আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ জিকে – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ICC Men’s Cricket World Cup 2023 নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ জিকে :
- 2 আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ জিকে :
- 2.1 [১] 2023 ICC One Day Cricket World Cup কত তম সংস্করণ ?
- 2.2 [২] ICC Cricket World Cup 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
- 2.3 [৩] ICC Cricket World Cup 2023-এর Mascot কী ?
- 2.4 [৪] ICC Cricket World Cup 2023-এর Theme Song কী ?
- 2.5 উত্তরঃ (গ) দিল জশন বোলে
- 2.6 [৫] ICC Cricket World Cup 2023-প্রতিযোগিতার জন্য কোন অভিনেতাকে ব্র্যান্ড এম্বাসাডর করা হয়েছে ?
- 2.7 [৬] ICC Cricket World Cup 2023-প্রতিযোগিতায় কতগুলি দেশ অংশগ্রহণ করেছে ?
- 2.8 [৭] ICC Cricket World Cup 2023- প্রতিযোগিতায় কোন দল প্রথম ম্যাচ জিতেছে ?
- 2.9 [৮] ICC Cricket World Cup 2023-এর ফাইনাল ম্যাচ কোথায় খেলা হবে ?
- 2.10 [৯] ICC Men Cricket World Cup 2027 – কোথায় অনুষ্ঠিত হবে ?
- 2.11 [১০] ICC Men Cricket World Cup 2019-এ কোন দেশ বিজয়ী হয়েছিল ?
- 2.12 [১১] প্রথম ICC Men Cricket World Cup কবে খেলা হয়েছিল ?
- 2.13 [১২] এক বিশ্বকাপে সবচেয়ে বেশি শত রান করার রেকর্ড রয়েছে কোন খেলোয়াড়ের ?
- 2.14 [১৩] ICC Men Cricket World Cup 2023-এ রাউন্ড রবিন ফর্ম্যাটে প্রত্যেক টিম কটি করে লীগ ম্যাচ খেলবে ?
- 2.15 [১৪] ক্রিকেট ইতিহাসে প্রথম বার কোন টিম ICC Men Cricket World Cup-এ কোয়ালিফাই করতে পারেনি ?
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ জিকে :
আরো পড়ুন – এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ জিকে :
[১] 2023 ICC One Day Cricket World Cup কত তম সংস্করণ ?
- (ক) ১২ তম
- (খ) ১৩ তম
- (গ) ১৪ তম
- (ঘ) ১৫ তম
উত্তরঃ (খ) ১৩ তম
[২] ICC Cricket World Cup 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
- (ক) বাংলাদেশ
- (খ) অস্ট্রেলিয়া
- (গ) ভারত
- (ঘ) শ্রীলংকা
উত্তরঃ (গ) ভারত
জেনে রাখো :
- সময় – ৫ই অক্টবর – ১৯ শে নভেম্বর ২০২৩
[৩] ICC Cricket World Cup 2023-এর Mascot কী ?
- (ক) Blaze and Tonk
- (খ) Jeetu
- (গ) Moga
- (ঘ) Thai Hanuman
উত্তরঃ (ক) Blaze and Tonk
জেনে রাখো :
- হরিয়ানার গুরুগ্রামে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ICC-র পক্ষ থেকে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ম্যাসকট সামনে আসে।
- অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন যশ ধুল ও শেফালি বর্মা ম্যাসকটের উদ্বোধন করেন।
- Blaze হল মহিলা Mascot এবং Tonk হল পুরুষ Mascot ।
- পুরুষ এবং মহিলা ম্যাসকট বাছার কারণ, লিঙ্গসাম্য বজায় রাখা। বিশ্বকাপের মহিলা ম্যাসকটের রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি এবং গতি তাঁকে বাকিদের থেকে সেরা এবং সুপারচার্জড পেস বোলার করে তোলে। এই দুই ম্যাসকটের মধ্যে রয়েছে ৬টি বিশেষ ক্রিকেট শক্তি। পুরুষ ম্যাসকটের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফিট ও শক্তিশালী ব্যাটসম্যানের দিকটি। সাব-জিরো কুলনেস আর হাই-ভোল্টেজ ব্যাটিং শক্তি রয়েছে পুরুষ ম্যাসকটটির। যে প্রচুর ছয় মারতে পারবে।
[৪] ICC Cricket World Cup 2023-এর Theme Song কী ?
- (ক) Dil Jhoom
- (খ) ধড়াকনে দো দিল
- (গ) দিল জশন বোলে
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) দিল জশন বোলে
[৫] ICC Cricket World Cup 2023-প্রতিযোগিতার জন্য কোন অভিনেতাকে ব্র্যান্ড এম্বাসাডর করা হয়েছে ?
- (ক) রণবীর সিং
- (খ) অমিতাভ বচ্চন
- (গ) শাহরুখ খান
- (ঘ) অক্ষয় কুমার
উত্তরঃ (গ) শাহরুখ খান
[৬] ICC Cricket World Cup 2023-প্রতিযোগিতায় কতগুলি দেশ অংশগ্রহণ করেছে ?
- (ক) ৮ টি
- (খ) ৯ টি
- (গ) ১০ টি
- (ঘ) ১১ টি
উত্তরঃ (গ) ১০ টি
জেনে রাখো :
- ১০ টি দেশ হলো – India ,Afghanistan, Australia, England, Bangladesh, New Zealand, Pakistan, South Africa ,Netherlands and Sri Lanka
- মোট ম্যাচের সংখ্যা – ৪৮ টি ।
[৭] ICC Cricket World Cup 2023- প্রতিযোগিতায় কোন দল প্রথম ম্যাচ জিতেছে ?
- (ক) New Zealand
- (খ) India
- (গ) Australia
- (ঘ) South Africa
উত্তরঃ (ক) New Zealand
জেনে রাখো :
প্রথম ম্যাচ – New Zealand Vs England ( Narendra Modi Stadium ,Ahmedabad )
[৮] ICC Cricket World Cup 2023-এর ফাইনাল ম্যাচ কোথায় খেলা হবে ?
- (ক) Narendra Modi Stadium ,Ahmedabad
- (খ) Rajiv Gandhi International Stadium ,Hyderabad
- (গ) Arun Jaitley Stadium , Delhi
- (ঘ) M.Chinnaswamy Stadium , Bengaluru
উত্তরঃ ক) Narendra Modi Stadium ,Ahmedabad
জেনে রাখো :
- ফাইনাল ম্যাচ – ১৯ শে নভেম্বর ২০২৩
[৯] ICC Men Cricket World Cup 2027 – কোথায় অনুষ্ঠিত হবে ?
- (ক) দক্ষিণ আফ্রিকা
- (খ) জিম্বাবোয়ে
- (গ) নামিবিয়া
- (ঘ) উপরের সবকটি
উত্তরঃ ঘ) উপরের সবকটি
জেনে রাখো :
- ICC Men Cricket World Cup 2027 ১৪ তম সংস্করণ ।
[১০] ICC Men Cricket World Cup 2019-এ কোন দেশ বিজয়ী হয়েছিল ?
- (ক) ভারত
- (খ) ইংল্যান্ড
- (গ) অস্ট্রেলিয়া
- (ঘ) শ্রীলংকা
উত্তরঃ (খ) ইংল্যান্ড
জেনে রাখো :
- Champion – England
- Runner Up – New Zealand
- Highest Score – Rohit Sharma (648)
[১১] প্রথম ICC Men Cricket World Cup কবে খেলা হয়েছিল ?
- (ক) ১৯৭১ সালে
- (খ) ১৯৭৫ সালে
- (গ) ১৯৭৯ সালে
- (ঘ) ১৯৮৩ সালে
উত্তরঃ (খ) ১৯৭৫ সালে
[১২] এক বিশ্বকাপে সবচেয়ে বেশি শত রান করার রেকর্ড রয়েছে কোন খেলোয়াড়ের ?
- (ক) ক্রিস গেইল
- (খ) রোহিত শর্মা
- (গ) বিরাট কোহলি
- (ঘ) সচিন তেন্ডুলকার
উত্তরঃ (খ) রোহিত শর্মা
জেনে রাখো :
- রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপে ৫ বার শত রান করেছিলেন ।
[১৩] ICC Men Cricket World Cup 2023-এ রাউন্ড রবিন ফর্ম্যাটে প্রত্যেক টিম কটি করে লীগ ম্যাচ খেলবে ?
- (ক) ৮ টি
- (খ) ৯ টি
- (গ) ১০ টি
- (ঘ) ১১ টি
উত্তরঃ (খ) ৯ টি
[১৪] ক্রিকেট ইতিহাসে প্রথম বার কোন টিম ICC Men Cricket World Cup-এ কোয়ালিফাই করতে পারেনি ?
- (ক) West Indies
- (খ) England
- (গ) South Africa
- (ঘ) New Zealand
উত্তরঃ (ক) West Indies
জেনে রাখো :
- প্রথমবার ১৯৭৫ সালে ক্রিকেট বিশ্বকাপ শুরু হলে চ্যাম্পিয়ন হয়েছিল West Indies ।
- এমনকি দ্বিতীয়বার ১৯৭৯ সালেও West Indies চ্যাম্পিয়ন হয়েছিল ।
- কিন্তু ICC Men Cricket World Cup-2023-এ কোয়ালিফাই করতে পারেনি ।
আরো পড়ুন – নোবেল পুরস্কার 2023 GK