বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর – আজকের পর্বে আমরা আলোচনা করলাম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর নিয়ে , যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ।
এই পৃষ্ঠায়
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর :
আরো পড়ুন – ভারতের নতুন সংসদ ভবন GK
আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর :
সংস্থার নাম | সদর দপ্তর |
---|---|
জাতিসংঘ(UN) | নিউইয়র্ক |
সার্ক | কাঠমান্ডু |
WWF (ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ) | সুইজারল্যান্ড |
NATO (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ) | ব্রাসেলস |
OPEC (অর্গানাইজেশন অফ পেট্রল এক্সপোর্টিং কান্ট্রিস ) | ভিয়েনা |
WHO (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ) | জেনেভা |
ILO (ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশন) | জেনেভা |
UNESCO | প্যারিস |
UNICEF | নিউইয়র্ক |
রেড ক্রস | জেনেভা |
আন্তর্জাতিক আদালত | হেগ |
ইন্টারপোল | লিঁও |
এশীয় উন্নয়ন ব্যাঙ্ক | মেট্রো ম্যানিলা |
আইসিসি | দুবাই |
ফিফা | জুরিফ |
কমনওয়েলথ | লন্ডন |
ইউরোপিয়ান ইউনিয়ন | ব্রাসেলস |
UNU (ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ) | টোকিও |
AP (এসোসিয়েটেড প্রেস ) | নিউইয়র্ক |
OAPEC | সাফাৎ, কুয়েত |
World Bank | ওয়াশিংটন ডিসি |
FAO (ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ) | রোম |
ASEAN | জাকার্তা |
IMF (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ) | ওয়াশিংটন ডিসি |
UNDP (ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম ) | নিউইয়র্ক |
WIPO (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন) | জেনেভা |
WTO (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) | জেনেভা |
UNIDO (ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ) | ভিয়েনা |
OPCW (অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশান অফ কেমিক্যাল ওয়েপন্স ) | হেগ |
WMO (ওয়ার্ল্ড মেটেওরোলোজিক্যাল অর্গানাইজেশন ) | জেনেভা |
WTO (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ) | জেনেভা |
UNFPA (ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ) | নিউইয়র্ক |
WFP (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ) | রোম |
IFAD (ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট ) | রোম |
IMO (ইন্টারন্যাশানাল মেরিটাইম অর্গানাইজেশন) | লন্ডন |
UNAIDS (জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এইডস ) | জেনেভা |
UNHCR (ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ) | জেনেভা |
UNIDIR (ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ডিসারমামেন্ট রিসার্চ ) | জেনেভা |
UNITAR (ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চ ) | জেনেভা |
EU (ইউরোপিয়ান ইউনিয়ন ) | ব্রাসেলস |
EEC (ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি ) | ব্রাসেলস |
OECD (অর্গানাইজেশন ফর ইকোনোমিক কোঅপারেশন এন্ড ডেভলপমেন্ট ) | প্যারিস |
ADB ( এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ) | মান্দালুওং |
ESA (দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি ) | প্যারিস |
ITU (ইন্টারন্যাশনাল টেলিকম্যুনিকেশন অর্গানাইজেশন ) | জেনেভা |
AFP (এজেন্স ফ্রান্স প্রেস ) | প্যারিস |
FAQs On – আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
জাতিসংঘের সদর দপ্তর কোথায় ?
জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক ।
WTO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
WTO -এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত ।
FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
FAO-এর সদর দপ্তর রোমে ।
UNICEF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
UNICEF-এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত ।
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ।
NATO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
NATO -এর সদর দপ্তর ব্রাসেলস- এ অবস্থিত ।