Indian Constitution GK in Bengali – আজ তোমাদের সাথে আলোচনা করলাম ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 Indian Constitution GK in Bengali :
- 1.1 [১]“সংবিধানের প্রস্তাবনা”-এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
- 1.2 [২] ” লিখিত সংবিধান”- এই বৈশিষ্ট্যটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?
- 1.3 [৩] ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ?
- 1.4 [৪] ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
- 1.5 [৫] ” Fundamental Right”(মৌলিক অধিকার) ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
- 1.6 [৬] “বিচার বিভাগের স্বাধীনতা”- এই বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
- 1.7 [৭] স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
- 1.8 [৮] লোকসভার প্রধানকে কি বলা হয়?
- 1.9 [৯] কাস্টিং ভোট কি?
- 1.10 [১০] কোয়ারম(Quorum) কাকে বলা হয়?
- 1.11 [১১] স্বাধীন ভারতের প্রথম স্পিকার কে ছিলেন ?
- 1.12 [১২] ভারতের রাষ্ট্রপতি হতে গেলে নূন্যতম বয়স কত হতে হবে?
- 1.13 [১৩] লোক সভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
- 1.14 [১৪] কাকে মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ?
- 1.15 [১৫] শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
- 1.16 [১৬] অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
Indian Constitution GK in Bengali :

আরো পড়ুন – ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য
[১]“সংবিধানের প্রস্তাবনা”-এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
(A) আয়ারল্যান্ড
(B) ব্রিটেন
(C) আমেরিকা
(D) অস্ট্রেলিয়া
Ans- (C) আমেরিকা
[২] ” লিখিত সংবিধান”- এই বৈশিষ্ট্যটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?
(A) আয়ারল্যান্ড
(B) ব্রিটেন
(C) আমেরিকা
(D) অস্ট্রেলিয়া
Ans- (C) আমেরিকা
[৩] ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ?
(A) সুপ্রিমকোর্টকে
(B) হাইকোর্টকে
(C) রাষ্ট্রপতিকে
(D) প্রধানমন্ত্রীকে
Ans- (A) সুপ্রিমকোর্টকে
[৪] ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
(A) জহরলাল নেহেরু
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) ড. রাজেন্দ্রপ্রসাদ
(D) মহম্মদ আলী জিন্নাহ
Ans- (C) ড. রাজেন্দ্রপ্রসাদ
[৫] ” Fundamental Right”(মৌলিক অধিকার) ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া?
(A) আমেরিকা থেকে
(B) ব্রিটেন থেকে
(C) কানাডা থেকে
(D) রাশিয়া থেকে
Ans- (A) আমেরিকা থেকে
[৬] “বিচার বিভাগের স্বাধীনতা”- এই বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(A) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
(B) জার্মানির সংবিধান থেকে
(C) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে
(D) ফ্রান্সের সংবিধান থেকে
Ans- (C) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ( এটি শাসন বিভাগ ও আইন বিভাগের আন্ডারে নয়।এটি সম্পূর্ণ স্বাধীন)।
[৭] স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
(A) জহরলাল নেহেরু
(B) ড. রাজেন্দ্রপ্রসাদ
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) মহম্মদ আলী জিন্নাহ
Ans- (B) ড. রাজেন্দ্রপ্রসাদ
[৮] লোকসভার প্রধানকে কি বলা হয়?
(A) স্পিকার
(B) ডেপুটি স্পিকার
(C) চেয়ারম্যান
(D) উপরের সবগুলিই
Ans- (A) স্পিকার
[৯] কাস্টিং ভোট কি?
(A) একের অধিক ভোটকে বোঝায়
(B) অবৈধ ভোটকে বোঝায়
(C) নির্ণায়ক ভোটকে বোঝায়
(D) নষ্ট হয়ে যাওয়া ভোটকে বোঝায়
Ans-(C) নির্ণায়ক ভোটকে বোঝায়। ( যখন রাজ্যসভায় ও লোকসভায় ভোট হয় তখন যদি দুপক্ষেই টাই হয়ে যায় তখন স্পিকার যে নির্যায়ক ভোট প্রদান করেন তাকেই কাস্টিং ভোট বলে। তবে 99% ক্ষেত্রে লোকসভা জয়লাভ করে)।
[১০] কোয়ারম(Quorum) কাকে বলা হয়?
(A) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/10 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
(B) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/5 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
(C) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/3 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
(D) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/4 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
Ans- (A) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/10 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক। ( রাজ্যসভা এবং লোকসভার মিটিং চালাতে গেলে যে নূন্যতম সদস্য মিটিং-এ অংশগ্রহণ করা আবশ্যক সেই সংখ্যাকে কোয়ারম(Quorum)বলা হয়।এই অংশ(1/10) উপস্থিত না থাকলে মিটিং টি বন্ধ হয়ে যায়,এবং এই মিটিং টি বন্ধ করার অধিকার একমাত্র স্পিকারেরই থাকে)।
[১১] স্বাধীন ভারতের প্রথম স্পিকার কে ছিলেন ?
(A) সচ্চিদানন্দ সিনহা
(B) G.V. আয়েঙ্গেকার
(C) G.V. মভলঙ্কর
(D) K. কুমারস্বামী
Ans-(C) G.V. মভলঙ্কর
[১২] ভারতের রাষ্ট্রপতি হতে গেলে নূন্যতম বয়স কত হতে হবে?
(A) ৩৫ বছর
(B) ৩০ বছর
(C) ২৫ বছর
(D) ৪০ বছর
Ans- (A) ৩৫ বছর
[১৩] লোক সভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
(A) 543 জন
(B) 552 জন
(C) 553 জন
(D) 545 জন
Ans- (B) 552 জন (লোক সভার 552 জন সদস্যের মধ্যে 550 জন রাজ্য গুলির ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রতিনিধি হতে পারে। আর বাকি 2 জন সংবিধানের 331 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন “Anglo Indian Community”- থেকে)।
[১৪] কাকে মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ?
(A) রাষ্ট্রপতিকে
(B) প্রধানমন্ত্রীকে
(C) আদালতকে
(D) রাজ্যপালকে
Ans- (C) আদালতকে
[১৫] শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
(A) কেন্দ্র তালিকার
(B) যুগ্ম তালিকার
(C) কেন্দ্র ও যুগ্ম তালিকা উভয়ই
(D) কোনোটিই নয়
Ans- (B) যুগ্ম তালিকার
[১৬] অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
(A) সুপ্রিমকোর্টে
(B) লোকসভাতে
(C) রাজ্যসভাতে
(D) হাইকোর্টে
Ans- (B) লোকসভাতে
আরো পড়ুন – ভারতীয় সংবিধানের উৎস