হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ

হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ – কপাটিকার কপাট শব্দটির অর্থ হল দরজা । মানব হৃৎপিণ্ডে অবস্হিত যেসব সংযোগস্থল বা দরজা অক্সিজেন সমৃদ্ধ রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে মিশ্রিত হতে দেয় না তাদের কপাটিকা বলা হয় ।

হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ :

হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ

আরো পড়ুন – শিরা ও ধমনীর পার্থক্য

কপাটিকা কাকে বলে :

হৃৎপিণ্ডের কপাটিকার কপাট শব্দটির অর্থ হল দরজা । মানব হৃৎপিণ্ডে অবস্হিত যেসব সংযোগস্থল বা দরজা অক্সিজেন সমৃদ্ধ রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে মিশ্রিত হতে দেয় না তাদের কপাটিকা বলা হয় ।

হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি ও কি কি :

মানব হৃৎপিণ্ডে মূলত ৬ টি কপাটিকা পরিলক্ষিত হয় ।যথা –

(ক) দ্বীপত্র কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা (খ) ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকা (গ) অ্যাওটিক কপাটিকা (ঘ) পালমোনারি  কপাটিকা (ঙ) থিবেসিয়ান বা করোনারি কপাটিকা (চ) ইউস্টেশিয়ান কপাটিকা

হৃৎপিণ্ডের কপাটিকার কাজ :

হৃৎপিণ্ডের কপাটিকার কাজগুলি হল নিম্নরূপ –

(ক) হৃৎপিণ্ডের কপাটিকা অক্সিজেন সমৃদ্ধ রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে মিশ্রিত হতে দেয় না ।

(খ) রক্তকে শুধুমাত্র একদিকে আসা-যাওয়া করানো। 

হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ :

কপাটিকার নাম অবস্থানবৈশিষ্ট্যকাজ
(ক) দ্বীপত্র কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয়ের এর সংযোগস্থলে দুই ঝিল্লিময় কপাটিকাবিশুদ্ধ রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয় ।
(খ) ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকাডান অলিন্দ ও ডান নিলয়ের এর সংযোগস্থলে তিন ঝিল্লিময় কপাটিকাদূষিত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয় ।
(গ) অ্যাওটিক কপাটিকাবাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা বিশুদ্ধ রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয় ।
(ঘ) পালমোনারি কপাটিকাডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা দূষিত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে ফিরতে বাধা দেয় ।
(ঙ ) থিবেসিয়ান বা করোনারি কপাটিকাকরোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা দূষিত রক্তকে করোনারি সাইনাস থেকে ডান অলিন্দে যেতে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয় ।
(চ) ইউস্টেশিয়ান কপাটিকাডান অলিন্দ ও নিম্ন মহাশিরার সংযোগস্থলে অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরায় যেতে বাধা দেয় ।

আরো পড়ুন – বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম 

FAQs On – হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ

মানুষের হৃদপিন্ডে কয়টি কপাটিকা থাকে ?

মানব হৃৎপিণ্ডে মূলত ৬ টি কপাটিকা পরিলক্ষিত হয় ।যথা -(ক) দ্বীপত্র কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা (খ) ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকা (গ) অ্যাওটিক কপাটিকা (ঘ) পালমোনারি  কপাটিকা (ঙ) থিবেসিয়ান বা করোনারি কপাটিকা (চ) ইউস্টেশিয়ান কপাটিকা

কপাটিকা শব্দের অর্থ কি ?

কপাটিকার শব্দটির অর্থ হল দরজা বা সংযোগস্থল ।

হৃৎপিণ্ডের কপাটিকা কাকে বলে ?

হৃৎপিণ্ডের কপাটিকার কপাট শব্দটির অর্থ হল দরজা । মানব হৃৎপিণ্ডে অবস্হিত যেসব সংযোগস্থল বা দরজা অক্সিজেন সমৃদ্ধ রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে মিশ্রিত হতে দেয় না তাদের কপাটিকা বলা হয় ।

হৃৎপিণ্ডের কপাটিকার কাজ কী ?

হৃৎপিণ্ডের কপাটিকার কাজগুলি হল নিম্নরূপ – (ক) হৃৎপিণ্ডের কপাটিকা অক্সিজেন সমৃদ্ধ রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে মিশ্রিত হতে দেয় না । (খ) রক্তকে শুধুমাত্র একদিকে আসা-যাওয়া করানো। 

দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে ?

দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের এর সংযোগস্থলে ।

ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে ?

ত্রিপত্র কপাটিকা থাকে ডান অলিন্দ ও ডান নিলয়ের এর সংযোগস্থলে ।

অ্যাওটিক কপাটিকা কোথায় থাকে ?

অ্যাওটিক কপাটিকা থাকে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে ।

পালমোনারি কপাটিকা কোথায় থাকে ?

পালমোনারি কপাটিকা থাকে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে ।

থিবেসিয়ান বা করোনারি কপাটিকা কোথায় থাকে ?

থিবেসিয়ান বা করোনারি কপাটিকা থাকে করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে ।

ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান কোথায় ?

ডান অলিন্দ ও নিম্ন মহাশিরার সংযোগস্থলে ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান ।

দ্বীপত্র কপাটিকা বা বাইকাসপিড কপাটিকার কাজ কি ?

দ্বীপত্র কপাটিকা বা বাইকাসপিড কপাটিকার কাজ হল – বিশুদ্ধ রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয় ।

ত্রিপত্র কপাটিকার কাজ কি ?

ত্রিপত্র কপাটিকার কাজ হল – দূষিত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয় ।

দ্বিপত্র কপাটিকার অপর নাম কি ?

দ্বিপত্র কপাটিকার অপর নাম হল – বাইকাসপিড কপাটিকা

ডান অলিন্দ ও ডান নিলয়ের এর সংযোগস্থলে কোন কপাটিকা আছে ?

ডান অলিন্দ ও ডান নিলয়ের এর সংযোগস্থলে ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা আছে ।

বাম অলিন্দ ও বাম নিলয়ের এর সংযোগস্থলে কোন কপাটিকা আছে ?

বাম অলিন্দ ও বাম নিলয়ের এর সংযোগস্থলে দ্বীপত্র কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা আছে ।

অর্ধচন্দ্রাকৃতি কপাটিকার অবস্থান কোথায় ?

বাম নিলয় ও মহাধমনির সংযােগস্থলে অ্যাওর্টিক কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে।

মন্তব্য করুন