বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা

বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা  –  হরমোন কথার অর্থ হল ‘জাগ্রত করা’বা ‘উত্তেজিত করা’। যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় দেহনিঃসৃত তরল উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে।

বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা :

বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম

আরো পড়ুন – বিভিন্ন রোগের ভ্যাকসিনের নাম 

হরমোনসম্পূর্ণ নাম
ACTHঅ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন
ADHঅ্যান্টি ডাইইউরেটিক হরমোন
ARHঅ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন
FSHফলিকল স্টিমুলেটিং হরমোন
GHগ্রোথ হরমোন
GTHগোনাডোট্রফিক হরমোন
GnRHগোনাডোট্রফিন রিলিজিং হরমোন
ICSHইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন
LHলিউটিনাইজিং হরমোন
MRHমেলানোসাইট রিলিজিং হরমোন
MSHমেলানোসাইট স্টিমুলেটিং হরমোন
MIHমেলানোসাইট ইনহিবিটিং হরমোন
Oxtঅক্সিটোসিন
PIHপ্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন
PRHপ্রোল্যাকটিন রিলিজিং হরমোন
STHসোমাটোট্রফিক হরমোন
SRHসোমাটোট্রফিন রিলিজং হরমোন
TSHথাইরয়েড স্টিমুলেটিং হরমোন
TRHথাইরোট্রফিন রিলিজিং হরমোন
T3ট্রাই-আয়োডোথাইরোনিন
T4থাইরক্সিন
আরো পড়ুন – বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম 

FAQs On – হরমোনের সম্পূর্ণ নাম তালিকা

হরমোন কাকে বলে ?

যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় দেহনিঃসৃত তরল উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে

হরমোন কথাটির আক্ষরিক অর্থ কি ?

হরমোন কথাটির আক্ষরিক অর্থ জাগ্রত করা বা উত্তেজিত করা।

কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবদেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন ?

বিজ্ঞানী বেলিস এবং স্টারলিং সর্বপ্রথম জীবদেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন

প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় ?

প্রাণী হরমোনের উৎসস্থল  অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি।

উদ্ভিদ হরমোনের উৎসস্থল কোথায় ?

উদ্ভিদ হরমোনের উৎসস্থল ভাজক কলা

হরমোনের কাজ কি ?

কোশে কোশে রাসায়নিক সমন্বয়সাধন, কোশ বিভাজন ও বৃদ্ধিতে সহায়তা করে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, যৌনাঙ্গের পরিস্ফুটন তথা যৌন বৈশিষ্ট্যগুলির প্রকাশ ঘটায়। 

একটি কৃত্রিম হরমোনের নাম ?

একটি কৃত্রিম হরমোনের নাম – কাইনেটিন

উদ্ভিদে কোনটি স্ট্রেস হরমোন ?

উদ্ভিদে  ইথিলিন হল স্ট্রেস হরমোন

বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোন কোনটি ?

বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোন জিব্বেরেলিন

বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন কোনটি ?

বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন হল রেনিন।

নাইট্রোজেনবিহীন হরমোন কোনটি ?

নাইট্রোজেনবিহীন হরমোন হল – কাইনিন।

বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন কোনটি ?

বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন হল – অক্সিন।

ACTH – এর সম্পূর্ণ নাম কী ?

ACTH – এর সম্পূর্ণ নাম অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন ।

ADH – এর সম্পূর্ণ নাম কী ?

ADH – এর সম্পূর্ণ নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন ।

T4 – এর সম্পূর্ণ নাম কী ?

T4 – এর সম্পূর্ণ নাম থাইরক্সিন ।

TSH – এর সম্পূর্ণ নাম কী ?

TSH – এর সম্পূর্ণ নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ।

মন্তব্য করুন