ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ – আজকের পর্বে আমরা আলোচনা করলাম ভারতের বিভিন্ন পর্বত ও পর্বত শৃঙ্গ সম্পর্কে । ভূগোলের এই টপিকটি থেকে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ।
এই পৃষ্ঠায়
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ :
আরো পড়ুন – ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ
বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ :
পর্বত | সর্বোচ্চ শৃঙ্গ | উচ্চতা |
---|---|---|
কারাকোরাম পর্বত | গডউইন অস্টিন/K2 | ৮৬১১ মি. |
সাতপুরা পর্বত | ধূপগড় | ১৩৫০ মি. |
হিমালয় পর্বত | কাঞ্চনজঙ্ঘা | ৮৫৮৬ মি. |
কুমায়ুন হিমালয় | ত্রিশূল | ৭১২০ মি. |
গাড়োয়াল হিমালয় | নন্দা দেবী | ৭৮১৬ মি. |
নীলগিরি পর্বত | দোদাবেতা | ২৬৩৭ মি. |
আন্নামালাই পর্বত | আনাইমুদি | ২৬৯৫ মি. |
পশ্চিমঘাট পর্বত | আনাইমুদি | ২৬৯৫ মি. |
পূর্বঘাট পর্বত | জিন্দাগাড়া | ১৬৯০ মি. |
আরাবল্লী পর্বত | গুরুশিখর | ১৭২২ মি. |
মহাকাল পর্বত | অমরকণ্টক | ১০৫৭ মি. |
মিশমি পর্বত | দাফাবুম | ৪৫৭৯ মি. |
বিন্ধ্য পর্বত | কালুমার শৃঙ্গ | ৭৫২ মি |
জাস্কার পর্বতমালা | কামেট | ৭৭৫৬ মি. |
নাগা পাহাড় | সারামতী | ৩৮২৬ মি. |
গারো পাহাড় | নকরেক | ১৪১২ মি. |
কোহিমা পাহাড় | জাপাভো | ২৯৯৫ মি. |
বাবাবুদান পাহাড় | মুলানগিরি | ১৯২৩ মি. |
শিলং পাহাড় | শিলং শৃঙ্গ | ১৯৬১ মি. |
মিকির পাহাড় | ডামবুকচো | ১৩৬৩ মি. |
ছোটনাগপুর মালভূমি | পরেশনাথ | ১৩৬৬ মি. |
আরো পড়ুন – সাম্প্রতিক বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা
FAQs On – বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মহেন্দ্রগিরি
পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি
আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর
হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট
নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা
কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গডউইন অস্টিন (K2)
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়
গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক
মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম
মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক
মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পাঁচমারী
বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কালুমার শৃঙ্গ