগের ভ্যাকসিন
যে জৈব রাসায়নিক যৌগ দেহে অ্যান্টিবডি তৈরী হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বা ভ্যাকসিন বলে।
ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ।
পৃথিবীর প্রথম ভ্যাকসিন গুটিবসন্ত রোগের ভ্যাকসিন ।
গুটিবসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ।
কলেরা রোগের টিকা আবিষ্কার করেন ওয়ালডেমার হাফকিন ।
যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম বিসিজি (BCG) ভ্যাকসিন ।
পোলিও রোগের আবিষ্কর্তা জোনাস সল্ক ।
নিউমোনিয়া ভ্যাকসিন (PCV) নিউমোনিয়া রোগের কারনে দেওয়া হয় ।
হেপাটাইটিস-এ রোগের আবিষ্কর্তা মোরিস হিলম্যান ।
জলাতঙ্ক রোগের আবিষ্কর্তা লুই পাস্তুর ।
স্মল পক্স রোগের ভ্যাকসিনের নাম ভ্যাক্সিনিয়া (VACCINIA) ।