দুন কি – “দুন” কথাটির অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত।
দুন কি :

আরো পড়ুন – সোনালী চতুর্ভুজ কি
সংজ্ঞা :
“দুন” কথাটির অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত।
উদাহরণ :
উত্তরাখণ্ডের দেরাদুন ৭৫ কিমি দীর্ঘ এবং ২০ কিমি প্রশস্ত। এটি হল হিমালয়ের বৃহত্তম দুন উপত্যকা। এছাড়া অন্যান্য দুন উপত্যকাগুলি হল পাটিয়া , চৌখাম্বা , কোটা প্রভৃতি।
উৎপত্তি :
মূল হিমালয়ের অনেক পরে শিবালিক পর্বতের উত্থান হয়েছে । তাই পর্বতের উপরি অংশ থেকে নেমে আসা নদীগুলি শিবালিক পর্বতে বাঁধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং পলি , নুড়ি , বালি দ্বারা ভরাট হতে থাকে । পরবর্তীকালে এখানকার নদীগুলি শিবালিক হিমালয়ের অংশ কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে গিয়ে দুন উপত্যকা গঠিত হয়।
বৈশিষ্ট্য :
দুন উপত্যকার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
- (ক) দুন হল একটি অনুদৈর্ঘ্য ও ভূ গাঠনিক উপত্যকা
- (খ) এগুলি দীর্ঘ, অল্প বিস্তৃত এবং প্রায় সমতল।
- (গ) দুন উপত্যকায় ছোট ছোট হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায়, এদের স্থানীয় ভাষায় তাল বলে।
- (ঘ) পর্বত মধ্যস্থ এই উপত্যকাগুলিতে বৈপরীত্য উত্তাপের কারণে উষ্ণতা বেশি হওয়ায় কৃষি , পশুপালন ও পর্যটনের বিকাশের কারণে জনবসতি গড়ে উঠেছে।
- (ঙ) এই উপত্যকা উর্বর মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় কৃষিকাজ ভালাে হয়।
আরো পড়ুন – ভারতের উল্লেখযোগ্য গিরিপথ
FAQs On – দুন কী
“দুন” কথাটির অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত।
উত্তরাখণ্ডের দেরাদুন ৭৫ কিমি দীর্ঘ এবং ২০ কিমি প্রশস্ত। এটি হল হিমালয়ের বৃহত্তম দুন উপত্যকা। এছাড়া অন্যান্য দুন উপত্যকাগুলি হল পাটিয়া , চৌখাম্বা , কোটা প্রভৃতি।
মূল হিমালয়ের অনেক পরে শিবালিক পর্বতের উত্থান হয়েছে । তাই পর্বতের উপরি অংশ থেকে নেমে আসা নদীগুলি শিবালিক পর্বতে বাঁধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং পলি , নুড়ি , বালি দ্বারা ভরাট হতে থাকে । পরবর্তীকালে এখানকার নদীগুলি শিবালিক হিমালয়ের অংশ কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে গিয়ে দুন উপত্যকা গঠিত হয়।
দুন উপত্যকার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
(ক) দুন হল একটি অনুদৈর্ঘ্য ও ভূ গাঠনিক উপত্যকা
(খ) এগুলি দীর্ঘ, অল্প বিস্তৃত এবং প্রায় সমতল।
(গ) দুন উপত্যকায় ছোট ছোট হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায়, এদের স্থানীয় ভাষায় তাল বলে।
(ঘ) পর্বত মধ্যস্থ এই উপত্যকাগুলিতে বৈপরীত্য উত্তাপের কারণে উষ্ণতা বেশি হওয়ায় কৃষি , পশুপালন ও পর্যটনের বিকাশের কারণে জনবসতি গড়ে উঠেছে।
(ঙ) এই উপত্যকা উর্বর মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় কৃষিকাজ ভালাে হয়।