IPL 2024 জিকে প্রশ্ন উত্তর PDF – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম IPL 2024 জিকে প্রশ্ন উত্তরগুলি নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 IPL 2024 জিকে প্রশ্ন উত্তর:
- 2 IPL 2024 জিকে প্রশ্ন উত্তর :
- 2.1 [১] IPL 2024 কত তম সংস্করণ ?
- 2.2 (২) IPL 2024 কত তারিখ থেকে শুরু হয়েছে ?
- 2.3 [৩] IPL 2024 কত তারিখ থেকে শেষ হয়েছে ?
- 2.4 [৪] IPL 2024 এর টাইটেল স্পন্সর কে?
- 2.5 [৫] IPL 2024 এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি?
- 2.6 [৬] IPL 2024 ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
- 2.7 [৭] IPL 2024 এর বিজয়ী দল কোনটি?
- 2.8 [৮] IPL 2024 এর রানার আপ হয়েছে কোন টিম?
- 2.9 [৯] 2024 আইপিএলে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন?
- 2.10 [১০] 2024 সালের আইপিএলে পার্পল ক্যাপ কে পেয়েছেন?
- 2.11 [১১] 2024 আইপিএলে সর্বোচ্চ রান কার?
- 2.12 [১২] 2024 আইপিএলে সবচেয়ে বেশি উইকেট কার?
- 2.13 [১৩] ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছেন?
- 2.14 [১৪] ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন?
- 2.15 [১৫] প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন?
- 2.16 [১৬] ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
- 2.17 [১৭] ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
- 2.18 [১৮] টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা কে মেরেছে?
- 2.19 [১৯] টুর্নামেন্টের সব থেকে বেশি চার কে মেরেছে?
- 2.20 [২০] IPL ২০২৪ -এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে?
- 2.21 [২১] ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম?
- 2.22 [২২] IPL ২০২৪ -এর টুর্নামেন্টের সেরা ক্যাচ কার ?
- 2.23 [২৩] টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে?
- 2.24 [২৪] কোন দল সবচেয়ে বেশি আইপিএল জিতেছে?
- 2.25 [২৫] IPL এর পুরো নাম কি?
- 2.26 [২৬] আইপিএল শুরু হয় কত সালে?
- 2.27 [২৭] কেকেআর মোট কতবার আইপিএল ট্রফি জিতেছে?
- 2.28 [২৮] KKR-এর বর্তমান অধিনায়ক কে ?
IPL 2024 জিকে প্রশ্ন উত্তর:

আরো পড়ুন – আইপিএল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স
IPL 2024 জিকে প্রশ্ন উত্তর :
[১] IPL 2024 কত তম সংস্করণ ?
- (ক) ১৬ তম
- (খ) ১৭ তম
- (গ) ১৮ তম
- (ঘ) ১৯ তম
উত্তরঃ (খ) ১৭ তম
(২) IPL 2024 কত তারিখ থেকে শুরু হয়েছে ?
- (ক) ২২ শে মার্চ ২০২৪
- (খ) ২৭ শে মার্চ ২০২৪
- (গ) ২১ শে মার্চ ২০২৪
- (ঘ) ২৪ শে মার্চ ২০২৪
উত্তরঃ (ক) ২২ শে মার্চ ২০২৪
[৩] IPL 2024 কত তারিখ থেকে শেষ হয়েছে ?
- (ক) ২২ শে মে ২০২৪
- (খ) ২৭ শে মে ২০২৪
- (গ) ২৬ শে মে ২০২৪
- (ঘ) ২৪ শে মে ২০২৪
উত্তরঃ (গ) ২৬ শে মে ২০২৪
[৪] IPL 2024 এর টাইটেল স্পন্সর কে?
- (ক) Reliance কোম্পানি
- (খ) TATA কোম্পানি
- (গ) Sahara কোম্পানি
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) TATA কোম্পানি
[৫] IPL 2024 এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি?
- (ক) ৮ টি
- (খ) ৯ টি
- (গ) ১০ টি
- (ঘ) ১১ টি
উত্তরঃ (গ) ১০ টি
জেনে রাখো :
IPL 2024 এ অংশগ্রহণকারী 10টি দল হল- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ।
[৬] IPL 2024 ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
- (ক) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে
- (খ) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে
- (গ) কলকাতার ইডেন গার্ডেন্সে
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে
[৭] IPL 2024 এর বিজয়ী দল কোনটি?
- (ক) সানরাইজার্স হায়দ্রাবাদ
- (খ) কলকাতা নাইট রাইডার্স
- (গ) রাজস্থান রয়্যালস
- (ঘ) চেন্নাই সুপার কিংস
উত্তরঃ (খ) কলকাতা নাইট রাইডার্স
[৮] IPL 2024 এর রানার আপ হয়েছে কোন টিম?
- (ক) সানরাইজার্স হায়দ্রাবাদ
- (খ) কলকাতা নাইট রাইডার্স
- (গ) রাজস্থান রয়্যালস
- (ঘ) চেন্নাই সুপার কিংস
উত্তরঃ (ক) সানরাইজার্স হায়দ্রাবাদ
[৯] 2024 আইপিএলে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন?
- (ক) মিচেল স্টার্ক
- (খ) শ্রেয়াস আইয়ার
- (গ) বিরাট কোহলি
- (ঘ) হার্ষাল প্যাটেল
উত্তরঃ (গ) বিরাট কোহলি
[১০] 2024 সালের আইপিএলে পার্পল ক্যাপ কে পেয়েছেন?
- (ক) মিচেল স্টার্ক
- (খ) শ্রেয়াস আইয়ার
- (গ) বিরাট কোহলি
- (ঘ) হার্ষাল প্যাটেল
উত্তরঃ (ঘ) হার্ষাল প্যাটেল
[১১] 2024 আইপিএলে সর্বোচ্চ রান কার?
- (ক) শ্রেয়াস আইয়ার
- (খ) বিরাট কোহলি
- (গ) ভেঙ্কটেশ আইয়ার
- (ঘ) হার্দিক পান্ডিয়া
উত্তরঃ (খ) বিরাট কোহলি (741 রান)
[১২] 2024 আইপিএলে সবচেয়ে বেশি উইকেট কার?
- (ক) হার্দিক পান্ডিয়া
- (খ) হার্ষাল প্যাটেল
- (গ) মহম্মদ সামি
- (ঘ) রবীন্দ্র জাদেজা
উত্তরঃ (খ) হার্ষাল প্যাটেল
[১৩] ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছেন?
- (ক) শ্রেয়াস আইয়ার
- (খ) বিরাট কোহলি
- (গ) ভেঙ্কটেশ আইয়ার
- (ঘ) হার্দিক পান্ডিয়া
উত্তরঃ (গ) ভেঙ্কটেশ আইয়ার
[১৪] ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন?
- (ক) মিচেল স্টার্ক
- (খ) শ্রেয়াস আইয়ার
- (গ) বিরাট কোহলি
- (ঘ) হার্ষাল প্যাটেল
উত্তরঃ (ক) মিচেল স্টার্ক
[১৫] প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন?
- (ক) মিচেল স্টার্ক
- (খ) শ্রেয়াস আইয়ার
- (গ) বিরাট কোহলি
- (ঘ) হার্ষাল প্যাটেল
উত্তরঃ (ক) মিচেল স্টার্ক
[১৬] ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
- (ক) মিচেল স্টার্ক
- (খ) ট্র্যাভিস হেড
- (গ) বিরাট কোহলি
- (ঘ) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
উত্তরঃ (ঘ) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
[১৭] ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
- (ক)সুনীল নারিন
- (খ) অভিষেক শর্মা
- (গ) রমনদীপ সিং
- (ঘ) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
উত্তরঃ (ক)সুনীল নারিন
[১৮] টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা কে মেরেছে?
- (ক)সুনীল নারিন
- (খ) অভিষেক শর্মা
- (গ) রমনদীপ সিং
- (ঘ) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
উত্তরঃ (খ) অভিষেক শর্মা
[১৯] টুর্নামেন্টের সব থেকে বেশি চার কে মেরেছে?
- (ক) ট্র্যাভিস হেড
- (খ) অভিষেক শর্মা
- (গ) রমনদীপ সিং
- (ঘ) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
উত্তরঃ (ক) ট্র্যাভিস হেড
[২০] IPL ২০২৪ -এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে?
- (ক) ট্র্যাভিস হেড
- (খ) অভিষেক শর্মা
- (গ) রমনদীপ সিং
- (ঘ) সুনীল নারিন
উত্তরঃ (ঘ) সুনীল নারিন
[২১] ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম?
- (ক) সানরাইজার্স হায়দ্রাবাদ
- (খ) কলকাতা নাইট রাইডার্স
- (গ) রাজস্থান রয়্যালস
- (ঘ) চেন্নাই সুপার কিংস
উত্তরঃ (ক) সানরাইজার্স হায়দ্রাবাদ
[২২] IPL ২০২৪ -এর টুর্নামেন্টের সেরা ক্যাচ কার ?
- (ক) ট্র্যাভিস হেড
- (খ) অভিষেক শর্মা
- (গ) রমনদীপ সিং
- (ঘ) সুনীল নারিন
উত্তরঃ (গ) রমনদীপ সিং
[২৩] টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে?
- (ক) জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
- (খ) অভিষেক শর্মা
- (গ) রমনদীপ সিং
- (ঘ) সুনীল নারিন
উত্তরঃ (ঘ) সুনীল নারিন
IPL সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
[২৪] কোন দল সবচেয়ে বেশি আইপিএল জিতেছে?
উত্তরঃ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স, যারা সর্বমোট 5 বার শিরোপা জয়লাভ করেছে।
[২৫] IPL এর পুরো নাম কি?
উত্তরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
[২৬] আইপিএল শুরু হয় কত সালে?
উত্তরঃ 2008 সালে।
[২৭] কেকেআর মোট কতবার আইপিএল ট্রফি জিতেছে?
উত্তরঃ তিনবার।
[২৮] KKR-এর বর্তমান অধিনায়ক কে ?
উত্তরঃ KKR-এর বর্তমান অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
আরো পড়ুন – বিভিন্ন খেলায় খেলোয়াড় সংখ্যা তালিকা
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63