বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল তালিকা

বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল গুলি নিয়ে ।

বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল তালিকা :

বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল তালিকা

আরো পড়ুন – ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন

রামসার সম্মেলন :

সাল : ১৯৭১
উদ্দেশ্য : জলাভূমির সংরক্ষণ
তথ্য : ভারত এই সম্মেলনে অংশ নিয়েছিল। ভারতে বর্তমানে মোট ৪২টি রামসার সাইট রয়েছে।


স্টকহোম সম্মেলন :

সাল : ১৯৭২
স্থান : স্টকহোম, সুইডেন
উদ্দেশ্য : আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা
তথ্য : নীতিমালা ছিল ২৬টি এবং সুপারিশ ১০৯টি। এই সম্মেলনে UNEP গঠন করা হয়। এই সম্মেলনেই ৫ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়।


নাইরোবি সম্মেলন :

সাল : ১৯৮৫
স্থান : কেনিয়া
উদ্দেশ্য : পরিবেশের সুস্থায়ী উন্নয়ন


ভিয়েনা সম্মেলন :

সাল : ১৯৮৫
স্থান : অস্ট্রিয়া
উদ্দেশ্য : ওজোন স্তরের সুরক্ষা


মন্ট্রিল প্রোটোকল :

সাল : ১৯৮৭ (কার্যকর হয় ১৯৮৯ সালে)
স্থান : মন্ট্রিল, কানাডা
উদ্দেশ্য : ওজোন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের নিয়ন্ত্রণ
তথ্য : এই প্রোটোকলটি এখনও পর্যন্ত ৪ বার সংশোধিত হয়েছে


বসুন্ধরা সম্মেলন :

প্রথম বসুন্ধরা সম্মেলন : ১৯৯২
স্থান :  রিওডি জেনিরো, ব্রাজিল
তথ্য : আয়োজন করে ছিল UNCEP। মোট ১৭৮টি দেশ সদস্য হিসাবে অংশ গ্রহণ করে।

দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন :  ১৯৯৭
স্থান :  নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
তথ্য : এটি Rio+5 নামে পরিচিত

তৃতীয় বসুন্ধরা সম্মেলন :  ২০০২
স্থান :  জোহানেসবার্গ, দক্ষিন আফ্রিকা
তথ্য : এটি Rio+10 নামে পরিচিত

চতুর্থ বসুন্ধরা সম্মেলন : ২০১২
স্থান : রিওডি জেনিরো, ব্রাজিল
তথ্য : গ্রীন ইকনোমি গঠন করা হয়। এটি Rio+20 নামে পরিচিত


এজেন্ডা ২১ :

সাল :  ১৯৯২
তথ্য :  প্রথম বসুন্ধরা সম্মেলনে এটির কথা বলা হয়েছে


কিয়োটো প্রোটোকল (COP 3) :

সাল : ১৯৯৭
উদ্দেশ্য : বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই


কোপেনহাগেন সম্মেলন :

সাল : ২০০৯
স্থান : ডেনমার্ক
তথ্য : গ্রীন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা হয়। দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত দেশ গুলিকে ১০০ বিলিয়ন ডলার প্রদান করার প্রস্তাব করা হয়। এটিকে বাস্তবায়নের জন্য মেক্সিকোতে কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়।


প্যারিস সম্মেলন (COP 21) :

সাল : ২০১৫
স্থান : প্যারিস, ফ্রান্স
উদ্দেশ্য : গ্রীন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ
তথ্য : জলবায়ু তহবিল গঠনের জন্য ১০০ বিলিয়ন ডলার প্রদান অনুমোদন করা হয় ।


COP 25 :

সাল : ২০১৯
স্থান : মাদ্রিদ, স্পেন
উদ্দেশ্য : ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন ০%-এ নামিয়ে আনবে ।


নাগোয়া প্রোটোকল :

সাল : ২০১০
স্থান : জাপান
উদ্দেশ্য : বন্যপ্রাণী সংরক্ষণ


কার্টাগোনা প্রোটোকল :

সাল : ২০০০ (কার্যকর হয় ২০০৩ সালে)
স্থান : কানাডা
উদ্দেশ্য : জৈব সুরক্ষা


আরো পড়ুন – পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ তালিকা

FAQs On বিভিন্ন পরিবেশ সম্মেলন

বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি ?

বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হল স্টকহোম সম্মেলন ।

স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ?

স্টকহোম সম্মেলন ১৯৭২ সালে অনুষ্ঠিত হয় ।

মন্ট্রিল প্রোটোকল কবে কোথায় অনুষ্ঠিত হয় ?

মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হয় ।

কার্টাগোনা প্রোটোকলের মূল উদ্দেশ্য কী ছিল ?

কার্টাগোনা প্রোটোকলের মূল উদ্দেশ্য ছিল জৈব সুরক্ষা ।

কোপেনহাগেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

কোপেনহাগেন সম্মেলন ডেনমার্কে অনুষ্ঠিত হয়েছিল ।

কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য কী ছিল ?

কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই ।

কিয়োটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয়েছিল ?

কিয়োটো প্রোটোকল ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল ।

প্যারিস সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল ?

প্যারিস সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল গ্রীন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ ।

মন্তব্য করুন