বিভিন্ন যুদ্ধের সাল তালিকা

বিভিন্ন যুদ্ধের সাল তালিকা  – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ , সাল , প্রতিপক্ষ ও বিজয়ীদের নিয়ে ।

বিভিন্ন যুদ্ধের সাল তালিকা :

বিভিন্ন যুদ্ধের সাল তালিকা

আরো পড়ুন – ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল

বিভিন্ন যুদ্ধের সাল :

নং যুদ্ধসালপ্রতিপক্ষবিজয়ী
কলিঙ্গ যুদ্ধ২৬১ খ্রিঃ পূঃঅশোক ও কলিঙ্গরাজঅশোক
হিদাসপিসের যুদ্ধ৩২৬ খ্রিঃ পূঃআলেকজান্ডার ও পুরুআলেকজান্ডার
পেলোপনেসিয়ান যুদ্ধ৪৩১ খ্রিঃ পূঃস্পার্টা ও এথেন্স স্পার্টা
ম্যারাথনের যুদ্ধ৪৯০ খ্রিঃ পূঃএথেন্স ও পারস্যএথেন্স
প্রথম তরাইনের যুদ্ধ১১৯১ খ্রিঃপৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহান
দ্বিতীয় তরাইনের যুদ্ধ১১৯২ খ্রিঃপৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘুরি মহম্মদ ঘুরি
চন্দবারের যুদ্ধ১১৯৪ খ্রিঃমহম্মদ ঘোরী ও জয়চাঁদমহম্মদ ঘুরি
প্রথম পানিপথের যুদ্ধ১৫২৬ খ্রিঃবাবর ও ইব্রাহীম লোদীবাবর
খানুয়ার যুদ্ধ১৫২৭ খ্রিঃবাবর ও রানা সংগ্রাম সিংহবাবর
১০চান্দেরি যুদ্ধ১৫২৮ খ্রিঃবাবর ও মেদনী রায়বাবর
১১ঘর্ঘরার যুদ্ধ১৫২৯ খ্রিঃবাবর ও আফগান বাবর
১২সুরজগড়ের যুদ্ধ১৫৩৪ খ্রিঃশেরশাহ ও মামুদ খাঁশেরশাহ
১৩চৌসার যুদ্ধ১৫৩৯ খ্রিঃশেরশাহ ও হুমায়ুনশেরশাহ
১৪কনৌজের যুদ্ধ১৫৪০ খ্রিঃশেরশাহ ও হুমায়ুনশেরশাহ
১৫দ্বিতীয় পানিপথের যুদ্ধ১৫৫৬ খ্রিঃবৈরাম খাঁ ও হিমুবৈরাম খাঁ
১৬তালিকোটার যুদ্ধ১৫৬৫ খ্রিঃবিজয়নগর ও সুলতানি রাজ্যসুলতানি রাজ্য
১৭হলদিঘাটের যুদ্ধ১৫৭৬ খ্রিঃআকবর ও মহারানা প্রতাপ সিংহ আকবর
১৮সামুগড়ের যুদ্ধ১৬৫৮ খ্রিঃঔরঙ্গজেব ও দারসিকোঔরঙ্গজেব
১৯দেওরাই যুদ্ধ১৬৫৯ খ্রিঃঔরঙ্গজেব ও দারসিকোঔরঙ্গজেব
২০ভোপাল যুদ্ধ১৭৩৭ খ্রিঃপ্রথম বাজীরাও ও নিজাম-উল-মূলকপ্রথম বাজীরাও
২১গিরিয়ার যুদ্ধ১৭৪০ খ্রিঃআলীবর্দি খাঁ ও সরফরাজ খাঁআলীবর্দি খাঁ
২২প্রথম কর্ণাটকের যুদ্ধ১৭৪৬-৪৮ খ্রিঃইংরেজ ও ফরাসি বাহিনীফরাসি বাহিনী
২৩দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ১৭৪৯-৫৪ খ্রিঃইংরেজ ও ফরাসি বাহিনীইংরেজ 
২৪তৃতীয় কর্ণাটকের যুদ্ধ১৭৫৬-৬১ খ্রিঃইংরেজ ও ফরাসীইংরেজ
২৫পলাশীর যুদ্ধ১৭৫৭ খ্রিঃইংরেজ ও সিরাজউদ্দৌলাইংরেজ
২৬বিদরের যুদ্ধ১৭৫৯ খ্রিঃইংরেজ ও ওলন্দাজইংরেজ
২৭বন্দিবাসের যুদ্ধ১৭৬০ খ্রিঃইংরেজ ও ফরাসিইংরেজ
২৮তৃতীয় পানিপথের যুদ্ধ১৭৬১ খ্রিঃইংরেজ ও মারাঠাইংরেজ
২৯বক্সারের যুদ্ধ১৭৬৪ খ্রিঃইংরেজ ও মীরকাশিমইংরেজ
৩০প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ১৭৬৭-৬৯ খ্রিঃহায়দার আলী ও ইংরেজইংরেজ
৩১প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ১৭৭৫-৮২ খ্রিঃমারাঠা ও ওয়ারেন হেস্টিংসমারাঠা
৩২দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ১৭৮০-৮৪ খ্রিঃহায়দার আলী ও ইংরেজহায়দার আলী
৩৩তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ১৭৯০-৯২ খ্রিঃটিপু সুলতান ও ইংরেজইংরেজ
৩৪চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ১৭৯৯ খ্রিঃটিপু সুলতান ও ইংরেজইংরেজ
৩৫দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ১৮০৩-০৫ খ্রিঃইংরেজ ও সিন্ধিয়াইংরেজ
৩৬একারগারের যুদ্ধ১৮০৫ খ্রিঃব্রিটেন ও ফ্রান্সব্রিটেন
৩৭ওয়াটারলুর যুদ্ধ১৮১৫ খ্রিঃইংল্যান্ড ও নেপোলিয়নইংল্যান্ড
৩৮তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ১৮১৭-১৯ খ্রিঃইংরেজ ও মারাঠাইংরেজ
৩৯প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ১৮৪৫-৪৬ খ্রিঃইংরেজ ও খালসা শিখ বাহিনীইংরেজ
৪০দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ১৮৪৮-৪৯ খ্রিঃইংরেজ ও শিখ বাহিনীইংরেজ
৪১ইন্দো-পাকিস্তান যুদ্ধ১৯৪৮ খ্রি:ভারত ও পাকিস্তানভারত
৪২ভারত-চীন যুদ্ধ১৯৬২ খ্রি:ভারত ও চীন চীন
৪৩ভারত-পাক যুদ্ধ১৯৬৫ খ্রি:ভারত ও পাকিস্তানভারত
৪৪ভারত-পাক যুদ্ধ১৯৭১ খ্রিভারত ও পাকিস্তানভারত
৪৫কার্গিল যুদ্ধ১৯৯৯ খ্রি:ভারত ও পাকিস্তানভারত

আরো পড়ুন – কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন

FAQs On – বিভিন্ন যুদ্ধের সাল

হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

হলদিঘাটের যুদ্ধ আকবর ও মহারানা প্রতাপ সিংহ-এর মধ্যে ১৫৭৬ খ্রিঃ হয়েছিল ।

হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃআলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়েছিল ।

দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

দ্বিতীয় পানিপথের যুদ্ধ ১৫৫৬ খ্রিঃ বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল ।

ঘর্ঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

ঘর্ঘরার যুদ্ধ ১৫২৯ খ্রিঃ বাবর ও আফগানদের মধ্যে হয়েছিল ।

কার্গিল যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

কার্গিল যুদ্ধ হয়েছিল ১৯৯৯ খ্রি: ভারত ও পাকিস্তানের মধ্যে ।

মন্তব্য করুন