কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন

কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন এই টপিকটা নিয়ে ।আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ।

এই পৃষ্ঠায়

কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন :

কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন

আরো পড়ুন – ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি সমূহ তালিকা

কে কার আমলে ভারতে আসেন :

[১] হিউয়েন সাং-কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (খ) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (গ) হর্ষবর্ধন
  • (ঘ) মহম্মদ বিন-তুঘলক

উত্তরঃ (গ) হর্ষবর্ধন ( তাঁর রচিত দুটি গ্রন্থ হল-“সি-ইউ-কী” ও “রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড” )

[২] ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) বিন্দুসার
  • (খ) মহম্মদ বিন-তুঘলক
  • (গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তরঃ (গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ( তিনি ছিলেন প্রথম চীনা পর্যটক )

[৩] ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (খ) মহম্মদ বিন-তুঘলক
  • (গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তরঃ (খ) মহম্মদ বিন-তুঘলক ( ইবন বতুতা আফ্রিকার মরক্কো থেকে ভারতে আসেন )

[৪] মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (খ) মহম্মদ বিন-তুঘলক
  • (গ) বিন্দুসার
  • (ঘ) প্রথম দেবরায়

উত্তরঃ (ক) চন্দ্রগুপ্ত মৌর্য ( সেলুকাসের দূত ছিলেন । মেগাস্থিনিস “ইন্ডিকা” গ্রন্থটি রচনা করেন )

[৫] নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (খ) মহম্মদ বিন-তুঘলক
  • (গ) বিন্দুসার
  • (ঘ) প্রথম দেবরায়

উত্তরঃ (ঘ) প্রথম দেবরায় ( নিকোলো কন্টি ছিলেন একজন ইতালীয় পর্যটক )

[৬] দেইমাকস কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (খ) বিন্দুসার
  • (গ) প্রথম দেবরায়
  • (ঘ) কৃষ্ণদেব রায়

উত্তরঃ (খ) বিন্দুসার ( দেইমাকস ছিলেন একজন গ্রিক পর্যটক )

[৭] আব্দুর রজ্জাক কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) দ্বিতীয় দেবরায়
  • (খ) শাহজাহান
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) কৃষ্ণদেব রায়

উত্তরঃ (ক) দ্বিতীয় দেবরায় ( তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত ছিলেন এবং কালিকটের জামোরিন প্রাসাদে তিনি থাকতেন )

[৮] ডোমিনিগো পেজ কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) দ্বিতীয় দেবরায়
  • (খ) শাহজাহান
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) কৃষ্ণদেব রায়

উত্তরঃ (ঘ) কৃষ্ণদেব রায় ( ডোমিনিগো পেজ ছিলেন একজন পোর্তুগিজ পর্যটক )

[৯] টমাস রো কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) দ্বিতীয় দেবরায়
  • (খ) শাহজাহান
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) কৃষ্ণদেব রায়

উত্তরঃ (গ) জাহাঙ্গীর ( রাজা প্রথম জেমসের সময় একজন ইংরেজ দূত ছিলেন )

[১০] উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) শাহজাহান
  • (খ) জাহাঙ্গীর
  • (গ) ঔরঙ্গজেব
  • (ঘ) প্রথম দেবরায়

উত্তরঃ (খ) জাহাঙ্গীর ( রাজা প্রথম জেমসের সময় একজন ইংরেজ দূত ছিলেন )

[১১] স্যার উইলিয়াম নোরিস কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) শাহজাহান
  • (খ) জাহাঙ্গীর
  • (গ) ঔরঙ্গজেব
  • (ঘ) প্রথম দেবরায়

উত্তরঃ (গ) ঔরঙ্গজেব

[১২] পিটার মুণ্ডি কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) ঔরঙ্গজেব
  • (খ) প্রথম দেবরায়
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) শাহজাহান

উত্তরঃ (ঘ) শাহজাহান

[১৩] বার্নিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) কৃষ্ণদেব রায়
  • (খ) শাহজাহান
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (খ) শাহজাহান ( তিনি একজন ফরাসী চিকিত্সক ছিলেন )

[১৪] মানুচি কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) কৃষ্ণদেব রায়
  • (খ) শাহজাহান
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (ঘ) ঔরঙ্গজেব

[১৫] তেভানিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন ?

  • (ক) শাহজাহান
  • (খ) কৃষ্ণদেব রায়
  • (গ) জাহাঙ্গীর
  • (ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (ক) শাহজাহান

আরো পড়ুন – ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তালিকা

মন্তব্য করুন