হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন – 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালােজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও হাইড্রোজেনের ধর্মের কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় ।
এই পৃষ্ঠায়
হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন :
আরো পড়ুন – বিভিন্ন ধাতুর আকরিকের নামের তালিকা
হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কারণ :
ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজাতে গিয়ে মেন্ডেলিফ লক্ষ্য করেন যে, 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালােজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1A ও VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যায়। পর্যায়-সারণিতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মেন্ডেলিফ বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন বলে হাইড্রোজেনকে তিনি দুষ্ট মৌল নামে অভিহিত করেন।
ক্ষার ধাতুর সঙ্গে 1 নং শ্রেণিভুক্ত করার সপক্ষে যুক্তি :
(ক) ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল ও 1 টি ইলেকট্রন বর্জন করে H+ আয়ন দেয় ।
(খ) ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে 1 টি ইলেকট্রন থাকে ।
(গ) ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনও সুস্থিত অক্সাইড গঠন করে।
(ঘ) ক্ষার ধাতুর হ্যালাইডের মতো হাইড্রোজেনও হ্যালোজেন মৌলগুলির সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ গঠন করে। যেমন – HF, HCI ইত্যাদি ।
(ঙ) ক্ষার ধাতুর হ্যালাইডগুলির মতো হাইড্রোজেনের হ্যালাইডগুলিও জলীয় দ্রবণে তড়িবিশ্লেষিত হয়ে ক্যাথোডে H2 গ্যাস উৎপন্ন করে।
হ্যালোজেন মৌলগুলির সঙ্গে 17 নং শ্রেণিভুক্ত করার সপক্ষে যুক্তি :
(ক) হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন দ্বি-পরমাণুক ।
(খ) হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন গ্যাসীয় অধাতব মৌল।
(গ) হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও বিভিন্ন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে সদৃশ সংকেতের সমযোজী যৌগ গঠন করে।
(ঘ) হ্যালোজেন মৌলগুলি যেমন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড যৌগ গঠন করে তেমনি হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড যৌগ গঠন করে ।
(ঙ) হ্যালোজেন মৌলগুলি যেমন 1 টি ইলেকট্রন গ্রহণ করে হ্যালাইড আয়ন উৎপন্ন করে তেমনই হাইড্রোজেনও 1 টি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড আয়ন উৎপন্ন করে।
IA বা 1 নং শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের বৈসাদৃশ্য :
(ক) ক্ষার ধাতুগুলি কঠিন কিন্তু হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ।
(খ) ক্ষার ধাতুগুলি এক পরমাণুক কিন্তু হাইড্রোজেন দ্বি-পরমাণুক।
(গ) ক্ষার ধাতুগুলির অক্সাইড ক্ষারীয় প্রকৃতির, কিন্তু হাইড্রোজেনের অক্সাইড প্রশম।
VIIA বা 17 নং শ্রেণির হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনের বৈসাদৃশ্য :
(ক) হ্যালোজেন মৌলগুলি তীব্র জারক কিন্তু হাইড্রোজেন বিজারক ।
(খ) হ্যালোজেন মৌলগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক কিন্তু হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল।
(গ) হাইড্রোজেনের অক্সাইড প্রশম প্রকৃতির কিন্তু হ্যালোজেন মৌলগুলির অক্সাইড আম্লিক প্রকৃতির।
(ঘ) হ্যালোজেন মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে 7 টি ইলেকট্রন উপস্থিত থাকে কিন্তু হাইড্রোজেনের একটিমাত্র কক্ষপথে 1 টি ইলেকট্রন উপস্থিত।
FAQs On – হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন
ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজাতে গিয়ে মেন্ডেলিফ লক্ষ্য করেন যে, 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালােজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1A ও VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যায়। পর্যায়-সারণিতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মেন্ডেলিফ বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন বলে হাইড্রোজেনকে তিনি দুষ্ট মৌল নামে অভিহিত করেন।
হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় ।
পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান – 1A ও VIIB শ্রেণিতে ।