ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ নিয়ে । আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ।
ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তালিকা :
আরো পড়ুন – বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান তালিকা
ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ :
[১] ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) কলকাতা
- (খ) মহারাষ্ট্র
- (গ) তামিলনাড়ু
- (ঘ) গুজরাট
উত্তরঃ (খ) মহারাষ্ট্র [ অজন্তা ইলোরা গুহা গুপ্ত সম্রাটদের আমলে নির্মিত হয়েছিল ]
[২] ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) কলকাতা
- (খ) মহারাষ্ট্র
- (গ) তামিলনাড়ু
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ঘ) উত্তরপ্রদেশ (আগ্রা) [এই স্থাপত্যটি মুঘল সম্রাট আকবরের আমলে নির্মিত হয়েছিল ]
[৩] চারমিনার কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) মহারাষ্ট্র
- (গ) তামিলনাড়ু
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ক) অন্ধ্রপ্রদেশ (হায়দ্রাবাদ) [এই স্থাপত্যটি নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ ]
[৪] বিবি-কা-মকবারা রাজ্যে অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) মহারাষ্ট্র
- (গ) তামিলনাড়ু
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (খ) মহারাষ্ট্র (ওরঙ্গাবাদ) [ এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল ঔরঙ্গজেবের শাসনকালে ]
[৫] বড়ো ইমামবাড়া কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) মহারাষ্ট্র
- (গ) তামিলনাড়ু
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ঘ) উত্তরপ্রদেশ (লখনৌ) [ এই স্থাপত্যটি নির্মাণ করেছিলেন আসফ উদ-দৌলা ]
[৬] লালবাগ কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) মহারাষ্ট্র
- (গ) কর্ণাটক
- (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (গ) কর্ণাটক (ব্যাঙ্গালোর) [এই স্থাপত্যটি নির্মাণ করেছিলেন হায়দার আলী ]
[৭] সবরমতি আশ্রম কোথায় অবস্থিত ?
- (ক) আহমেদাবাদ
- (খ) গান্ধীনগর
- (গ) লখনউ
- (ঘ) ব্যাঙ্গালোর
উত্তরঃ (ক) আহমেদাবাদ (গুজরাট) [ মহাত্মা গান্ধী এই আশ্রমটি নির্মাণ করেছিলেন ]
[৮] ভিক্টরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত ?
- (ক) আহমেদাবাদ
- (খ) কলকাতা
- (গ) আগ্রা
- (ঘ) লখনৌ
উত্তরঃ (খ) কলকাতা [ ব্রিটিশ শাসনকালে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল ]
[৯] নিশাত গার্ডেন কোন রাজ্যে অবস্থিত ?
- (ক) আহমেদাবাদ
- (খ) কলকাতা
- (গ) আগ্রা
- (ঘ) শ্রীনগর
উত্তরঃ (ঘ) শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) [ আসফ আলী এই গার্ডেনটি নির্মাণ করেছিলেন ]
[১০] সেন্ট জর্জ ফোর্ট কোথায় অবস্থিত ?
- (ক) চেন্নাই
- (খ) কলকাতা
- (গ) আগ্রা
- (ঘ) শ্রীনগর
উত্তরঃ (ক) চেন্নাই (তামিলনাড়ু) [ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই দুর্গতি নর্মিত হয়েছিল ]
[১১] জিম করবেট উদ্যান কোথায় অবস্থিত ?
- (ক) চেন্নাই
- (খ) নৈনিতাল
- (গ) আগ্রা
- (ঘ) শ্রীনগর
উত্তরঃ (খ) নৈনিতাল (উত্তরাখন্ড) [ এই উদ্যানটি স্যার ম্যালকম হোলি নির্মাণ করিয়েছিলেন ]
[১২] দেওয়ান-ই-খাস কোথায় অবস্থিত ?
- (ক) চেন্নাই
- (খ) নৈনিতাল
- (গ) আগ্রা
- (ঘ) শ্রীনগর
উত্তরঃ (গ) আগ্রা (উত্তরপ্রদেশ) [ এটি সম্রাট শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল ]
[১৩] আনন্দ ভবন কোথায় অবস্থিত ?
- (ক) চেন্নাই
- (খ) এলাহাবাদ
- (গ) লখনৌ
- (ঘ) আগ্রা
উত্তরঃ (খ) এলাহাবাদ (উত্তরপ্রদেশ ) [ এই ভবনটি মতিলাল নেহেরু নির্মাণ করিয়েছিলেন ]
[১৪] আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত ?
- (ক) সেকেন্দ্রাবাদ
- (খ) এলাহাবাদ
- (গ) লখনৌ
- (ঘ) আগ্রা
উত্তরঃ (ক) সেকেন্দ্রাবাদ (উত্তরপ্রদেশ)
[১৫] কানানির দুর্গ কোথায় অবস্থিত ?
- (ক) নাগপুর
- (খ) মুম্বাই
- (গ) পুনে
- (ঘ) আহমেদাবাদ
উত্তরঃ (খ) মুম্বাই (মহারাষ্ট্র)
আরো পড়ুন – ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল