ভারতের ষোড়শ মহাজনপদ – খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারত ষোলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। এই ষোলটি রাষ্ট্রকে একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ ।
ভারতের ষোড়শ মহাজনপদ :

মহাজনপদ | রাজধানী | বর্তমান অবস্থান |
---|---|---|
কাশী | বারাণসী | বেনারস |
কোশল | শ্রাবস্তী বা কুশবতী | অযোধ্যা |
অঙ্গ | চম্পা | পূর্ব বিহার |
মগধ | প্রথমে রাজগৃহ, পরে পাটলিপুত্র | দক্ষিণ বিহার |
বৃজি | বৈশালী | উত্তর বিহার |
মল্ল | কুশীনারা এবং পাবা | গোরখপুর |
চেদি | শুক্তিমতি | বুন্দেলখন্ড |
বৎস | কৌশাম্বী | এলাহাবাদ |
কুরু | ইন্দ্রপ্রস্থ | দিল্লি |
পাঞ্চাল | উত্তরের রাজধানী ছিল আহিছিত্র ও দক্ষিণের কাম্পিল্য | বেরিলি-বদায়ুন অঞ্চল |
মৎস | বিরাটনগর | জয়পুর |
শূরসেন | মথুরা | মথুরা |
অস্মক | পোটানা বা পোটালি | গোদাবরী উপত্যকা |
অবন্তী | উজ্জয়িনী (উত্তরের রাজধানী) , মহিষমতি (দক্ষিণের রাজধানী) | মালব |
গান্ধার | তক্ষশীলা | পেশোয়ার ও রাওয়ালপিন্ডি |
কম্বোজ | রাজপুর | দক্ষিণ-পশ্চিম কাশ্মীর |
আরো পড়ুন – রুশ বিপ্লব কি ? রুশ বিপ্লবের কারণ আলোচনা করো
FAQ On – ভারতের ষোড়শ মহাজনপদ
বিম্বিসার অঙ্গ দখল করেছিলেন ।
মহাজনপদ শব্দের অর্থ বৃহৎ রাজ্য।
বৌদ্ধ সাহিত্য অঙ্গুত্তরনিকা গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় ।
মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন উদয়িন ।
গোদাবরী নদীর তীরে অস্মক মহাজনপদটি অবস্থিত ছিল ।
তক্ষশীলা সিন্ধু ও ঝিলাম নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল।
রাজা প্রসেনজিৎ কোশল মহাজনপদে রাজত্ব করেছিলেন ।
গৌতম বুদ্ধ মল্ল মহাজনপদে প্রায়ত হয়েছিলেন ।
ষোড়শ মহাজন পদগুলির মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী ছিল ।
বৃজি ও মল্ল হল দুটি প্রজাতান্ত্রিক মহাজন পদ ।
দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম হল অস্মক ।
মোট ১৬ টি মহাজন পদ ছিল ।
গান্ধারী গান্ধার মহাজনপদের রাজকন্যা ছিলেন ।
চম্পা নগরীর পূর্ব নাম মালিনী ছিল ।