G20 সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ তথ্য

G20 সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ তথ্য – G20 শীর্ষ সম্মেলন 2023 প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষাতে (WBCS, PSC, SSC, Rail, Kolkata Police etc) G20 সম্মেলন 2023 থেকে প্রশ্ন আসতে পারে। 

G20 সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ তথ্য :

G20 সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ তথ্য

আরো পড়ুন – ভারতের নতুন সংসদ ভবন GK

[১] G20 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

  • (ক) ব্রাজিল
  • (খ) ভারত
  • (গ) কানাডা
  • (ঘ) জার্মানি

উত্তর : (খ) ভারত

[২] G20 সম্মেলন 2023-এর থিম কি ছিল ?

  • (ক) মেরা ভারত মহান
  • (খ) পিতা স্বর্গ পিতা ধর্ম
  • (গ) বসুধৈবা কুটুম্বাকম
  • (ঘ) এক দেশ এক জাতি

উত্তর : (গ) বসুধৈবা কুটুম্বাকম [ অর্থ – One Earth, One Family, One Future ]

[৩] ভারতে আয়োজিত G20 শিখর সম্মেলন কততম সম্মেলন ?

  • (ক) ১৬ তম
  • (খ) ১৭ তম
  • (গ) ১৮ তম
  • (ঘ) ১৯ তম

উত্তর : (গ) ১৮ তম

[৪] ভারতে আয়োজিত G20 শিখর সম্মেলনে সভাপতিত্ব করেছেন কে ?

  • (ক) জোকো উইডোডো
  • (খ) নরেন্দ্র মোদি
  • (গ) শিনজো আবে
  • (ঘ) এ্যাঞ্জেলা মার্কেল

উত্তর : (খ) নরেন্দ্র মোদি

[৫] G20 শীর্ষ সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয় ?

  • (ক) 1999
  • (খ) 1998
  • (গ) 1997
  • (ঘ) 1995

উত্তর : (ক) 1999

[৬]  প্রথম G20 শীর্ষ সম্মেলন কোথায় এবং কোন সালে অনুষ্ঠিত হয় ?

  • (ক) কানাডা 2002
  • (খ) মার্কিন যুক্তরাষ্ট্র 2008
  • (গ) ব্রিটেন 2008
  • (ঘ) ফ্রান্স 2002

উত্তর : (খ) মার্কিন যুক্তরাষ্ট্র 2008

[৭] 2024 সালে G20 শিখর সম্মেলনে সভাপতিত্ব করবে কোন দেশ ?

  • (ক) ভারত
  • (খ) ব্রাজিল
  • (গ) কানাডা
  • (ঘ) জার্মানি

উত্তর : (খ) ব্রাজিল

[৮] 2022 সালে G20 শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

  • (ক) ইন্দোনেশিয়া
  • (খ) জার্মানি
  • (গ) ব্রাজিল
  • (ঘ) ভারত

উত্তর : (ক) ইন্দোনেশিয়া

[৯] G20 -এর মুখ্যালয় কোথায় অবস্থিত ?

  • (ক) আমেরিকা
  • (খ) স্কটল্যান্ড
  • (গ) ডেনমার্ক
  • (ঘ) কোনো মুখ্যালয় নেই

উত্তর : (ঘ) কোনো মুখ্যালয় নেই

[১০] G20 – এর সদস্য দেশ কটি ?

  • (ক) ২০ টি
  • (খ) ১৯ টি
  • (গ) ১৮ টি
  • (ঘ) ১৯ টি

উত্তর : (খ) ১৯ টি [ ১৯ টি দেশ আর উরোপীয়ান ইউনিয়ন মিলে G20 ]

G20 সম্মেলনে ট্যুরিজম ওয়ার্কিং গ্রূপের বৈঠক :

[১১] G20 সম্মেলন 2023 -এ ভারতের কোথায় প্রথম ট্যুরিজম ওয়ার্কিং গ্রূপের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?

  • (ক) শিলং (মেঘালয়)
  • (খ) কচ্ছ (গুজরাট)
  • (গ) পানাজি (গোয়া)
  • (ঘ) কলকাতা (পশ্চিমবঙ্গ)

উত্তর : (খ) কচ্ছ (গুজরাট)

[১২] G20 সম্মেলন 2023 -এ ভারতের কোথায় দ্বিতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রূপের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?

  • (ক) শিলং (মেঘালয়)
  • (খ) কচ্ছ (গুজরাট)
  • (গ) পানাজি (গোয়া)
  • (ঘ) শিলিগুড়ি ও দার্জিলিং (পশ্চিমবঙ্গ)

উত্তর : (ঘ) শিলিগুড়ি ও দার্জিলিং (পশ্চিমবঙ্গ)

[১৩] G20 সম্মেলন 2023 -এ ভারতের কোথায় তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রূপের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?

  • (ক) শিলং (মেঘালয়)
  • (খ) কচ্ছ (গুজরাট)
  • (গ) শ্রীনগর (কাশ্মীর )
  • (ঘ) শিলিগুড়ি ও দার্জিলিং (পশ্চিমবঙ্গ)

উত্তর : (গ) শ্রীনগর (কাশ্মীর )

G20 সম্মেলনে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক :

[১৪] G20 সম্মেলন 2023 -এ ভারতের কোথায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?

  • (ক) কলকাতা
  • (খ) ব্যাঙ্গালোর
  • (গ) ভুবনেশ্বর
  • (ঘ) দিল্লি

উত্তর : (খ) ব্যাঙ্গালোর

[১৫] G20 সম্মেলন 2023 -এ ভারতের কোন প্রতিনিধি বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ?

  • (ক) নরেন্দ্র মোদী
  • (খ) অমিত শাহ
  • (গ) শক্তিকান্ত দাস
  • (ঘ) নির্মলা সীতারামন

উত্তর : (ঘ) নির্মলা সীতারামন

G20 সম্মেলনে বিভিন্ন দেশের সংস্কৃতি কার্য্সমূহের বৈঠক :

[১৬] G20 সম্মেলন 2023 -এ সংস্কৃতি কার্যের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

  • (ক) খাজুরাহো (মধ্যপ্রদেশ)
  • (খ) কেবড়িয়া (গুজরাট)
  • (গ) উদয়পুর (রাজস্থান)
  • (ঘ) হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)

উত্তর : (ক) খাজুরাহো (মধ্যপ্রদেশ)

[১৭] G20 সম্মেলন 2023 -এ বিদেশ মন্ত্রীদের বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল ?

  • (ক) নিউ দিল্লি
  • (খ) চন্ডিগড়
  • (গ) ব্যাঙ্গালোর
  • (ঘ) কলকাতা

উত্তর : (ক) নিউ দিল্লি [ সভাপতিত্ব করেছেন – এস জয়শঙ্কর ]

[১৮] G20 সম্মেলন 2023 -এ ভারতীয় শেরপা কে ছিলেন ?

  • (ক) নরেন্দ্র মোদী
  • (খ) রাজীব অরোরা
  • (গ) অমিতাভ কান্ত
  • (ঘ) অমিত শাহ

উত্তর : (গ) অমিতাভ কান্ত

[১৯] G20 সম্মেলন 2023 -এ সশক্তিকরণের প্রথম বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল ?

  • (ক) সিমলা
  • (খ) পাটনা
  • (গ) ইন্দোর
  • (ঘ) আগ্রা

উত্তর : (ঘ) আগ্রা

[২০] G20 সম্মেলন 2023 -এ কৃষি বৈজ্ঞানিকদের বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল ?

  • (ক) বারানসি
  • (খ) পাটনা
  • (গ) গুরুগ্রাম
  • (ঘ) আহমেদাবাদ

উত্তর : (ক) বারানসি

আরো পড়ুন – আইপিএল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

মন্তব্য করুন