প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর

প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর নিয়ে ।

প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর

আরো পড়ুন – বর্তমানে কে কোন পদে আছে 2024

এই পৃষ্ঠায়

প্রশ্নঃ ২০২৪ অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?

  • (ক) প্যারিস ,ফ্রান্স
  • (খ) টোকিও।,জাপান
  • (গ) সাংহাই ,চীন
  • (ঘ) উপরের কোনোটিই নয়

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এর মোটো  কি ছিলো ?

  • (ক) Let’s move and Celebrate
  • (খ) Games Wide Open
  • (গ) উপরের দুটিই
  • (ঘ) উপরের কোনোটিই নয়

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিক কততম সংস্করণ ?

  • (ক) ৩১ তম
  • (খ) ৩ ২ তম
  • (গ) ৩৩ তম
  • (ঘ) ৩৪ তম

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এর ক্রীড়াবিদ সংখ্যা কত ছিলো ? 

  • (ক) ১০৭৪১
  • (খ) ১১৭১৪
  • (গ) ১২৭৪১
  • (ঘ) ১০৭১৪

প্রশ্নঃ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ?

  • (ক) ১১৫ জন
  • (খ) ১১৭ জন
  • (গ) ১২৫ জন
  • (ঘ) ১২৬ জন

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হয়ে ছিলো কবে ? 

  • (ক) ২৬শে জুলাই ২০২৪ 
  • (খ) ২৬শে জুন ২০২৪ 
  • (গ) ১১ই আগস্ট ২০২৪
  • (ঘ) ২৭শে জুলাই ২০২৪ 

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪ শেষ হয়ে ছিলো কবে ? 

  • (ক) ২৬শে জুলাই ২০২৪ 
  • (খ) ১১ই আগস্ট ২০২৪
  • (গ) ১২ই আগস্ট ২০২৪
  • (ঘ) ২৭শে জুলাই ২০২৪ 

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এর সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি ? 

  • (ক) চীন
  • (খ) ভারত
  • (গ) আমেরিকা
  • (ঘ) উভয়ই ক ও গ

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের স্থান কত ? 

  • (ক) ৭০ তম
  • (খ) ৭১ তম
  • (গ) ৭২ তম
  • (ঘ) ৬৯ তম

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে ?

  • (ক) ৫ টি
  • (খ) ৮ টি
  • (গ) ৬ টি
  • (ঘ) ৭ টি

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪ -এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে ? 

  • (ক) আমন শেরাওয়াত
  • (খ) সরবজ্যোত সিং
  • (গ) স্বপ্নিল কুশালে
  • (ঘ) ভিনেশ ফোগট

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে এনেছেন ?

  • (ক) মনিকা বাত্রা
  • (খ) নিখাত জারিন
  • (গ) মনু ভাকর
  • (ঘ) পি. ভি. সিন্ধু

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক কে এনেছেন ?

  • (ক) মনু ভাকর ও সরবজ্যোত সিং
  • (খ) মনু ভাকর
  • (গ) সরবজ্যোত সিং
  • (ঘ) উপরের কেউই নয়

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে তৃতীয় পদক কে এনেছেন ? 

  • (ক) আমন শেরাওয়াত
  • (খ) সরবজ্যোত সিং
  • (গ) স্বপ্নিল কুশালে
  • (ঘ) ভিনেশ ফোগট

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে চতুর্থ পদক এসেছে – 

  • (ক) সরবজ্যোত সিং এর হাত ধরে
  • (খ) স্বপ্নিল কুশালের হাত ধরে
  • (গ) আমন শেরাওয়াত এর হাত ধরে
  • (ঘ) ভারতীয় পুরুষ হকি দল এর হাত ধরে

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে পঞ্চম পদক কে এনেছেন ? 

  • (ক) স্বপ্নিল কুশালে
  • (খ) নীরজ চোপড়া
  • (গ) আমন শেরাওয়াত
  • (ঘ) মনু ভাকের

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে ষষ্ঠ পদক কে এনেছেন ?

  • (ক) আমন শেরাওয়াত
  • (খ) সরবজ্যোত সিং
  • (গ) স্বপ্নিল কুশালে
  • (ঘ) ভিনেশ ফোগট

প্রশ্নঃ আগস্ট ২০২৪-এ কোন ভারতীয় মহিলা কুস্তিগীর ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে অযোগ্য ঘোষিত হওয়ার পরই কুস্তি থেকে অবসর নিয়েছে ?

  • (ক) গীতা ফোগট
  • (খ) সরিতা মোর
  • (গ) সাক্ষী মালিক
  • (ঘ) ভিনেশ ফোগট

প্রশ্নঃ

প্রশ্নঃ দ্বিতীয় ভারতীয় হিসাবে 2024 সালে ‘আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক সমিতি (IOC)’ দ্বারা সম্মানিত সর্বোচ্চ পুরস্কার ‘অলিম্পিক অর্ডার’ প্রদান করা হয়েছে কাকে ?

  • (ক) অর্পিত চোপড়া
  • (খ) অভিনব বিন্দ্রা
  • (গ) অলোক শুক্লা
  • (ঘ) নীরজ চোপড়া

প্রশ্নঃ ভারত কোন খেলোয়াড়কে অলিম্পিক টুর্নামেন্ট সমাপ্তির দিনে পতাকা বাহক হিসেবে নিযুক্ত করেছিল ?

  • (ক) পি. আর. শ্রীজেশ
  • (খ) মনু ভাকের
  • (গ) আমন শেরাওয়াত
  • (ঘ) ক ও খ দুজনেই

আরো পড়ুন – IPL 2024 জিকে প্রশ্ন উত্তর

ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog

জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK

পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – drmonojog63

আরো জানতে পড়ুন –

মন্তব্য করুন