ভারতের বিখ্যাত মন্দিরের তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের বিখ্যাত মন্দিরের তালিকা নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 ভারতের বিখ্যাত মন্দিরের তালিকা :
- 2 ভারতের বিখ্যাত মন্দির :
- 2.1 [১] কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত ?
- 2.2 [২] স্বর্ণমন্দির কোথায় অবস্থিত ?
- 2.3 [৩] কামাক্ষা মন্দির কোথায় অবস্থিত ?
- 2.4 [৪] লোটাস টেম্পল কোথায় অবস্থিত ?
- 2.5 [৫] সাঁচি স্তুপ কোথায় অবস্থিত ?
- 2.6 [৬] জগন্নাথদেবের মন্দির কোথায় অবস্থিত ?
- 2.7 [৭] দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
- 2.8 [৮] সবরীমালা মন্দির কোথায় অবস্থিত ?
- 2.9 [৯] সিদ্ধিবিনায়ক মন্দির কোথায় অবস্থিত ?
- 2.10 [১০] কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- 2.11 [১১] রঘুনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- 2.12 [১২] তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত ?
- 2.13 [১৩] কৈলাস মন্দির কোথায় অবস্থিত ?
- 2.14 [১৪] অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত ?
- 2.15 [১৫] রামাপ্পা মন্দির কোথায় অবস্থিত ?
- 2.16 [১৬] গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত ?
- 2.17 [১৭] রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত ?
- 2.18 [১৮] মদনমোহন মন্দির কোথায় অবস্থিত ?
- 2.19 [১৯] অমরনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- 2.20 [২০] খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত ?
- 2.21 [২১] মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
- 2.22 [২২] বৈষ্ণদেবী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
- 2.23 [২৩] বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- 2.24 [২৪] মহাকালেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
- 2.25 [২৫] বীরভদ্র মন্দির কোথায় অবস্থিত ?
- 2.26 [২৬] দক্ষিণেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
- 2.27 [২৭] সারনাথ মন্দির কোথায় অবস্থিত ?
ভারতের বিখ্যাত মন্দিরের তালিকা :

আরো পড়ুন – ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তালিকা
ভারতের বিখ্যাত মন্দির :
[১] কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) আসাম
- (গ) মহারাষ্ট্র
- (ঘ) উড়িষ্যা
উত্তরঃ (ঘ) উড়িষ্যা ( কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেন নরসিংহদেব প্রথম । কোনারক সূর্য মন্দিরকে “ব্ল্যাক প্যাগোডা” বলা হয় )
[২] স্বর্ণমন্দির কোথায় অবস্থিত ?
- (ক) নিউ দিল্লি
- (খ) রাজস্থান
- (গ) মধ্যপ্রদেশ
- (ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
[৩] কামাক্ষা মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) পাঞ্জাব
- (খ) হিমাচল প্রদেশ
- (গ) নিউ দিল্লি
- (ঘ) আসাম
উত্তরঃ (ঘ) আসাম
[৪] লোটাস টেম্পল কোথায় অবস্থিত ?
- (ক) উড়িষ্যা
- (খ) পাঞ্জাব
- (গ) নিউ দিল্লি
- (ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) নিউ দিল্লি
[৫] সাঁচি স্তুপ কোথায় অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) জম্মু-কাশ্মির
- (গ) উত্তরাখণ্ড
- (ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (ঘ) মধ্যপ্রদেশ
[৬] জগন্নাথদেবের মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) কেরালা
- (খ) গুজরাট
- (গ) উড়িষ্যা
- (ঘ) পাঞ্জাব
উত্তরঃ (গ) উড়িষ্যা
[৭] দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) তামিলনাড়ু
- (খ) নিউ দিল্লি
- (গ) রাজস্থান
- (ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (গ) রাজস্থান
[৮] সবরীমালা মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) মহারাষ্ট্র
- (খ) কেরালা
- (গ) গুজরাট
- (ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (খ) কেরালা
[৯] সিদ্ধিবিনায়ক মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) ওড়িষ্যা
- (খ) কর্ণাটক
- (গ) কেরালা
- (ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (ঘ) মহারাষ্ট্র ( মুম্বাই )
[১০] কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) তামিলনাড়ু
- (খ) রাজস্থান
- (গ) উত্তরাখন্ড
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (গ) উত্তরাখন্ড
[১১] রঘুনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) কর্ণাটক
- (খ) ওড়িশা
- (গ) উত্তরাখন্ড
- (ঘ) জম্মু-কাশ্মীর
উত্তরঃ (ঘ) জম্মু-কাশ্মীর
[১২] তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) গুজরাট
- (গ) হিমাচল প্রদেশ
- (ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (ক) অন্ধ্রপ্রদেশ
[১৩] কৈলাস মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) তামিলনাড়ু
- (গ) দিল্লি
- (ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (খ) তামিলনাড়ু
[১৪] অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) তামিলনাড়ু
- (খ) তেলেঙ্গানা
- (গ) নিউ দিল্লী
- (ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (গ) নিউ দিল্লী
[১৫] রামাপ্পা মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) পশ্চিমবঙ্গ
- (খ) তেলেঙ্গানা
- (গ) নিউ দিল্লি
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (খ) তেলেঙ্গানা
[১৬] গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) উত্তরাখন্ড
- (খ) পাঞ্জাব
- (গ) নিউ দিল্লি
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ক) উত্তরাখন্ড
[১৭] রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) তামিলনাড়ু
- (খ) পাঞ্জাব
- (গ) রাজস্থান
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ক) তামিলনাড়ু
[১৮] মদনমোহন মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) তামিলনাড়ু
- (খ) পাঞ্জাব
- (গ) পশ্চিমবঙ্গ
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ (কোচবিহার)
[১৯] অমরনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) জম্মু-কাশ্মীর
- (গ) উত্তরপ্রদেশ
- (ঘ) পাঞ্জাব
উত্তরঃ (খ) জম্মু-কাশ্মীর
[২০] খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) জম্মু-কাশ্মীর
- (গ) উত্তরপ্রদেশ
- (ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) মধ্যপ্রদেশ
[২১] মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) বিহার
- (খ) রাজস্থান
- (গ) তামিলনাড়ু
- (ঘ) ওড়িশা
উত্তরঃ (গ) তামিলনাড়ু
[২২] বৈষ্ণদেবী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) জম্মু-কাশ্মির
- (খ) উত্তরাখন্ড
- (গ) অন্ধ্রপ্রদেশ
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (ক) জম্মু-কাশ্মির
[২৩] বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) জম্মু-কাশ্মির
- (খ) উত্তরাখন্ড
- (গ) অন্ধ্রপ্রদেশ
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (খ) উত্তরাখন্ড
[২৪] মহাকালেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) কেরালা
- (গ) অন্ধ্রপ্রদেশ
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (ক) মধ্যপ্রদেশ
[২৫] বীরভদ্র মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) কেরালা
- (গ) অন্ধ্রপ্রদেশ
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ
[২৬] দক্ষিণেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) পশ্চিমবঙ্গ
- (খ) ওড়িষ্যা
- (গ) অন্ধ্রপ্রদেশ
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (ক) পশ্চিমবঙ্গ
[২৭] সারনাথ মন্দির কোথায় অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) উত্তরপ্রদেশ
- (গ) উড়িষ্যা
- (ঘ) নিউ দিল্লি
উত্তরঃ খ) উত্তরপ্রদেশ
আরো পড়ুন – ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা