বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের তালিকা নিয়ে ।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা :
আরো পড়ুন – কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা
প্রথম ভারতীয় মহিলা তালিকা :
নং | বিভিন্ন ক্ষেত্র | প্রথম মহিলা |
---|---|---|
১ | ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি | প্রতিভা পাটিল |
২ | ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী |
৩ | ভারতের প্রথম মহিলা রাজ্যপাল | সরোজিনী নাইডু |
৪ | ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
৪ | ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার | রমা দেবী |
৫ | হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি | আন্না চণ্ডী |
৬ | সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি | এম. ফতিমা বিবি |
৭ | হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি | লীলা শেঠ |
৮ | রাজ্যসভার প্রথম মহিলা সদস্য | নার্গিস দত্ত |
৯ | লোকসভার প্রথম মহিলা স্পিকার | মীরা কুমার |
১০ | ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় |
১১ | ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি | সরোজিনী নাইডু |
১২ | ভারতের প্রথম মহিলা মহাকাশচারী | কল্পনা চাওলা |
১৩ | ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত | সি. বি. মুথাম্মা |
১৪ | প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার | আন্না রঞ্জম মালহোত্রা |
১৫ | প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার | কিরণ বেদী |
১৬ | রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট | বিজয়লক্ষ্মী পণ্ডিত |
১৭ | প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন | আরতি সাহা |
১৮ | এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা | বাচেন্দ্রী পাল |
১৯ | দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা | সন্তোষ যাদব |
২০ | ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | ইন্দিরা গান্ধী |
২১ | পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | নার্গিস দত্ত |
২২ | নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা | মাদার টেরেসা |
২৩ | দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | দেবিকা রাণী |
২৪ | অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | নিরজা ভানোট |
২৫ | জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | আশাপূর্ণা দেবী |
২৬ | ম্যানবুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | অরুন্ধতী রায় |
২৭ | পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | ঝুম্পা লাহিড়ী |
২৮ | ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | কমলাদেবী চট্টোপাধ্যায় |
২৯ | ভারতের প্রথম মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
৩০ | ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া |
৩১ | অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা | কর্ণম মালেশ্বরী |
৩২ | অলিম্পিকে রুপো জয়ী প্রথম ভারতীয় মহিলা | পি. ভি. সিন্ধু |
৩৩ | এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা | কমলজিৎ সাঁধু |
৩৪ | এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার | মেরি কম |
৩৫ | প্যারা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা | দীপা মালিক |
৩৬ | প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ | সুনিতা শর্মা |
৩৭ | যাত্রীবাহী ট্রেন চালক প্রথম ভারতীয় মহিলা | সুরেখা যাদব |
৩৮ | প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার | সুব্বারমন বিজয়লক্ষ্মী |
৩৯ | প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট | শিবাঙ্গি |
৪০ | প্রথম ভারতীয় মহিলা এয়ার ফোর্স পাইলট | হরিতা কৌর দেওল |
৪১ | প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট | দূর্বা ব্যানার্জি |
৪২ | প্রথম ভারতীয় মহিলা ব্যারিস্টার | কর্নেলিয়া সোরাবজি |
৪৩ | প্রথম ভারতীয় মহিলা আইনজীবী | রোজিনা গুহ |
আরো পড়ুন – অস্কার পুরস্কার বিজয়ী 2023
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম এম. ফতিমা বিবি ।
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধি ।
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা সিং পাতিল ।
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালনী ।
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু।
ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ?
ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কর্নেলিয়া সোরাবজি |
ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন ?
ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার ।