বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তার নাম নিয়ে ।
এই পৃষ্ঠায়
বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা :

আরো পড়ুন – বিভিন্ন ভৌত রাশির একক তালিকা
বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তার নাম তালিকা :
নং | বৈজ্ঞানিক সূত্র | আবিষ্কর্তা |
---|---|---|
১ | মহাকর্ষ সূত্র | আইজ্যাক নিউটন |
২ | শক্তির নিত্যতা সূত্র | জুল প্রেস বার্ট |
৩ | আলোর প্রতিসরণের সূত্র | স্নেল |
৪ | কাস্কেড তত্ত্ব | W.Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা |
৫ | তাপীয় আয়ন তত্ত্ব | মেঘনাদ সাহা |
৬ | পদার্থের স্থিতিস্থাপকতা | হুক |
৭ | তাপগতিবিদ্যা | ক্লসিয়াম |
৮ | তড়িৎ চুম্বকত্ব | মাইকেল ফ্যারাডে |
৯ | আপেক্ষিকতাবাদ | আইনস্টাইন |
১০ | গ্রহের গতি সূত্র | কেপলার |
১১ | গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির) | চার্লস |
১২ | গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) | বয়েল |
১৩ | তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র | পাস্কাল |
১৪ | আবহাওয়ার চাপের সূত্র | টরিসেলি |
১৫ | তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র | বারনৌলি |
১৬ | পদার্থের ভাসনশীলতা | আর্কিমিডিস |
১৭ | পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র | গ্যালিলিও |
১৮ | গ্যাসীয় অনুর সংখ্যা | অ্যাভোগাড্রো |
১৯ | গ্যাস তরলীকরণ সূত্র | কেলভিন |
২০ | তেজস্ক্রিয়তার সূত্র | এ. বেকারেল |
২১ | দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবল | কুলম্ব |
২২ | তড়িৎ রোধের সূত্র | ওহম |
২৩ | পারমানবিক তত্ত্ব | ডালটন |
২৪ | ইউরেনিয়াম ফিউশন থিওরি | অটো হন |
আরো পড়ুন – বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা
FAQs On বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তার নাম তালিকা
ফাস্ট ফর্মাল আবিষ্কার করেন ইউক্লিড।
রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার সূত্র আবিষ্কার করেন হেনরি বেকারেল।
মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন।
ইউরেনিয়াম ফিসন থিওরি আবিষ্কার করেন অটো হন।
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন রবার্ট হুক।
আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন টরিসেলি।
নোভাম অর্গানম তত্ত্ব আবিষ্কার করেন ফ্রান্সিস বেকন।
ল অব প্লেনেটরি মোশান বা গ্রহের গতি সূত্র আবিষ্কার করেন জোহানেস কেপলার।
আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন।
তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে।
তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র আবিষ্কার করেন বারনৌলি।
পদার্থের ভাসনশীলতার সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস।
কাস্কেড তত্ত্ব আবিষ্কার করেন W. Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা ।
আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল।
শক্তির নিত্যতা সূত্র আবিষ্কার করেন জুল প্রেস বার্ট ।
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন পাস্কেল।