ভারতীয় সংবিধানের উৎস – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতীয় সংবিধানের উৎস গুলি নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 ভারতীয় সংবিধানের উৎস :
- 1.1 [১] ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ণ করেছে ?
- 1.2 [২] কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে ?
- 1.3 [৩] ইদানিং কালে ভারতের বিচার-সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে ” জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ” এর ধারণা । এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে ?
- 1.4 [৪] ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক একাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- 1.5 [৫] কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা ?
- 1.6 [৬] ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- 1.7 [৭] শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- 1.8 [৮] ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- 1.9 [৯] ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- 1.10 [১০] ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- 1.11 [১১] ভারতীয় সংবিধানে বর্ণিত ‘ বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ‘ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
- 1.12 [১২] ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধান কে অনুসরণ করে ?
- 1.13 [১৩] ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- 1.14 [১৪] ভারতীয় সংবিধানে বর্ণিত বিচারব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- 1.15 [১৫] ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
ভারতীয় সংবিধানের উৎস :

আরো পড়ুন – ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা
[১] ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ণ করেছে ?
- (ক) ব্রিটেন
- (খ) আয়ারল্যান্ড
- (গ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ (ক) ব্রিটেন
[২] কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে ?
- (ক) সোভিয়েত রাশিয়া
- (খ) জার্মানি
- (গ) আয়ারল্যান্ড
- (ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ (গ) আয়ারল্যান্ড
[৩] ইদানিং কালে ভারতের বিচার-সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে ” জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ” এর ধারণা । এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে ?
- (ক) আয়ারল্যান্ড
- (খ) ব্রিটেন
- (গ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ (খ) ব্রিটেন
[৪] ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক একাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- (ক) গ্রেট ব্রিটেন
- (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (গ) কানাডা
- (ঘ) সুইডেন
উত্তরঃ (ক) গ্রেট ব্রিটেন
[৫] কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা ?
- (ক) ব্রিটেন
- (খ) সুইডেন
- (গ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (ঘ) জার্মানি
উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্র
[৬] ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- (ক) কানাডা
- (খ) সুইডেন
- (গ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (ঘ) গ্রেট ব্রিটেন
উত্তরঃ (খ) সুইডেন
[৭] শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- (ক) ব্রিটেন
- (খ) জার্মানি
- (গ) কানাডা
- (ঘ) সুইডেন
উত্তরঃ (গ) কানাডা
[৮] ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- (ক) জার্মানি
- (খ) কানাডা
- (গ) সুইডেন
- (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (ক) জার্মানি
[৯] ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- (ক) ব্রিটেন
- (খ) জার্মানি
- (গ) কানাডা
- (ঘ) সোভিয়েত রাশিয়া
উত্তরঃ (ক) ব্রিটেন
[১০] ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- (খ) ব্রিটেন
- (গ) দক্ষিণ আফ্রিকা
- (ঘ) জার্মানি
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
[১১] ভারতীয় সংবিধানে বর্ণিত ‘ বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ‘ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- (খ) ব্রিটেন
- (গ) দক্ষিণ আফ্রিকা
- (ঘ) জার্মানি
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
[১২] ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধান কে অনুসরণ করে ?
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- (খ) ব্রিটেন
- (গ) দক্ষিণ আফ্রিকা
- (ঘ) জার্মানি
উত্তরঃ (গ) দক্ষিণ আফ্রিকা
[১৩] ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- (ক) দক্ষিণ আফ্রিকা
- (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (গ) সোভিয়েত রাশিয়া
- (ঘ) ব্রিটেন
উত্তরঃ (গ) সোভিয়েত রাশিয়া
[১৪] ভারতীয় সংবিধানে বর্ণিত বিচারব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- (খ) দক্ষিণ আফ্রিকা
- (গ) কানাডা
- (ঘ) সুইডেন
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
[১৫] ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- (ক) আয়ারল্যান্ড
- (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (গ) অস্ট্রেলিয়া
- (ঘ) সুইডেন
উত্তরঃ (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
আরো পড়ুন – ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে