চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো

চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো – মেকলের বক্তব্য অনুসারে , সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে। ফলে সমাজের নীচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষাবিস্তারে এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। 

চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো :

চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো

ভূমিকা :

উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বা চুঁইয়ে পড়া নীতি।

জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে এই চুঁইয়ে পড়া নীতির কথা ঘোষণা করেছিলেন।

পটভূমি :

১৮১৩ খ্রি: সনদ আইনে বলা হয় যে ভারতীয় শিক্ষাখাতে অন্তত ১ লক্ষ টাকা ব্যয় করা হবে কিন্তু এই ১ লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে বিরোধ দেখা দেয় ।

টমাস ব্যাবিংটন মেকলে এই সমস্যার সমাধান স্বরূপ বরাদ্দ ১ লক্ষ টাকা পাশ্চাত্য শিষ্যখাতে ব্যয় করার কথা ঘোষণা করেন ।

আরো পড়ুন – মেকলে মিনিট কি

চুঁইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি :

মেকলের বক্তব্য অনুসারে , সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে।

ফলে সমাজের নীচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষাবিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। 

চুঁইয়ে পড়া নীতির গুরুত্ব :

চুঁইয়ে পড়া নীতির গুরুত্বগুলি হল নিম্নরূপ –

(ক) এই নীতির ফলে কম খরচে শিক্ষার প্রসার ঘটানো সম্ভবপর হবে।

(খ)  এই তত্ত্বের মাধ্যমে সমাজের অধিকাংশ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো সম্ভবপর হবে। 

মূল্যায়ন :

ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বাস্তবে কার্যকর করা সম্ভবপর হয়নি। বরং এই তত্ব সমাজের শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধানকে আরও প্রকট করে তুলতে সাহায্য করেছিল।

আরো পড়ুন – উডের ডেসপ্যাচ কী 

FAQs On – চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো

চুঁইয়ে পড়া নীতি কী ?

মেকলের বক্তব্য অনুসারে , সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে। ফলে সমাজের নীচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষাবিস্তারে এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। 

চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে ?

চুইয়ে পড়া নীতির প্রবর্তক টমাস ব্যাবিংটন মেকলে ।

মন্তব্য করুন