মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর :
- 2 মানব দেহ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :
- 2.1 ১. মানব দেহের বৃহত্তম পেশীর নাম কি ?
- 2.2 ২. মানব দেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি ?
- 2.3 ৩. মানব দেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক কোনটি ?
- 2.4 ৪. মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
- 2.5 ৫. মানব দেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি ?
- 2.6 ৬. মানব দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি ?
- 2.7 ৭. মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি ?
- 2.8 ৮. মানব দেহের একটি মিশ্র গ্রন্থি নাম লেখো ।
- 2.9 ৯. মানব দেহের কঠিনতম অংশ কোনটি ?
- 2.10 ১০. মানব দেহের ব্যস্ততম অঙ্গের নাম কি ?
- 2.11 ১১. মানব শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় কোন অঙ্গ ?
- 2.12 ১২. মানব দেহের শক্তিশালী পেশীর নাম কি ?
- 2.13 ১৩. মানব দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
- 2.14 ১৪. মানব দেহের মোট পেশী সংখ্যা কত ?
- 2.15 ১৫. মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত ?
- 2.16 ১৬. মানব দেহের বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য কত ?
- 2.17 ১৭. মানব দেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত ?
- 2.18 ১৮. মানব দেহের সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত ?
- 2.19 ১৯. মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?
- 2.20 ২০. মানব দেহের করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া ?
- 2.21 ২১. মানব দেহের মস্তিষ্কের কোষের সংখ্যা কত ?
- 2.22 ২২. মানব দেহের কোষের সংখ্যা কত ?
- 2.23 ২৩. মানব দেহের জিহ্বার স্বাদ কোরকের সংখ্যা কয়টি ?
- 2.24 ২৪. লােহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন ?
- 2.25 ২৫. মানব দেহের BMR কত ?
- 2.26 ২৬. মানব দেহের মোট রক্তের পরিমাণ কত লিটার ?
- 2.27 ২৭. মানব দেহের রক্ততনের সময়কাল কত ?
- 2.28 ২৮. মানব দেহের যকৃতের ওজন কত ?
- 2.29 ২৯. মানব দেহের অনুচক্রিকার সংখ্যা কত ?
- 2.30 ৩০. মানব দেহের শ্বেত রকণিকার সংখ্যা কত ?
- 2.31 ৩১. মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
- 2.32 ৩২. মানব দেহের জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি কত ?
- 2.33 ৩৩. ৫ বছর বয়সের শিশুর স্বাভাবিক শ্বাস গতি কত ?
- 2.34 ৩৪. ১৫ বছর বয়সের বালকের স্বাভাবিক শ্বাস গতি কত ?
- 2.35 ৩৫. একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাস গতি কত ?
- 2.36 ৩৬. মানব মস্তিষ্কের ওজন কত ?
- 2.37 ৩৭. মানব দেহের পিটুইটারী গ্রন্থির ওজন কত ?
- 2.38 ৩৮. মানব দেহের হৃৎপিন্ডের ওজন কত ?
- 2.39 ৩৯. মানব দেহের বৃক্কের ওজন কত ?
- 2.40 ৪২. মানুষের গলার কটি নালী থাকে ?
- 2.41 ৪৩. মানব দেহের সর্বাপেক্ষা হাল্কা অস্থির নাম কি ?
- 2.42 ৪৪. মানুষের কোন অঙ্গ কখনাে বিশ্রাম পায় না ?
- 2.43 ৪২. মানুষের ত্বকের সাধারণ স্থূলত্ব কত ?
- 2.44 ৪৪. মানুষের কোন অঙ্গ ছাড়াও কাজ চলে যায় ?
- 2.45 ৪৬. চুল বা নখ কাটলে ব্যথা লাগে না কেন ?
- 2.46 ৪৭. মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত ?
- 2.47 ৪৮. মানব দেহের বৃহত্তম ও শক্তিশালী হাড়ের নাম কি ?
- 2.48 ৪৯. মানব দেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি ?
- 2.49 ৫০. মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি ?
- 2.50 ৫১. মানব দেহের বৃহত্তম জিনের নাম কি ?
মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর :
আরো পড়ুন – বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা
মানব দেহ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :
১. মানব দেহের বৃহত্তম পেশীর নাম কি ?
উত্তর :- গ্লুটিয়াস
২. মানব দেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি ?
উত্তর :- থাইরয়েড
৩. মানব দেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক কোনটি ?
উত্তর :- কনজাংটিভা
৪. মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
উত্তর :- যকৃত
৫. মানব দেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি ?
উত্তর :- প্লীহা
৬. মানব দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি ?
উত্তর :- সায়াটিকা নার্ভ
৭. মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি ?
উত্তর :- স্নায়ুকোষ
৮. মানব দেহের একটি মিশ্র গ্রন্থি নাম লেখো ।
উত্তর :- অগ্ন্যাশয়
৯. মানব দেহের কঠিনতম অংশ কোনটি ?
উত্তর :- দাঁতের এনামেল
১০. মানব দেহের ব্যস্ততম অঙ্গের নাম কি ?
উত্তর :- হৃৎপিণ্ড
১১. মানব শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় কোন অঙ্গ ?
উত্তর :- লিভার
১২. মানব দেহের শক্তিশালী পেশীর নাম কি ?
উত্তর :- চোয়ালের পেশী
১৩. মানব দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
উত্তর :- অক্সিন্টিক গ্রন্থি
১৪. মানব দেহের মোট পেশী সংখ্যা কত ?
উত্তর :- ৬৩৯
১৫. মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৯ মিটার
১৬. মানব দেহের বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৩৫-৫০ মিমি
১৭. মানব দেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত ?
উত্তর :- ১.৫ মিটার।
১৮. মানব দেহের সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৪২-৪৫ সেমি।
১৯. মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?
উত্তর :- ৭ মিটার
২০. মানব দেহের করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া ?
উত্তর :- ১২ জোড়া
২১. মানব দেহের মস্তিষ্কের কোষের সংখ্যা কত ?
উত্তর :- ১০,০০০ মিলিয়ন
২২. মানব দেহের কোষের সংখ্যা কত ?
উত্তর :- ৬০,০০০ মিলিয়ন
২৩. মানব দেহের জিহ্বার স্বাদ কোরকের সংখ্যা কয়টি ?
উত্তর :- ৯০০০-১০,০০০
২৪. লােহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন ?
উত্তর :- ১২০ দিন ।
২৫. মানব দেহের BMR কত ?
উত্তর :- ১০০০-২০০০ Kcal/দিন পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে ১০০০-১৭০০Kcal/দিন ।
২৬. মানব দেহের মোট রক্তের পরিমাণ কত লিটার ?
উত্তর :- ৫.৬ লিটার
২৭. মানব দেহের রক্ততনের সময়কাল কত ?
উত্তর :- ৩.৬ মিনিট
২৮. মানব দেহের যকৃতের ওজন কত ?
উত্তর :- ১.৫ কিগ্রা
২৯. মানব দেহের অনুচক্রিকার সংখ্যা কত ?
উত্তর :- ২৫০,০০০-৫,০০,০০০
৩০. মানব দেহের শ্বেত রকণিকার সংখ্যা কত ?
উত্তর :- ৭,০০০-১০,০০০
৩১. মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উত্তর :- ৯৮.৪°F (প্রায় ৩৭° C)
৩২. মানব দেহের জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি কত ?
উত্তর :- ৪০-৬০/মিনিট
৩৩. ৫ বছর বয়সের শিশুর স্বাভাবিক শ্বাস গতি কত ?
উত্তর :- ২৪-২৬/মিনিট
৩৪. ১৫ বছর বয়সের বালকের স্বাভাবিক শ্বাস গতি কত ?
উত্তর :- ২০-২২/ মিনিট
৩৫. একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাস গতি কত ?
উত্তর :- ১৪-১৮ মিনিট
৩৬. মানব মস্তিষ্কের ওজন কত ?
উত্তর :- ১.৩৬ কিগ্রা
৩৭. মানব দেহের পিটুইটারী গ্রন্থির ওজন কত ?
উত্তর :- ১.৫ গ্রাম
৩৮. মানব দেহের হৃৎপিন্ডের ওজন কত ?
উত্তর :- ৩৩০ গ্রাম
৩৯. মানব দেহের বৃক্কের ওজন কত ?
উত্তর :- ১২৫-১৭০ গ্রাম
৪০. মানব দেহের মােট অস্থি সংখ্যা কত ?
উত্তর :- ২০৬ টি
৪১. মানব দেহের করোটি অস্থির সংখ্যা কত ?
উত্তর :- ২২টি
৪২. মানুষের গলার কটি নালী থাকে ?
উত্তর :- মানুষের গলায় দুটি নালী। একটি শ্বাসনালী ও অপরটি হল খাদ্যনালী।
৪৩. মানব দেহের সর্বাপেক্ষা হাল্কা অস্থির নাম কি ?
উত্তর :- ন্যাসো-টারবিনালস
৪৪. মানুষের কোন অঙ্গ কখনাে বিশ্রাম পায় না ?
উত্তর :- কিডনি ও হৃৎপিন্ড
৪২. মানুষের ত্বকের সাধারণ স্থূলত্ব কত ?
উত্তর :- ১.২ মিমি
৪৪. মানুষের কোন অঙ্গ ছাড়াও কাজ চলে যায় ?
উত্তর :- অ্যাপেনডিক্স
৪৫.মানবদেহে যত শিরা আছে তাদের মোট দৈর্ঘ্য কত হবে ?
উত্তর :- প্রায় ৬০ মাইল ।
৪৬. চুল বা নখ কাটলে ব্যথা লাগে না কেন ?
উত্তর :- চুল বা নখে কোন স্নায়ু নেই বলে চুল বা নখ কাটলে ব্যথা লাগে না।
৪৭. মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত ?
উত্তর :- ২০৬টি
৪৮. মানব দেহের বৃহত্তম ও শক্তিশালী হাড়ের নাম কি ?
উত্তর :- ফিমার
৪৯. মানব দেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি ?
উত্তর :- স্টেপিস
৫০. মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি ?
উত্তর :- শুক্রানু
৫১. মানব দেহের বৃহত্তম জিনের নাম কি ?
উত্তর :- ডিস্ট্রোফিন
আরো পড়ুন – বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ