স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভার তালিকা নিয়ে ।
এই পৃষ্ঠায়
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা তালিকা :
আরো পড়ুন – বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা :
নং | মন্ত্রী | নাম |
---|---|---|
১ | প্রধানমন্ত্রী | জওহরলাল নেহেরু |
২ | উপপ্রধানমন্ত্রী | সর্দার বল্লবভাই প্যাটেল |
৩ | স্বরাষ্ট্র মন্ত্রী | সর্দার বল্লবভাই প্যাটেল |
৪ | প্রতিরক্ষা মন্ত্রী | সর্দার বলদেব সিং |
৫ | রেল ও পরিবহণ মন্ত্রী | ড. জন মাথাই |
৬ | শিক্ষামন্ত্রী | মৌলানা আবুল কালাম আজাদ |
৭ | তথ্য ও সম্প্রচার মন্ত্রী | আর. আর. দিবাকর |
৮ | আইনমন্ত্রী | ড. বি. আর. আম্বেদকর |
৯ | অর্থমন্ত্রী | আর. কে. সম্মুখম চেট্টি |
১০ | খাদ্য এবং কৃষি মন্ত্রী | ড. রাজেন্দ্র প্রসাদ |
১১ | শ্রমমন্ত্রী | জগজীবন রাম |
১২ | শিল্প ও সরবরাহ মন্ত্রী | ড. শ্যামাপ্রসাদ মুখার্জি |
১৩ | স্বাস্থ্য মন্ত্রী | রাজকুমারী অমৃত কাউর |
১৪ | বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী | নারহার বিষ্ণু গাদগিল |
১৫ | যোগাযোগ মন্ত্রী | রফি আহমেদ কিদোয়াই |
আরো পড়ুন – বর্তমানে কে কোন পদে আছে 2023
FAQs On – স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু ।
স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লবভাই প্যাটেল।
স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্য মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কাউর।
স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ড. বি. আর. আম্বেদকর।
স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।
স্বাধীন ভারতের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন আর. আর. দিবাকর ।
স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহণ মন্ত্রী ছিলেন ড. জন মাথাই ।
স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন ?
স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ।
স্বাধীন ভারতের প্রথম বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী ছিলেন নারহার বিষ্ণু গাদগিল ।