বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা ,শ্রেষ্ঠ সম্রাট ও শেষ সম্রাটদের নিয়ে ।
বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা :
আরো পড়ুন – ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তির তালিকা
ভারতের রাজবংশ তালিকা :
নং | বংশ | প্রতিষ্ঠাতা | শেষ সম্রাট | শ্রেষ্ঠ সম্রাট |
---|---|---|---|---|
১ | হর্ষংক | বিম্বিসার | নাগদাস | অজাতশত্রু |
২ | শিশুনাগ | শিশুনাগ | কালাশোক | শিশুনাগ |
৩ | নন্দ | মহাপদ্ম নন্দ | ধননন্দ | ধননন্দ |
৪ | মৌর্য | চন্দ্রগুপ্ত মৌর্য | বৃহদ্রথ | অশোক |
৫ | কুষাণ | কুজুল কদফিসেস | বাসুদেব | কণিষ্ক |
৬ | সাতবাহন | সিমুক | যজ্ঞশ্রী সাতকর্ণী | গৌতমীপুত্র সাতকর্ণী |
৭ | গুপ্ত | শ্রীগুপ্ত | দ্বিষ্ণুগুপ্ত | সমুদ্রগুপ্ত |
৮ | পুষ্যভূতি | প্রভাকর বর্ধন | হর্ষবর্ধন | হর্ষবর্ধন |
৯ | প্রতিহার | হরিচন্দ্র | মহীপাল | মিহির ভোজ |
১০ | পাল | গোপাল | মদন পাল | দেব পাল |
১১ | সেন | সামন্ত সেন | লক্ষণ সেন | বিজয় সেন |
১২ | চালুক্য | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তি বর্মন | দ্বিতীয় পুলকেশী |
১৩ | রাষ্ট্রকূট | দন্তি দুর্গ | চতুর্থ অমোঘ বর্ণ | তৃতীয় কৃষ্ণ |
১৪ | পল্লব | শিবস্কন্দ বর্মন | অপরাজিত বর্মন | নরসিংহ বর্মন |
১৫ | চোল | কারিকল | কুলতুংগ | রাজেন্দ্র চোল |
১৬ | দাস | কুতুবউদ্দিন আইবক | কাইকোবাদ | ইলতুৎমিস |
১৭ | খলজী | জালাল উদ্দিন | মুবারক শাহ খলজী | আলাউদ্দিন খলজী |
১৮ | মোগল সামাজ্য | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ | আকবর |
১৯ | বাহমনী | আলাউদ্দিন বাহমন শাহ | কালিম উল্লাহ শাহ | মামুদ গাওয়ান |
২০ | সৈয়দ | খিজির খাঁ | আলাউদ্দিন আলম শাহ | মামুদ গাওয়ান |
২১ | তুঘলক | গিয়াস উদ্দিন তুঘলক | নাসির উদ্দিন মামুদ | মহম্মদ বিন তুঘলক |
২২ | লোদি | বহলুল লোদী | ইব্রাহিম লোদী | ইব্রাহিম লোদী |
আরো পড়ুন – বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা
FAQs On ভারতের রাজবংশ তালিকা
গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?
গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত ।
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত ।
শেষ মৌর্যসম্রাট কে ছিলেন ?
শেষ মৌর্যসম্রাট ছিলেন বৃহদ্রথ ।
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক ।
দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক ।
শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় ।
চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল ।
পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ?
পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন ।
প্রতিহার বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
প্রতিহার বংশের শেষ সম্রাট ছিলেন মিহির ভোজ ।