ভারতের ষোড়শ মহাজনপদ । Indian 16 Mahajanapadas

ভারতের ষোড়শ মহাজনপদ – খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে  উত্তর ভারত ষোলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। এই ষোলটি রাষ্ট্রকে একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ

ভারতের ষোড়শ মহাজনপদ :

ভারতের ষোড়শ মহাজনপদ
মহাজনপদ রাজধানী বর্তমান অবস্থান
কাশী বারাণসী বেনারস
কোশল শ্রাবস্তী বা কুশবতীঅযোধ্যা
অঙ্গ চম্পাপূর্ব বিহার
মগধ প্রথমে রাজগৃহ, পরে পাটলিপুত্রদক্ষিণ বিহার
বৃজি বৈশালীউত্তর বিহার
মল্ল কুশীনারা এবং পাবাগোরখপুর
চেদি শুক্তিমতি বুন্দেলখন্ড
বৎস কৌশাম্বীএলাহাবাদ
কুরু ইন্দ্রপ্রস্থদিল্লি
পাঞ্চাল উত্তরের রাজধানী ছিল আহিছিত্র ও দক্ষিণের কাম্পিল্য বেরিলি-বদায়ুন অঞ্চল
মৎস বিরাটনগরজয়পুর
শূরসেন মথুরামথুরা
অস্মক পোটানা বা পোটালিগোদাবরী উপত্যকা
অবন্তী উজ্জয়িনী (উত্তরের রাজধানী) , মহিষমতি (দক্ষিণের রাজধানী)মালব
গান্ধার তক্ষশীলাপেশোয়ার ও রাওয়ালপিন্ডি
কম্বোজ রাজপুরদক্ষিণ-পশ্চিম কাশ্মীর

আরো পড়ুন – রুশ বিপ্লব কি ? রুশ বিপ্লবের কারণ আলোচনা করো

FAQ On – ভারতের ষোড়শ মহাজনপদ

বিম্বিসার কোন মহাজনপদটিকে দখল করেছিলেন ?

বিম্বিসার অঙ্গ দখল করেছিলেন ।

মহাজনপদ শব্দের অর্থ কি ?

মহাজনপদ শব্দের অর্থ বৃহৎ রাজ‍্য।

কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় ?

বৌদ্ধ সাহিত্য অঙ্গুত্তরনিকা গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় ।

মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন কে ?

মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন উদয়িন ।

গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদটি অবস্থিত ছিল ?

গোদাবরী নদীর তীরে অস্মক মহাজনপদটি অবস্থিত ছিল ।

তক্ষশীলা কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল ?

তক্ষশীলা সিন্ধু ও ঝিলাম নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল।

রাজা প্রসেনজিৎ কোন মহাজনপদে রাজত্ব করেছিলেন ?

 রাজা প্রসেনজিৎ কোশল মহাজনপদে রাজত্ব করেছিলেন ।

গৌতম বুদ্ধ কোন মহাজনপদে প্রায়ত হয়েছিলেন ?

গৌতম বুদ্ধ মল্ল মহাজনপদে প্রায়ত হয়েছিলেন ।

ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ছিল ?

ষোড়শ মহাজন পদগুলির মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী ছিল ।

প্রজাতান্ত্রিক মহাজন পদগুলির নাম লেখো ।

বৃজি ও মল্ল হল দুটি প্রজাতান্ত্রিক মহাজন পদ ।

দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম লেখো ।

দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম হল অস্মক ।

মোট কয়টি মহাজন পদ ছিল ?

মোট ১৬ টি মহাজন পদ ছিল ।

গান্ধারী কোন মহাজনপদের রাজকন্যা ছিলেন ?

গান্ধারী গান্ধার মহাজনপদের রাজকন্যা ছিলেন ।

চম্পা নগরীর পূর্ব নাম কি ছিল ?

চম্পা নগরীর পূর্ব নাম মালিনী ছিল ।

মন্তব্য করুন